ফাতিহা ও ইছালে সাওয়াবের পদ্ধতি

মৃত আত্মীয়-স্বজনদেরকে স্বপ্নে দেখার উপায়

হযরত  আল্লামা  আবু  আবদুল্লাহ্  মুহাম্মদ  বিন  আহমদ  মালেকী  কুরতুবী  رَحْمَۃُ  اللّٰہِ  تَعَالٰی  عَلَیْہِ  বর্ণনা  করেন:  হযরত সায়্যিদুনা হাসান বসরী رَحْمَۃُ اللّٰہِ تَعَالٰی عَلَیْہِএর খিদমতে  হাজির    হয়ে   এক  মহিলা    আবেদন  করলো, আমার   যুবতী  মেয়ে  মারা  গেছে।  এমন   কোন  আমল আছে  কি?  যা   করলে আমি তাকে স্বপ্নে দেখতে পাব। তিনি  رَحْمَۃُ اللّٰہِ تَعَالٰی عَلَیْہِ মহিলাটিকে  ঐ  আমল বলে দিলেন।   মহিলাটি  তার  মরহুমা   কন্যাটিকে  স্বপ্নে  তো  দেখলেন, কিন্তু এমন  অবস্থায়   দেখলেন যে, তার সারা শরীরে    আলকাতরার    পোষাক    ছিলো।    তার    ঘাড়ে  শিকল, আর পায়ে লোহার বেড়ি ছিলো।  ভয়ানক এই দৃশ্য দেখে মহিলাটি কেঁপে উঠল! পরের দিন সে  এসে হযরত  সায়্যিদুনা  হাসান  বসরী  رَحْمَۃُ  اللّٰہِ  تَعَالٰی  عَلَیْہِ  কে   স্বপ্নের  কথা  বলল।  স্বপ্নটি  শুনে  তিনি   رَحْمَۃُ     اللّٰہِ تَعَالٰی عَلَیْہِ অত্যন্ত  চিন্তিত হয়ে  গেলেন।  কিছু দিন পর হযরত  সায়্যিদুনা  হাসান  বসরী  رَحْمَۃُ  اللّٰہِ  تَعَالٰی  عَلَیْہِ  এক  মেয়েকে  স্বপ্নে দেখলেন। মেয়েটি জান্নাতে একটি আসনে মাথায় তাজ পরে বসে আছে।  তিনি رَحْمَۃُ اللّٰہِ  تَعَالٰی عَلَیْہِ কে দেখে মেয়েটি  বললো:আমি হলাম  সেই মহিলাটিরই    কন্যা,    যিনি   আপনাকে   আমার    অবস্থার কথা  বলেছিলেন। তিনি رَحْمَۃُ  اللّٰہِ تَعَالٰی عَلَیْہِ বললেন: মহিলাটির  কথা  মত  কন্যা  তো  আজাবে  লিপ্ত  ছিলো।  তার    এত    বড়    পরিবর্তন    কীভাবে    হলো?    মরহুমা  মেয়েটি বললো:   কবরস্থানের  পাশ দিয়ে একটি  লোক  যাচ্ছিলেন।  লোকটি  নবী  করীম,  রউফুর   রহীম,   হুযুর পুরনূর  صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم     র   উপর  দরূদ শরীফ পাঠ করেছিলেন। তাঁর সেই দরূদ শরীফ পাঠের বরকতে আল্লাহ  তাআলা  ৫৬০  জন কবরবাসীর উপর  থেকে আযাব  উঠিয়ে নিয়েছেন।   (আত-তাযকিরাতু ফি আহওয়ালিল    মাওতা     ওয়া    উমুরিল   আখিরাতে,   ১ম খন্ড, ৭৪ পৃষ্ঠা)

তাঁর উপর আল্লাহ্ তাআলার  রহমত  বর্ষিত হোক  এবং তাঁর  সদকায়  আমাদের গুনাহসমূহ  ক্ষমা    হোক। اٰمِين بِجا هِ النَّبِيِّ الْاَمين صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!            صَلَّی  اللهُ تَعَالٰی  عَلٰی   مُحَمَّد

প্রিয় ইসলামী ভাইয়েরা!  এ ঘটনা  থেকে জানা  গেলো, আগেকার দিনের মুসলমানদের মাঝে বুযুর্গানে দ্বীনদের رَحِمَہُمُ اللہُ  المُبِين    প্রতি  অত্যন্ত     আন্তরিকতা ছিলো। তাঁদের  বরকতে লোকজনের  সমস্যাগুলোরও সমাধান হয়ে     যেত।    এটাও   জানা   গেলো,     মৃতদেরকে    স্বপ্নে দেখার ইচ্ছা পোষণ করাও এক ধরণের কঠিন পরীক্ষা। কেননা,  মৃত  ব্যক্তিকে  স্বপ্নে  আযাবে    দেখে     নেওয়ার মাধ্যমে  দুশ্চিন্তার  মুখোমুখিও  হতে  হয়।   এই   ঘটনাটি থেকে   ইছালে  সাওয়াবের   এক  মহান  বরকতও  জানা গেলো। এও   বুঝা গেলো,  কেবল মাত্র  এক বার  দরূদ শরীফ  পাঠ করেও ইছালে সাওয়াব  করা যেতে পারে। আল্লাহ তাআলার অসীম রহমতের কথাই বা কী  বলব! তিনি  যদি  কেবল  এক    বার  দরূদ  শরীফ  পাঠ  করাও কবুল    করে   নেন,   কেবল    এক   বার    পড়া    দরূদের  ইছালে  সাওয়াবের  বরকতে সম্পূর্ণ   কবরস্থানের  উপর থেকে   চলমান   আযাবও   উঠিয়ে    নিয়ে     থাকেন    এবং সকলকে   বিভিন্ন    ধরণের    পুরস্কার    দিয়ে   ধন্য     করে  দেন।

লাজ  রাখ্ লে গুনাহগারোঁ কি, নাম রাহমান হে তেরা ইয়া রব!
বে সবব বখশ   দেয় না  পুছ্ আমল,  নাম   গাফফার হে  তেরা ইয়া রব!
তু করীম  আওর  করীম ভি  এয়ছা, কেহ নেহিঁ জিছ্   কা দোছ্রা ইয়া রব!

প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনাদের যাদের পিতা-মাতা বা  যে  কোন    একজন  ইন্তেকাল   হয়ে  গেছেন,   তাদের উচিত  আপন  পিতা-মাতার  প্রতি    উদাসীন  না  হওয়া। তাঁদের  কবরগুলোতে  গিয়ে  যিয়ারত  করতে  থাকবেন  এবং ইছালে সাওয়াবও  করতে থাকবেন।এই ব্যাপারে ৫টি হাদীস শরীফ লক্ষ্য করুন:

(১) মকবুল হজ্বের সাওয়াব

যে ব্যক্তি সাওয়াবের নিয়্যতে পিতা-মাতা বা তাদের যে কোন   একজনের    কবর   যিয়ারত    করবে,    সে   ব্যক্তি   একটি মকবুল  হজ্বের  সাওয়াব  লাভ   করবে।   আর যে ব্যক্তি আপন  পিতা-মাতার  কবর বেশি বেশি   যিয়ারত করে  থাকে,  সেই  ব্যক্তির   (অর্থাৎ  যখন   সে   ইন্তিকাল করবে)     তার     কবর          যিয়ারত     করার     জন্য     স্বয়ং  ফেরেশতা    নাযিল    হবে।     (নাওয়াদিরুল      উছুল    লিল হাকীমিত তিরমিযী, ১ম খন্ড, ৭৩   পৃষ্ঠা,  হাদীস:  ৯৮)

صَلُّوْا  عَلَی  الْحَبِیْب!            صَلَّی اللهُ  تَعَالٰی  عَلٰی مُحَمَّد

(২) দশটি হজ্বের সাওয়াব

যে    আপন    পিতা-মাতার    পক্ষ    থেকে    সম্পাদন    হজ্ব  করবে, তাদের (পিতা-মাতার)   পক্ষ থেকে হজ্ব  আদায় হয়ে  যাবে,  সেই  ব্যক্তি  (অর্থাৎ  সম্পাদনকারী)  আরো  দশটি হজ্বের সাওয়াব  লাভ করবে।  (দারে  কুত্নী,   ২য়   খন্ড, ৩২৯ পৃষ্ঠা হাদীস: ২৫৮)

سُبْحٰنَ    اللّٰہ  عَزَّوَجَلَّ! আপনি  যদি  নফল  হজ্বের সুযোগ  পেয়ে  যান, তাহলে আপনার মরহুম  পিতা-মাতার পক্ষ থেকে    হজ্ব    করে    নিন।    এতে    করে    তারাও    হজ্বের  সাওয়াব    পাবেন    এবং    আপনারও   হজ্ব     হয়ে   যাবে। আপনি  বরং  বাড়তি  দশটি    হজ্বের  সাওয়াব  পাবেন। আপনার   পিতা-মাতার   মধ্য   থেকে   কেউ    যদি   এমন  অবস্থায়  ইন্তেকাল  হয়ে  যান যে, তাঁর  উপর হজ্ব  ফরজ হওয়া        সত্ত্বেও         হজ্ব       করতে        পারেননি,        তাহলে এমতাবস্থায়     সন্তানের  উচিত,  বদলী   হজ্বের  সৌভাগ্য অর্জন   করা।   হজ্বে   বদল   সম্পর্কিত   বিস্তারিত   জানার  জন্য       দা’ওয়াতে       ইসলামীর        প্রকাশনা          প্রতিষ্ঠান মাকতাবাতুল      মদীনা       কর্তৃক      প্রকাশিত       “রফিকুল  হারামাঈন”নামক   কিতাবের   ১৫৯   থেকে   ১৬৩   পৃষ্ঠা  পর্যন্ত অধ্যয়ণ করুন।

(৩) মাতা-পিতার পক্ষ থেকে দান-খয়রাত

তোমাদের      মধ্য       থেকে     কেউ     যদি      নফল       স্বরূপ দান-খয়রাত   করে,    তাহলে    যেন   পিতা-মাতার   পক্ষ   থেকে   করে।   কেননা,   সেই   দান-খয়রাতের   সাওয়াব  তারাও পাবে এবং দানকারীর সাওয়াবেও কোন প্রকার ঘাটতি হবে না। (শুয়াবুল ঈমান, ২য়  খন্ড, ২০৫ পৃষ্ঠা, হদীস: ৭৯১১)

صَلُّوْا  عَلَی الْحَبِیْب!            صَلَّی    اللهُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

(৪) রুজি-রোজগারে বরকত না হওয়ার কারণ

বান্দা  যখন নিজের  পিতা-মাতার জন্য  দোয়া করা বন্ধ করে    দেয়,   তখন  তার  রুজি-রোজগারে   বরকত  কমে যায়।    (জামউল    জাওয়ামী,     ১ম     খন্ড,    ২৯২    পৃষ্ঠা, হাদীস: ২১৩৮)

(৫) জুমার দিন কবর যিয়ারতের ফযীলত

যে ব্যক্তি জুমার দিন আপন পিতা-মাতার বা তাদের যে কোন   একজনের  কবর    যিয়ারত   করবে  এবং  তাদের কবরের    পাশে    সূরা     ইয়াসীন     পাঠ    করবে,    তাদের গুনাহসমূহ  ক্ষমা করে দেওয়া  হবে। (আল কামিল    লি  ইবনি আদী, ৬ষ্ঠ খন্ড, ২৬০ পৃষ্ঠা)

লাজ রাখ্ লে গুনাহগারোঁ কি,
নাম রাহমান হে তেরা ইয়া রব!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!               صَلَّی  اللهُ  تَعَالٰی عَلٰی مُحَمَّد

কাফন ছিঁড়ে গেছে

প্রিয়   ইসলামী   ভাইয়েরা!  আল্লাহ  তাআলার   রহমতের কোন সীমা নেই। যেসব মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাদের জন্যও তিনি তাঁর দয়া ও বদান্যতার দরজাসমূহ  খুলে রেখেছেন।   আল্লাহ্ তাআলার   অশেষ রহমত     সম্পর্কিত     ঈমান     তাজাকারী     একটি     ঘটনা  শুনাচ্ছি। পড়ুন এবং আন্দোলিত হোন।যেমন:  আল্লাহ তাআলার      নবী        হযরত      সায়্যিদুনা      আরমিয়া       عَلٰی  نَبِیِّنَاوَعَلَیْہِ   الصَّلوٰۃُ  وَالسَّلام  এমন  কতগুলো  কবরের  পাশ দিয়ে গমণ করছিলেন, যেগুলোতে আযাব হচ্ছিল। এক বৎসর পর যখন একই পথ দিয়ে তিনি যাচ্ছিলেন, তখন সেগুলোতে আযাব ছিলো  না। আল্লাহ   তাআলার  দরবারে    তিনি    عَلَیۡہِ    السَّلَام        আরয    করলেন:    হে  আল্লাহ!     কী     ব্যাপার?প্রথমে     এদের     উপর     আযাব  হচ্ছিল, আর এখন দেখছি আযাব  আর  নেই?আওয়াজ এলো: হে আরমিয়া!  তাদের কাফন ছিঁড়ে  গেছে। চুল  উপড়ে  গেছে,   আর   কবরগুলো  নিশ্চিহ্ন   হয়ে   গেছে। তাই  আমি  তাদের  উপর  দয়া  করেছি,  আর  এমনসব  লোকদের উপর আমি দয়াই করে থাকি। (শরহুস সুদূর লিস সুয়ূতী, ৩১৩ পৃষ্ঠা)

আল্লাহ কি রহমত ছে তো জান্নাত হি মিলে গি
এ্যায় কাশ! মহল্লে মেঁ জাগা উন্ কে মিলি হো।
(ওয়াসায়িলে বখশিশ, ১৯৩ পৃষ্ঠ)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                صَلَّی  اللهُ تَعَالٰی عَلٰی  مُحَمَّد

ইছালে সাওয়াবের তিনটি ঈমান তাজাকারী মর্যাদা

(১) দোয়ার ফযীলত

নবীকুল   সুলতান,  সরদারে    দো’জাহান,  হুযুর   পুরনূর  صَلَّی     اللّٰہُ      تَعَالٰی    عَلَیْہِ    وَاٰلِہٖ   وَسَلَّم   ইরশাদ   করেছেন: “আমার   উম্মতরা  কবরে  গুনাহ  নিয়ে    প্রবেশ     করবে, আর       বের       হবে       গুনাহবিহীন       অবস্থায়।       কেননা,  মু’মিনদের দোয়ার কারণে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়।” (আল  মুজামুল আওসাত, ১ম  খন্ড, ৫০৯   পৃষ্ঠা, হাদীস: ১৮৭৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                صَلَّی اللهُ  تَعَالٰی عَلٰی مُحَمَّد

(২) ইছালে সাওয়াবের জন্য অপেক্ষা

রাহমাতুল্লিল   আলামীন,    শফিউল   মুযনিবীন,     রাসুলে আমীন,  হুযুর  পুরনূর   صَلَّی    اللّٰہُ   تَعَالٰی    عَلَیْہِ  وَاٰلِہٖ  وَسَلَّم ইরশাদ           করেছেন:           “কবরে           মুর্দাদের          অবস্থা হচ্ছে;পানিতে ডুবন্ত মানুষের  ন্যায়। সে   অধীর আগ্রহে অপেক্ষা     করতে     থাকে,    তার    মা-বাবা,     ভাই-বোন, আত্মীয়-স্বজন     কিংবা     বন্ধু-বান্ধবদের     দোয়া     করার  দিকে।  কেউ   যখন   দোয়া  পাঠিয়ে  থাকে,   তখন  সেটি তার জন্য দুনিয়া ও দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু থেকে উৎকৃষ্ট বলে বিবেচিত  হয়। কবরবাসীদের জন্য  সংশ্লিষ্টদের     পাঠানো     হাদিয়ার     সাওয়াবকে     আল্লাহ্  তাআলা পাহাড়ের সমতূল্য করে তাদের  দান করেন। মৃতদের       জন্য       জীবিতদের      বড়      উপহার       হচ্ছে, মাগফিরাতের  দোয়া  করা   (শুয়াবুল  ঈমান,  ২য়  খন্ড,   ২০৩ পৃষ্ঠা, হাদীস: ৭৯০৫)

صَلُّوْا  عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللهُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

মৃত      ব্যক্তির      রূহগুলো      ঘরে      ঘরে      এসে      ইছালে  সাওয়াবের আকাঙ্খা করতে থাকে

প্রিয়    ইসলামী   ভাইয়েরা!   বুঝা   গেলো,   মৃত    ব্যক্তিরা তাদের       কবরে      আগত      লোকদের      চিনতে     পারে। জীবিতদের দোয়ার   কারণে   তাদের  উপকারও সাধিত হয়। জীবিতদের পক্ষ থেকে যখন মৃতদের জন্য ইছালে সাওয়াব  আসা বন্ধ হয়ে যায়, তখন তারা  তাও  বুঝতে পারে। আর আল্লাহ্    তাআলা   তাদেরকে  অনুমতি দেন যে,   তখন   তারা   ঘরে    ঘরে  এসে   ইছালে  সাওয়াবের আকাঙ্খা  করে।   আমার    আক্বা  আ’লা   হযরত   ইমামে আহ্লে সুন্নাত   মুজাদ্দিদে  দ্বীন ও  মিল্লাত  মাওলানা শাহ্   ইমাম     আহমদ     রযা     খাঁন     رَحْمَۃُ     اللّٰہِ      تَعَالٰی      عَلَیْہِ ফতোওয়ায়ে      রযবীয়ার     ৯ম     খন্ডের     ৬৫০      পৃষ্ঠায় লিখেছেন:          ‘গারাইব’ও         ‘খাযানা’কিতাবে         উল্লেখ  রয়েছে:মু’মিনদের রূহগুলোপ্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে, ঈদের দিনে, আশুরার দিনে এবং  শবে বরাতের রাতে নিজ নিজ ঘরের আঙ্গিনায় এসে দাঁড়িয়ে থাকে। আর  রূহগুলো   অত্যন্ত  দুঃখভারাক্রান্ত  হয়ে   ডাক  দিয়ে দিয়ে  বলে: হে আমার  পরিবার-পরিজনেরা! হে আমার সন্তান-সন্ততিরা!    হে   আমার   প্রতিবেশীরা!   (আমাদের  ইছালে সাওয়াবের নিয়্যতে) দান-খয়রাত করে তোমরা আমাদের উপর দয়া করো।

হে কউন কেহ্ গিরিয়া করে, ইয়া ফাতেহা কো আয়ে
বে কছ কে উঠায়ে তেরি রহমত কে ভরন ফুল।
(হাদায়িকে বখশিশ শরীফ)

صَلُّوْا  عَلَی الْحَبِیْب!                       صَلَّی اللهُ تَعَالٰی  عَلٰی مُحَمَّد

(৩)      সকলের      জন্য       মাগফিরাতের       দোয়া      করার ফযীলত

মদীনার তাজেদার, নবীকুল সরদার, হুযুরে আনওয়ার, রাসুলুল্লাহ     صَلَّی    اللّٰہُ    تَعَالٰی      عَلَیْہِ   وَاٰلِہٖ   وَسَلَّم   ইরশাদ করেছেন:    “যে    ব্যক্তি   সমস্ত    মু’মিন   নর-নারীর   জন্য মাগফিরাতের দোয়া  করবে, সেই  ব্যক্তির জন্য আল্লাহ্ তাআলা    প্রতিটি  মু’মিন   নর  ও  নারীর  বদলায়  একটি করে   নেকী   লিখে   দেন।”    (মুসনাদুশ্   শামিয়ীন    লিত্ তাবরানী, ২য় খন্ড, ২৩৪ পৃষ্ঠা, হাদীস: ২১৫৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!              صَلَّی   اللهُ تَعَالٰی  عَلٰی مُحَمَّد

লক্ষ-কোটি নেকী অর্জনের সহজ পন্থা মিলে গেলো!

প্রিয় ইসলামী ভাইয়েরা!  আপনাদের আনন্দিত হওয়ার বিষয় যে, লক্ষ লক্ষ, কোটি কোটি নেকী অর্জনের সহজ পন্থা মিলে গেছে। প্রকাশ্য   বিষয় যে,  বর্তমানে  আল্লাহ্ তাআলার  দুনিয়াতে   কোটি  কোটি  মুসলমান   বিদ্যমান রয়েছে।   লক্ষ-কোটি   বরং   অগণিত   মুসলমান    দুনিয়া  হতে    বিদায়    নিয়ে      চলে    গেছে।    আমরা   যদি   সমস্ত মু’মিনদের জন্য মাগফিরাতের দোয়া  করি, তাহলে  اِنْ  شَآءَ اللّٰہ  عَزَّوَجَلَّ  লক্ষ-কোটি  নয় বরং অসংখ্য  অগণিত সাওয়াবের   খণির   মালিক   হয়ে   যেতে    পারব।    আমি  নিজের ও  সমস্ত মু’মিন-মুমিনাতের জন্য মাগফিরাতের দোয়া   লিখে   দিচ্ছি।   (আগে   পরে   দরূদ   শরীফ   পাঠ  করবেন اِنْ شَآءَ اللّٰہ عَزَّوَجَلَّ অসংখ্য সাওয়াবের মালিক হতে পারবেন।

اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ وَ لِكُلِّ مُؤْمِنٍ وَّ مُؤْمِنَةٍ ـ

অর্থ:    হে    আল্লাহ!    তুমি    আমার    এবং    সমস্ত    মু’মিন  নর-নারীর  গুনাহ্সমূহ মাফ করে দাও।اٰمِين بِجا هِ النَّبِيِّ الْاَمين      صَلَّی   اللہُ   تَعَالٰی   عَلَیْہِ   وَاٰلِہٖ   وَسَلَّم   আপনারাও  উপরে  প্রদত্ত   দোয়াটি  আরবিতে   বা  বাংলাতে     কিংবা উভয় ভাষায় এখন  পড়ুন,  আর    সম্ভব হলে  প্রতিদিন পাঁচ  ওয়াক্ত নামাযের পরও  পাঠ করার অভ্যাস  গড়ে নিন।

বে    সবব   বখ্শ  দে  না   পুচ্ছ্  আমল  নাম   গফফার  হে তেরা ইয়া রব! (যওকে নাত)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللهُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

নূরানী পোশাক

কোন   বুযুর্গ   ব্যক্তি   নিজের   মৃত    ভাইকে   স্বপ্নে   দেখে  জিজ্ঞাসা     করলেন:     জীবিতদের     দোয়া    কি     তোমরা মৃতদের     নিকট   পৌঁছে   থাকে?    মৃত   ভাইটি    জবাবে  বললো:       হ্যাঁ,       আল্লাহর       কসম!       সেগুলো       নূরানী  পোশাকের রূপ  ধরে  আসে। আমরা   সেগুলো  পরিধান করে থাকি। (শরহুস সুদূর, ৩০৫ পৃষ্ঠা)

জলওয়ায়ে   ইয়ার   ছে   হো    কবর   আবাদ,    ওয়াহশতে কবর ছে বাচা ইয়া রব।

صَلُّوْا عَلَی  الْحَبِیْب!                  صَلَّی اللهُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

নূরানী তশতরী (বড় থালা)

বর্ণিত আছে:  কোন ব্যক্তি   যখন    মৃতদের জন্য ইছালে সাওয়াব  করে     থাকে,   তখন   হযরত   জিবরাঈল  عَلَیۡہِ السَّلَام    সেগুলোকে   একটি   নূরানী   তশতরীতে    (বড় থালা)  করে নিয়ে  তার  কবরের   পাশে  দাঁড়িয়ে যান।  আর    বলেন:হে  কবরবাসী!  এই  উপহারগুলো  তোমার পরিবারের সদস্যরা  তোমার জন্য পাঠিয়েছে।   এগুলো একটু কবুল করে  নাও।  এ কথা   শুনে  সেই কবরবাসী অত্যন্ত     আনন্দিত    হয়ে      যায়,    আর    তার    (কবরের) প্রতিবেশীরা  নিজেদের  বঞ্চিত  হওয়ার  কারণে  অত্যন্ত  পেরেশান চিন্তিত হয়ে যায়। (প্রাগুক্ত, ৩০৮ পৃষ্ঠা)

কবর মেঁ আহ্! ঘোপ আন্ধেরা হে
ফজল ছে করো দেয় চাঁন্দনা ইয়া রব।
(ওয়াসায়িলে বখশিশ, ৮৮ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                صَلَّی  اللهُ تَعَالٰی عَلٰی  مُحَمَّد

মৃত লোকদের সমপরিমাণ প্রতিদান

প্রিয়  নবী,  রাসুলে আরবী,   হুযুর  পুরনূর   صَلَّی اللّٰہُ  تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “যে কবরস্থানে গিয়ে এগার    বার    সূরা   ইখলাস    পাঠ     করে   মৃতদের    রূহে সেগুলোর সাওয়াব  পৌঁছিয়ে  দিবে, তবে  সেই  ইছালে  সাওয়াবকারী     ব্যক্তি     মৃতদের     সংখ্যার     সমপরিমাণ  প্রতিদান  পাবে।” (জমউল  জাওয়ামি লিস সুয়ূতী,  ৭ম  খন্ড, ২৮৫ পৃষ্ঠা, হাদীস: ২৩১৫২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!              صَلَّی اللهُ تَعَالٰی   عَلٰی مُحَمَّد

কবরবাসী সবাইকে সুপারিশকারী বানানোর আমল

নবীয়ে   মুকাররাম, নূরে  মুজাস্সাম,   রাসুলে আকরাম, শাহানশাহে     বনী    আদম     صَلَّی    اللّٰہُ     تَعَالٰی    عَلَیْہِ    وَاٰلِہٖ وَسَلَّمইরশাদ করেছেন: “যে ব্যক্তি কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস  ও সূরা তাকাছুর পাঠ করার পর এই  দোয়া  করবে:  হে  আল্লাহ!   আমি    পবিত্র   কুরআন থেকে   যা যা তিলাওয়াত করলাম, সেগুলোর   সাওয়াব  এই   কবরস্থানের  বাসিন্দা  যে  সমস্ত   নর-নারী  রয়েছে, তাদের নিকট   পৌঁছিয়ে দাও।  তবে  তারা   সবাই  সেই (ইছালে সাওয়াবকারী) ব্যক্তিটির জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। (শরহুস সুদূর, ৩১১ পৃষ্ঠা)

হার  ভালে  কি  ভালায়ি  কা    সদকা,  ইস  বুরে   কো  ভি   করো ভালা ইয়া রব।
(যওকে নাত)

صَلُّوْا  عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللهُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

সূরা ইখলাসের ইছালে সাওয়াবের কাহিনী

হযরত  সায়্যিদুনা  হাম্মাদ   মক্কী  رَحْمَۃُ  اللّٰہِ     تَعَالٰی  عَلَیْہِ বলেছেন:   এক  রাতে  আমি  মক্কা  শরীফের   কবরস্থানে ঘুমিয়ে   পড়লাম।  আমি  স্বপ্নে  দেখলাম,  কবরবাসীরা  সবাই   দল বেঁধে   দাঁড়িয়ে আছে। আমি  তাদের নিকট জিজ্ঞাসা  করলাম:    কিয়ামত  হয়ে  গেলো  বুঝি?   তারা  বললো: না। আসল কথা হলো একজন মুসলমান   ভাই সূরা  ইখলাস  পড়ে   আমাদের   উপর  ইছালে  সাওয়াব করেছেন। আমরা  এখন সেই সাওয়াবকে  এক   বৎসর যাবৎ বণ্টন করছি। (শরহুস সুদূর, ৩১২ পৃষ্ঠা)

সাবাকাত  রাহমাতী  আ’লা  গদ্ববী,  তু  নে  জব  ছে  সুনা  দিয়া ইয়া রব!
আসরা     হাম  গুনাহ্গারোঁ কা, আওর মজবুত  হো গেয়া ইয়া রব!
(যওকে নাত)

صَلُّوْا عَلَی   الْحَبِیْب!                صَلَّی اللهُ تَعَالٰی عَلٰی مُحَمَّد

উম্মে সা’আদ رَضِـیَ اللہُ تَعَالٰی عَنۡہَا এর জন্য কূপঃ

হযরত   সায়্যিদুনা  সা’আদ   ইবনে  উবাদাহ     رَضِیَ     اللّٰہُ تَعَالٰی عَنْہُআরয করলেন; ইয়া রাসুলাল্লাহ صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ     وَاٰلِہٖ    وَسَلَّم         !       আমার    আম্মাজান     ইন্তেকাল  করেছেন।  (আমি  তাঁর পক্ষ থেকে দান-খয়রাত করতে চাই) । কী ধরণের সদকা উত্তম হবে? ছরকারে মদীনা, হুযুর পুরনুর صَلَّی اللّٰہُ تَعَالٰی  عَلَیْہِ وَاٰلِہٖ   وَسَلَّم      ইরশাদ  করলেন: ‘পানি’। অতএব, তিনি একটি কূপ খনন করে দিলেন। আর ঘোষণা দিলেন: هٰذِهٖ لِأُمِّ سَعد ‘অর্থাৎ এই কূপটি সা’আদের মায়ের জন্য’। (আবু দাঊদ, ২য় খন্ড, ২৮০ পৃষ্ঠ, হাদীস: ১৬৮১)

‘গাউছে পাকের ছাগল’ বলা কেমন?

প্রিয়   ইসলামী  ভাইয়েরা!   হযরত   সায়্যিদুনা  সা’আদ     رَضِیَ اللّٰہُ تَعَالٰی عَنْہُ কর্তৃক‘এই কূপটি সা’আদের মায়ের জন্য’ উক্তিটির অর্থ হচ্ছে ‘এই কূপটি সা’আদের মায়ের ইছালে সাওয়াবের   জন্য’। এটার মাধ্যমে বুঝা  গেলো, মুসলমানদের      গরু    বা    ছাগল    ইত্যাদিকে    বুযুর্গদের  নামের   সাথে   সম্বোধিত     করাতে    কোন    বাঁধা    নেই।  যেমন;   কেউ   বললো:   ‘এটি    সায়্যিদুনা    গাউছে   পাক رَحْمَۃُ  اللّٰہِ  تَعَالٰی  عَلَیْہِ  এর  ছাগল’।  কেননা,  এই  কথা  বলার   মাধ্যমে   বক্তার    উদ্দেশ্যই   হচ্ছে   এই    ছাগলটি সায়্যিদুনা    গাউছে    পাক   رَحْمَۃُ   اللّٰہِ     تَعَالٰی   عَلَیْہِ    এর ইছালে সাওয়াবের জন্য। স্বয়ং কুরবানীর জন্তুকেও তো মানুষ   একে    অন্যের   দিকে     সম্বোধিত     করে    থাকে। যেমন;কেউ  কুরবানীর  জন্তু   নিয়ে  যাচ্ছে।  এমন   সময় কোন   ব্যক্তি   জিজ্ঞাসা  করল;ছাগলটি  কার?  তখন  সে তো  এভাবেই   বলে,    ‘এ  ছাগল  আমার’।   অথবা  বলে ‘আমার  মামার’।   এ  ধরণের  উক্তিকারীর   বিরুদ্ধে  যদি  কোন   আপত্তি   না   থাকে,   তবে   তো   ‘গাউছে   পাকের  ছাগল’   বলাতেও  কোনরূপ  আপত্তি   থাকার  কথা  নয়। প্রকৃত অর্থে প্রত্যেক কিছুর মূল মালিক একমাত্র আল্লাহ তাআলাই। আর কুরবানীর   ছাগল  হোক  কিংবা গাউছে পাকেরই  হোক,  জবাই   করার  সময়  একমাত্র    আল্লাহ তাআলার    নামই   উচ্চারণ    করা   হয়ে     থাকে।   আল্লাহ্ তাআলা আমাদের  সকলকে   শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা  করুক।  اٰمِين  بِجا  هِ  النَّبِىِّ  الْاَمين     صَلَّی  اللہُ  تَعَالٰی  عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا  عَلَی الْحَبِیْب!                صَلَّی اللهُ  تَعَالٰی عَلٰی مُحَمَّد

ইছালে সাওয়াবের ১৯টি মাদানী ফুল

(১)    ‘ইছালে     সাওয়াব’    কথাটির     প্রকৃত      অর্থ    হচ্ছে ‘সাওয়াব পৌঁছিয়ে দেওয়া’। একে সাওয়াব দান করাও বলা হয়।  কিন্তু বুযুর্গদের শানে সাওয়াব দান করা বলা সমীচীন   নয়। আদব হলো: ‘সাওয়াব  পেশ  করা’বলা।  আ’লা হযরত ইমাম  আহমদ রযা  খাঁন رَحْمَۃُ   اللّٰہِ تَعَالٰی عَلَیْہِ   বলেন:   সুলতানে  মদীনা,  হুযুর   পুরনুর  صَلَّی  اللّٰہُ تَعَالٰی  عَلَیْہِ  وَاٰلِہٖ  وَسَلَّم        সহ  যে  কোন  নবী  ও  ওলীর  ব্যাপারে সাওয়াব দান করা বলা বে-আদবী। দান করা হতে  পারে   বড়দের  পক্ষ  থেকে  ছোটদের    প্রতি।  এ  ক্ষেত্রে   বরং   বলবেন:   ‘পেশ   করা’   বা   ‘হাদিয়া   স্বরূপ  প্রেরণ   করা’ইত্যাদি।    (ফতোওয়ায়ে  রযবীয়া,  ২৬তম  খন্ড, ৬০৯ পৃষ্ঠা)

(২)  ফরজ,  ওয়াজিব,  সুন্নাত,  নফল,  নামায,      রোযা,  হজ্ব,   যাকাত,    তিলাওয়াত,   না’ত    শরীফ,   যিকরুল্লাহ, দরূদ  শরীফ,  বয়ান,  দরস, মাদানী   কাফেলায় সফর,  মাদানী ইনআমাত, নেকীর দাওয়াতের জন্য এলাকায়ী দাওরা, দ্বীনি কিতাব অধ্যয়ন, মাদানী কর্মকান্ডের জন্য ইনফিরাদী   কৌশিশ    ইত্যাদি  যে   কোন   কাজ   ইছালে সাওয়াব করতে পারবেন।

(৩)  মৃতব্যক্তির    জন্য  ‘তীজা’  (মৃত্যুর    তৃতীয়    দিবসে ফাতিহাখানির          অনুষ্ঠান)            করা,         দশম         দিবসে ফাতিহাখানির অনুষ্ঠান করা, চেহলাম করা এবং বার্ষিক ফাতিহা অনুষ্ঠান করা খুবই  ভাল ও  সাওয়াবের  কাজ। এগুলো     ইছালে     সাওয়াবেরই    এক     একটি    মাধ্যম। শরীয়াতে তীজা ইত্যাদি জায়েয না হওয়ার পক্ষে কোন দলিল  না থাকাই হচ্ছে এগুলো জায়েয হওয়ার প্রমাণ। মৃতদের   জন্য   জীবিত  কর্তৃক  দোয়া  করা   স্বয়ং  পবিত্র কুরআন        দ্বারাই         প্রমাণিত।        যা       মূলতঃ        ইছালে সাওয়াবেরই    মূল    দলিল।    যথা:       ২৮     পারার    সূরা  হাশরের        ১০ম     আয়াতে     আল্লাহ্     তাআলা     ইরশাদ করেছেন:

وَ  الَّذِیۡنَ  جَآءُوۡا  مِنۡۢ    بَعْدِہِمْ     یَقُوۡلُوۡنَ  رَبَّنَا      اغْفِرْ  لَنَا      وَ لِاِخْوَانِنَا الَّذِیۡنَ سَبَقُوۡنَا بِالْاِیۡمَانِ

কানযুল    ঈমান    থেকে    অনুবাদ:    আর    যারা    তাদের  পরবর্তীতে এসে আরয করে, হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের মাফ  করে   দাও,  আর আমাদের সেসব ভাইদের  মাফ   করে  দাও  যারা আমাদের  পূর্বে বিদায়  হয়ে গেছে।

(৪)    তীজা    ইত্যাদির    ভোজের    ব্যবস্থা    কেবল    সেই  অবস্থাতেই মৃতের  পরিত্যক্ত  সম্পত্তি থেকে করা যাবে, যখন মৃত ব্যক্তিটি ওয়ারিশগণকে বালেগ অবস্থায় রেখে যাবে   এবং   সকলে      এর    অনুমতিও   দিবে।   একজন   ওয়ারিশও    যদি  না-বালেগ থেকে  থাকে, সেক্ষেত্রে  তা হারাম। তবে হ্যাঁ! বালেগরা তাদের অংশ থেকে করতে পারবে। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৮২২ পৃষ্ঠা)

(৫) যেহেতু তীজার ভোজ সাধারণত  নিমন্ত্রণের রূপেই হয়ে থাকে, তাই তা ধনীদের  জন্য জায়েয নেই;কেবল অভাবীরাই খাবে। তিন দিনের পরেও যে কোন  মৃতের ভোজ   থেকে   ধনীদের     (যারা    মিসকীন   নয়   তাদের)  বিরত থাকা উচিত। ফতোওয়ায়ে রযবীয়ার ৯ম খন্ডের ৬৬৭ পৃষ্ঠা  থেকে মৃতের  ইছালে  সাওয়াবের    উদ্দেশ্যে ভোজ সম্পর্কিত একটি প্রশ্নোত্তর লক্ষ্য করুন।

প্রশ্ন:  কথিত    আছে;  طَعَامُ  الْمَيِّتِ  يُمِيْتُ  الْقَلْب  ‘অর্থাৎ মৃতদের ইছালে সাওয়াবের ভোজ কলব (অন্তরকে) মৃত বানিয়ে        দেয়’উক্তিটি         নির্ভরযোগ্য         কি         না?যদি নির্ভরযোগ্য  হয়ে থাকে,  তা হলে  উক্তিটির মর্মার্থ  কী? উত্তর: গবেষণা করে দেখা গেছে যে, সেটির অর্থ হলো: যেসব  লোক  মৃতদের  উদ্দেশ্যে  ভোজের  প্রতি  আগ্রহী  হয়ে থাকে, তাদের অন্তর  মরে যায়। যার  মধ্যে যিকির কিংবা   আল্লাহ্   তাআলার   আনুগত্যমূলক     কর্মকান্ডের প্রতি   কোন   মনোযোগ   নেই।   সে   কেবল   উদরপূর্তির  জন্য  কাঙ্গালিভোজের  অপেক্ষায়  থাকে।  অথচ  আহার  করার  সময়  মৃত্যুর  কথা  ভুলে   থাকে,  আর    আহারের স্বাদের   প্রতি  বিভোর   থাকে।   আল্লাহ   তাআলাই  ভাল  জানেন।   (ফতোওয়ায়ে    রযবীয়া    (সংশোধিত)   ,    ৯ম খন্ড, ৬৬৭ পৃষ্ঠা)

(৬) মৃতের পরিবার-পরিজনের পক্ষ থেকে যদি তীজার ভোজের   ব্যবস্থা   করা   হয়,   সেই   ভোজ   ধনীরা   খাবে  না;কেবল        ফকীর-মিসকিনদের        খাওয়ানো        হবে।  যথা;মাকতাবাতুল      মদীনা      কর্তৃক      প্রকাশিত‘বাহারে  শরীয়াত’কিতাবের  প্রথম   খন্ডের   ৮৫৩  পৃষ্ঠায়  উল্লেখ রয়েছে:    মৃতের   পরিবারের   পক্ষ   থেকে    তীজার   দিন কাউকে  দাওয়াত করা  না-জায়েয ও বেদআতে কবীহা বা   খারাপ  বেদআত। কেননা, শরীয়াত  মতে দাওয়াত হতে পারে কেবল আনন্দের অনুষ্ঠানগুলোতেই;শোকের অনুষ্ঠানগুলোতে নয়। অভাবীদের  খাওয়ানোই   উত্তম।  (প্রাগুক্ত, ৮৫৩ পৃষ্ঠা)

(৭) আ’লা হযরত   ইমাম   আহমদ রযা খাঁন  رَحْمَۃُ  اللّٰہِ تَعَالٰی عَلَیْہِবলেন: এমনিতেই ইছালে সাওয়াবের নিয়্যত ব্যতিরেকে     কেবল     রীতি     হিসাবে     যেসব       চেহলম, ষান্মাসিক   বা   বার্ষিক   ভোজের     আয়োজন    করা   হয়ে থাকে এবং বিয়ে শাদীর খাবারের মত আত্মীয়-স্বজনের নিকট   বন্টন  করে  থাকে,   তা   ভিত্তিহীন।   এসব   রীতি পরিহার         করা         উচিত।         (ফতোওয়ায়ে         রযবীয়া  (সংশোধিত)  ,  ৯ম খন্ড, ৬৭১ পৃষ্ঠা) বরং এসব ভোজ ইছালে   সাওয়াব   এবং  অন্য  আরো  ভাল  ভাল  নিয়্যত সহকারে  করা   উচিত।   কেউ  যদি  ইছালে    সাওয়াবের উদ্দেশ্যে    এসব    ভোজের    ব্যবস্থা     নাও    করে   থাকে, তাতেও কোন দোষ নেই।

(৮)   এক  দিনের  শিশুর  জন্যও  ইছালে  সাওয়াব   করা যেতে  পারে। তার তীজা ইত্যাদি করাতেও  কোন বাঁধা নেই।     যারা    জীবিত   রয়েছে,   তাদের   জন্যও   ইছালে সাওয়াব করা যেতে পারে।

(৯)   নবী-রাসুল  عَلَیْهِمُ السَّلَام ফেরেশতা  ও মুসলমান  জ্বিনদের জন্যও ইছালে সাওয়াব করা যেতে পারে।

(১০)  গেয়ারভী  শরীফ,    রযবী    শরীফ   (অর্থাৎ  পবিত্র  রজব    মাসের   ২২   তারিখে    সায়্যিদুনা   হযরত    ইমাম জাফর সাদিক رَحْمَۃُ اللّٰہِ تَعَالٰی   عَلَیْہِ  এর  কুন্ডা শরীফ  করা    ইত্যাদি  জায়েয  রয়েছে।    কুন্ডাতে  ক্ষীর   মাটির  পাত্রে করে খাওয়ানোর প্রয়োজন নেই।  অন্য  যে কোন পাত্রে  করেও খাওয়ানো যাবে।সেটিকে ঘরের বাইরেও নিয়ে  যাওয়া  যাবে,  আর  সেসব  অনুষ্ঠানাদিতে  যেসব  কাহিনী  পড়া হয়ে থাকে সেগুলো ভিত্তিহীন।  ইয়াসীন   শরীফ   পাঠ  করে  ১০  বার  কুরআন  খতমের  সাওয়াব  অর্জন করবেন, আর কুন্ডাতে ক্ষীর খাওয়ার পাশাপাশি তাঁর জন্য ইছালে সাওয়াবেরও ব্যবস্থা করবেন।

(১১)     অভিনব     পুঁথি,     শাহ্জাদার     মস্তক,     বিবিদের  কাহিনী  এবং   জনাবা   সৈয়দার  কাহিনী   ইত্যাদি  সবই  বানোয়াট  এবং  কাল্পনিক।  এগুলো  কখনো  পড়বেন  না। অনুরূপ ‘অছিয়তনামা’ নামের ন্যামপ্লেট বন্টন করা হয়ে       থাকে,      যাতে       উল্লেখ      থাকে      জনৈক      ‘শেখ আহমদের’ স্বপ্ন, এগুলোও বানোয়াট। সেগুলোর নিচের দিকে  এত  এত  কপি   ছাপিয়ে  অন্যদের   নিকট   বন্টন করার   জোর  আহ্বান    জানানো   হয়ে   থাকে,  না  করলে বিভিন্ন  ধরণের  ক্ষতির  হবে  বলেও  লিখে  দেওয়া  হয়,  এসবেও কোন গুরুত্ব দিবেন না।

(১২)    আউলিয়ায়ে    কেরামদের    رَحِمَہُمُ     اللّٰہُ     السَّلَام  ইছালে সাওয়াবের এসব ভোজকে সম্মানার্থে  ‘নজর ও নেয়াজ’  বলা  হয়ে   থাকে।    এগুলো  হচ্ছে    তাবাররুক। ধনী-গরীব সবাই এ ভোজ খেতে পারবে।

(১৩)  নেয়াজ ইত্যাদি ভোজের অনুষ্ঠানাদিতে ফাতেহা  পড়ানোর  জন্য  কাউকে  দাওয়াত   দিয়ে  আনা   কিংবা বাইরের  কাউকে   মেহমান    হিসাবে  আনার  কোন  শর্ত নেই।    পরিবারের      সবাই    মিলে   কিংবা   নিজেও   যদি ফাতেহা পড়ে খেয়ে নেয়, তবু কোন অসুবিধা নেই।

(১৪)  দৈনিক  আহার     যত   বারই  করে   থাকেন,  প্রতি  বারেই ভাল ভাল নিয়্যত সহকারে কোন না কোন বুযুর্গ ব্যক্তির  ইছালে  সাওয়াবের  উদ্দেশ্য  করে  নিবেন।  তা  হলে  খুব  ভাল  হয়।  যেমন  ধরুন:  আপনি  নাস্তা  করার  সময়     নিয়্যত     করতে     পারেন,     আজকের     নাশতার  সাওয়াব নবী  করীম,  রউফুর রহীম صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ      وَسَلَّم       এর   মাধ্যমে   সমস্ত    নবীগণের   দরবারে দরবারে পৌঁছে    যাক। দুপুরের  খাবারের সময়  নিয়্যত করবেন,    এই   দুপুরের    খাবারের     সাওয়াব   ছরকারে  গাউছে     আযম     رَحۡمَۃُ     اللہِ     تَعَالٰی     عَلَیْہِ     সহ     সমস্ত  আউলিয়াগণের     রূহে     রূহে       পৌঁছে     যাক।      রাতের  খাবারের  সময়  নিয়্যত করবেন;  এই রাতের  খাবারের সাওয়াব    পৌঁছে     যাক    ইমামে    আহ্লে     সুন্নাত     ইমাম আহমদ    রযা   খাঁন       رَحْمَۃُ   اللّٰہِ    تَعَالٰی   عَلَیْہِসহ   সমস্ত মুসলমান নর-নারীর  রূহে। অথবা আপনি প্রতি  বারের খাবারে  উপরের  সকলেরই  উদ্দেশ্যে  ইছালে  সাওয়াব  করতে পারেন। এটিই সব চেয়ে সুন্দর ও সমীচীন।

মনে   রাখবেন!   ইছালে   সাওয়াব   কেবল  তখনই   হতে পারে,      যখন    খাবারটি    কোন    ভাল    নিয়্যতে    খাওয়া হবে।যেমন:  ইবাদতের  জন্য  শক্তি  অর্জনের  উদ্দেশ্যে  খাওয়া  হলে,  সেই  খাবারে  আলাদা  সাওয়াব  রয়েছে।  আর  সেটির  ইছালে  সাওয়াব  করা  যেতে  পারে।   যদি  একটিও     ভাল   নিয়্যত   না    থাকে,   সে   খাবার   খাওয়া মুবাহ্;তাতে  সাওয়াবও  নেই, গুনাহও  নেই।   অতএব, যে    খাবারে     সাওয়াবই    নেই,    সে    খাবারের     ইছালে সাওয়াব  কীভাবে  হতে   পারে?তবে  অন্যদেরকে    যদি সাওয়াবের  নিয়্যতে আহার করানো হয়,  তা হলে সেই  সাওয়াবটুকু অবশ্যই ইছাল করা যাবে।

(১৫)  ভাল   ভাল  নিয়্যত  নিয়ে   আহার   করানোর  জন্য তৈরি   খাবার   নিয়ে   আহার    করানোর   পূর্বেও    ইছালে  সাওয়াব   করা   যায়     কিংবা   পরেও   করা   যায়।   উভয় ভাবেই জায়েয।

(১৬) সম্ভব হলে প্রতি দিন (লাভ থেকে নয়)  বিক্রিলব্ধ টাকার  শতকরা  এক  চতুর্থাংশ  (অর্থাৎ  প্রতি  চার  শত  টাকায় এক টাকা) করে এবং আপনার চাকুরীর মাসিক বেতন  থেকে   মাসে  অন্ততঃ   শতকরা   এক  টাকা  হারে ছরকারে     গাউছে    আযম     رَضِیَ     اللّٰہُ    تَعَالٰی    عَنْہُ    এর নেয়াজের  উদ্দেশ্যে  আলাদা  করে  নিবেন।  সেই  টাকা  দিয়ে ইছালে সাওয়াবের উদ্দেশ্যে দ্বীনি কিতাবাদি  ক্রয় করবেন    অথবা     অন্য     যে    কোন    ভাল    কাজে     ব্যয়  করবেন।  اِنْ   شَآءَ  اللّٰہ  عَزَّوَجَلَّ    সেটির  বরকত  আপনি নিজেই দেখতে পাবেন।

(১৭) মসজিদ নির্মাণ বা মাদ্রাসা প্রতিষ্ঠা করা ‘সদ্কায়ে জারিয়া’ এবং সর্বোৎকৃষ্ঠ ইছালে সাওয়াব।

(১৮)    যত জনকেই  আপনি   ইছালে সাওয়াব  করুন না কেন,  আল্লাহ্  তাআলার  রহমতে  আশা  করা  যায়    যে, সকলেই    পূর্ণ    রূপেই    সাওয়াব    পাবে।    এ    নয়    যে,  সাওয়াবগুলো     তাদের    প্রত্যেকের     কাছে    ভাগ-বন্টন হবে। ইছালে সাওয়াবকারীর সাওয়াবেও কোন ধরণের ঘাটতি হবে না।

বরং    আশা    করা    যায়,    যত     জনের     জন্যই    ইছালে  সাওয়াব   করা  হয়েছে,   তাদের  সকলেরসমপরিমাণের সাওয়াব  ইছালে  সাওয়াবকারীর  জন্যও  হবে।  যেমন-  ধরুন,   কেউ  একটি  নেক  কাজ   করলো।    সেটিতে   সে দশটি  নেকী পেলো। সে সেই দশটি     নেকী দশজনকে ইছালে     সাওয়াব    করলো।    তাহলে    প্রত্যেকে     দশটি করেই  নেকী   পাবে।   পক্ষান্তরে  ইছালে    সাওয়াবকারী  একশত দশটি নেকী পাবে। সে যদি এক হাজার জনের জন্য   ইছালে   সাওয়াব  করে,   তাহলে   সে  দশ  হাজার  দশটি    নেকী     পাবে।     এভাবে     বুঝে    নিতে    পারেন। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৪ অংশ, ৮৫০ পৃষ্ঠা)

(১৯) ইছালে  সাওয়াব করা যাবে কেবল মুসলমানদের জন্যই। কাফির কিংবা মুরতাদের জন্য ইছালে সাওয়াব করা    বা    তাদের     ‘মরহুম’,     ‘জান্নাতবাসী’,     ‘স্বর্গবাসী’ ইত্যাদি বলা কুফরী।


ইছালে সাওয়াবের পদ্ধতি

ইছালে    সাওয়াব   বা    কারো    জন্য   সাওয়াব   পৌঁছিয়ে দেবার  জন্য অন্তরে নিয়্যত করে নেওয়াই যথেষ্ট। মনে করুন;আপনি কাউকে একটি টাকা দান করলেন  কিংবা একবার    দরূদ   শরীফ   পাঠ   করলেন   অথবা   কাউকে  একটি    সুন্নাত    শিখালেন     নতুবা     কাউকে     ইন্ফিরাদি কৌশিশের   মাধ্যমে    নেকীর   দাওয়াত   দিলেন   অথবা  সুন্নাতে ভরা বয়ান করলেন। মোট কথা; যে কোন নেক কাজ  করলেন, আপনি মনে  মনে এভাবে  নিয়্যত করে  নিন: আমি এই  মাত্র যে সুন্নাতটি শিক্ষা  দিলাম, সেটির সাওয়াব  তাজেদারে  মদীনা,  নবী  করীম صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ  وَاٰلِہٖ  وَسَلَّم  এর  দরবারে  পৌঁছে  যাক।  তবে    اِنْ  شَآءَ اللّٰہ عَزَّوَجَلَّ সাওয়াব পৌঁছে যাবে। তাছাড়া আরো যাদের  জন্য   নিয়্যত  করবেন,  তাদের   কাছেও   পৌঁছে যাবে।    মনে     মনে      নিয়্যত   করার    সাথে   সাথে   মুখে উচ্চারণ       করে       নেওয়াও       উত্তম।       কেননা,         এটি  সাহাবীرَضِیَ   اللّٰہُ   تَعَالٰی   عَنْہُ   থেকে   প্রমাণিত   রয়েছে।  যেমন;হযরত সা’আদ  رَضِیَ اللّٰہُ تَعَالٰی  عَنْہُ এর হাদীস। তিনি কূপ খনন করে বলেছিলেন : هٰذِهٖ لِأُمِّ سَعد ‘অর্থাৎ এই কূপটি সা’আদের মায়ের জন্য’।

ইছালে সাওয়াবের প্রচলিত নিয়ম

বর্তমানে   মুসলমানদের    মাঝে   ভোজকে     কেন্দ্র    করে ফাতিহার  যে  নিয়মটি  প্রচলিত  রয়েছে   সেটিও   অত্যন্ত চমৎকার।   যেসব  খাবারের  ইছালে   সাওয়াব   করবেন সেসব খাবার কিংবা প্রত্যেক আইটেম থেকে কিছু কিছু তুলে     নিয়ে    এক    গ্লাস    পানি     সহ    আপনার    সামনে রাখুন।

এবার
اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ

পাঠ করে এক বার

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمَِ ﴿﴾
قُلۡ یٰۤاَیُّہَا الۡکٰفِرُوۡنَ ۙ﴿۱﴾ لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ ۙ﴿۲﴾ وَ لَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ۚ﴿۳﴾
وَ  لَاۤ   اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ  ۙ﴿۴﴾ وَ لَاۤ  اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ؕ﴿۵﴾ لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ ﴿۶﴾

তিন বার

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمَِ ﴿﴾
قُلۡ ہُوَ اللّٰہُ اَحَدٌ ۚ﴿۱﴾ اَللّٰہُ الصَّمَدُ ۚ﴿۲﴾
لَمۡ یَلِدۡ  ۬ۙ  وَ لَمۡ  یُوۡلَدۡ  ۙ﴿۳﴾  وَ  لَمۡ یَکُنۡ   لَّہٗ      کُفُوًا   اَحَدٌ  ﴿۴﴾

এক বার

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمَِ ﴿﴾
قُلۡ  اَعُوۡذُ   بِرَبِّ  الۡفَلَقِ  ۙ﴿۱﴾ مِنۡ    شَرِّ مَا  خَلَقَ  ۙ﴿۲﴾ وَ مِنۡ   شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۙ﴿۳﴾
وَ مِنۡ  شَرِّ النَّفّٰثٰتِ فِی الۡعُقَدِ ۙ﴿۴﴾ وَ مِنۡ شَرِّ  حَاسِدٍ   اِذَا حَسَدَ ﴿۵﴾

এক বার

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمَِ ﴿﴾
قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ ۙ﴿۱﴾ مَلِکِ النَّاسِ ۙ﴿۲﴾ اِلٰہِ النَّاسِ ۙ﴿۳﴾   مِنۡ   شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ   ۪ۙ﴿۴﴾  الَّذِیۡ یُوَسۡوِسُ  فِیۡ صُدُوۡرِ النَّاسِ ۙ﴿۵﴾ مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ ﴿۶﴾

এক বার

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمَِ ﴿﴾
اَلۡحَمۡدُ  لِلّٰہِ  رَبِّ  الۡعٰلَمِیۡنَ  ۙ﴿۱﴾  الرَّحۡمٰنِ  الرَّحِیۡمِ  ۙ﴿۲﴾  مٰلِکِ  یَوۡمِ  الدِّیۡنِ  ؕ﴿۳﴾  اِیَّاکَ  نَعۡبُدُ  وَ  اِیَّاکَ  نَسۡتَعِیۡنُ  ؕ﴿۴﴾  اِہۡدِ  نَا  الصِّرَاطَ  الۡمُسۡتَقِیۡمَ ۙ﴿۵﴾  صِرَاطَ  الَّذِیۡنَ اَنۡعَمۡتَ  عَلَیۡہِمۡ  ۙ۬  غَیۡرِ الۡمَغۡضُوۡبِ  عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ ﴿۷﴾

এক বার

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمَِ ﴿﴾
الٓـمّٓ ۚ﴿۱﴾  ذٰلِکَ  الْکِتٰبُ  لَا رَیۡبَ   ۚۖۛ فِیۡہِ   ۚۛ ہُدًی لِّلْمُتَّقِیۡنَ ۙ﴿۲﴾
الَّذِیۡنَ   یُؤْمِنُوۡنَ   بِالْغَیۡبِ    وَیُقِیۡمُوۡنَ   الصَّلٰوۃَ    وَمِمَّا   رَزَقْنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ۙ﴿۳﴾ وَالَّذِیۡنَ یُؤْمِنُوۡنَ بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبْلِکَ ۚ وَ بِالۡاٰخِرَۃِ ہُمۡ  یُوۡقِنُوۡنَ ؕ﴿۴﴾ اُولٰٓئِکَ عَلٰی ہُدًی مِّنۡ رَّبِّہِمۡ ٭ وَ اُولٰٓئِکَ ہُمُ الْمُفْلِحُوۡنَ ﴿۵﴾

এবার নিচের ৫টি আয়াত পাঠ করবেন:

﴾১﴿ وَ اِلٰـہُکُمْ    اِلٰہٌ وَّاحِدٌ    ۚ لَاۤ اِلٰہَ  اِلَّا  ہُوَ  الرَّحْمٰنُ الرَّحِیۡمُ  ﴿۱۶۳﴾
(পারা: ২, সূরা: বাকারা, আয়াত: ১৬৩)

﴾২﴿ اِنَّ رَحْمَتَ ا للّٰہِ قَرِیۡبٌ مِّنَ الْمُحْسِنِیۡنَ ﴿۵۶﴾
(পারা: ৮, সূরা: আরাফ, আয়াত: ৫৬)

﴾৩﴿ وَمَاۤ اَرْسَلْنٰکَ اِلَّا رَحْمَۃً لِّلْعٰلَمِیۡنَ ﴿۱۰۷﴾
(পারা: ১৭, সূরা: আম্বিয়া, আয়াত: ১০৭)

﴾৪﴿

مَا کَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنۡ رِّجَالِکُمْ وَلٰکِنۡ رَّسُوۡلَ ا للّٰہِ
وَ خَاتَمَ النَّبِیّٖنَ ؕ وَ کَانَ ا للّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمًا ﴿۴۰﴾
(পারা: ২২, সূরা: আহযাব, আয়াত: ৪০)

﴾৫﴿

اِنَّ اللّٰہَ وَمَلٰٓئِکَتَہٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ ؕ
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡہِ وَ سَلِّمُوۡا تَسْلِیۡمًا ﴿۵۶﴾
(পারা: ২২, সূরা: আহযাব, আয়াত: ৫৬)

তার পর দরূদ শরীফ পাঠ করবেন:

صَلَّى اللهُ عَلَى النَّبِىِّ الْاُمِّىِّ وَ اٰلِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ
وَ سَلَّمَ صَلٰوةً وَّ سَلَامًا عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِ

এর পর নিচের দোয়াটি পাঠ করবেন:

سُبْحٰنَ رَبِّکَ رَبِّ الْعِزَّۃِ عَمَّا یَصِفُوۡنَ ﴿۱۸۰﴾ۚ
وَ سَلٰمٌ عَلَی الْمُرْسَلِیۡنَ ﴿۱۸۱﴾ۚ وَالْحَمْدُ لِلّٰہِ رَبِّ الْعٰلَمِیۡنَ ﴿۱۸۲﴾
(পারা: ২৩, আয়াত: ১৮০-১৮২)

এবার    ফাতিহা    পড়ানো    ব্যক্তিটি    উচ্চ    স্বরে    ‘আল  ফাতিহা’ শব্দটি বলবেন। উপস্থিত সবাই নিন্ম স্বরে সূরা ফাতিহাটি   পাঠ  করবেন।   এর    পর   ফাতিহা  পড়ানো ব্যক্তিটি      এভাবে     ঘোষণা     দিবেন:       ‘প্রিয়      ইসলামী ভাইয়েরা!   আপনারা   যা   যা    পাঠ   করলেন    সেগুলোর সাওয়াব   আমাকে   দান   করে   দিন’।   উপস্থিত   সকলে  বলবেন:   ‘আপনাকে   দিয়ে    দিলাম’।    এবার    ফাতিহা  পড়ানো ব্যক্তিটি ইছালে সাওয়াব করে দিবেন।

আ’লা    হযরত   رَحْمَۃُ   اللّٰہِ   تَعَالٰی    عَلَیْہِ   এর    ফাতিহার পদ্ধতি

ইছালে সাওয়াবের শব্দগুলো লিখার পূর্বে ইমামে আহ্লে সুন্নাত আ’লা  হযরত  মাওলানা শাহ্ আহমদ   রযা   খাঁন رَحْمَۃُ اللّٰہِ تَعَالٰی عَلَیْہِ ফাতিহার আগে   যেসব সূরাগুলো  পাঠ করতেন সেগুলো এখানে উল্লেখ করা হলো:

এক বার:

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمَِ ﴿﴾
اَلۡحَمۡدُ  لِلّٰہِ  رَبِّ  الۡعٰلَمِیۡنَ  ۙ﴿۱﴾  الرَّحۡمٰنِ  الرَّحِیۡمِ  ۙ﴿۲﴾  مٰلِکِ  یَوۡمِ  الدِّیۡنِ ؕ﴿۳﴾
اِیَّاکَ  نَعۡبُدُ    وَ  اِیَّاکَ  نَسۡتَعِیۡنُ  ؕ﴿۴﴾  اِہۡدِ  نَا  الصِّرَاطَ  الۡمُسۡتَقِیۡمَ ۙ﴿۵﴾
صِرَاطَ  الَّذِیۡنَ  اَنۡعَمۡتَ   عَلَیۡہِمۡ  ۙ۬  غَیۡرِ  الۡمَغۡضُوۡبِ  عَلَیۡہِمۡ  وَ   لَا الضَّآلِّیۡنَ ﴿۷﴾

এক বার:

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمَِ ﴿﴾
اَ للّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ اَلْحَیُّ الْقَیُّوۡمُ ۬ۚ لَا تَاۡخُذُہٗ سِنَۃٌ وَّلَا نَوْمٌ ؕ  لَہٗ  مَا  فِی  السَّمٰوٰتِ  وَمَا  فِی  الۡاَرْضِ  ؕ  مَنۡ  ذَا  الَّذِیۡ  یَشْفَعُ  عِنْدَہٗۤ    اِلَّا بِاِذْنِہٖ  ؕ  یَعْلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡہِمْ وَمَا خَلْفَہُمْ ۚ  وَلَا یُحِیۡطُوۡنَ بِشَیۡءٍ مِّنْ عِلْمِہٖۤ اِلَّا بِمَاشَآءَ ۚ وَسِعَ کُرْسِیُّہُ السَّمٰوٰتِ وَالۡاَرْضَ ۚ وَلَا یَـُٔوۡدُہٗ حِفْظُہُمَا ۚ وَہُوَ الْعَلِیُّ الْعَظِیۡمُ ﴿۲۵۵﴾
(পারা: ৩, সূরা: বাকারা, আয়াত: ২৫৫)

তিন বার:

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمَِ ﴿﴾
قُلۡ ہُوَ اللّٰہُ اَحَدٌ ۚ﴿۱﴾ اَللّٰہُ الصَّمَدُ ۚ﴿۲﴾
لَمۡ    یَلِدۡ   ۬ۙ وَ   لَمۡ    یُوۡلَدۡ ۙ﴿۳﴾ وَ    لَمۡ یَکُنۡ لَّہٗ    کُفُوًا اَحَدٌ  ﴿۴﴾

ইছালে সাওয়াবের দোয়া করার পদ্ধতি

হে   আল্লাহ!  যা   কিছু  আমরা   পাঠ   করলাম    (খাবারের ব্যবস্থা   করা      হয়ে    থাকলে   সেটির   উল্লেখও   করবেন যথাযথ  ভাবে)   ,  যে  সব  খাবারের ব্যবস্থা করা হলো,   আজকের এই মূহুর্ত পর্যন্ত আমরা যেসব সামান্য আমল করতে  পেরেছি, সেগুলো আমাদের  অসম্পূর্ণ  আমলের মত করে নয়, বরং তোমার পরিপূর্ণ রহমতের মত করে কবুল     করে      নাও।      সেগুলোর      সাওয়াব      আমাদের সকলের     পক্ষ      থেকে      ছরকারে      নামদার,     মদীনার তাজেদার, তোমার  প্রিয়  মাহবুব, হুযুর  পুরনূর صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র নূরানী দরবারে হাদিয়া স্বরূপ পৌঁছিয়ে দাও।  তোমার হাবীবের সদকায় সকল আম্বিয়ায়ে    কেরাম    عَلَیْهِمُ    السَّلَام,    সকল    সাহাবায়ে  কেরাম عَلَیْہِم الرِّضْوَان, সকল আউলিয়ায়ে এজামগণের رَحِمَہُمُ  اللّٰہُ السَّلَام      দরবারে দরবারে  পৌঁছিয়ে  দাও। ছরকারে  মদীনা,  নবী  করীম,   রউফুর    রহীম  صَلَّی   اللّٰہُ تَعَالٰی   عَلَیْہِ  وَاٰلِہٖ  وَسَلَّم  এর   মাধ্যমে  হযরত    সায়্যিদুনা আদম   ছফিউল্লাহ্    عَلٰی   نَبِیِّنَا   وَعَلَیْہِ    الصَّلٰوۃُ    وَالسَّلَام থেকে আরম্ভ করে  আজকের এই মূহুর্ত পর্যন্ত যে সমস্ত মানব   ও   দানব   মুসলমান   হয়েছেন   অথবা   কিয়ামত  পর্যন্ত হয়ে থাকবেন সকলের রূহের উপর এর সাওয়াব পৌঁছিয়ে   দাও।   বিশেষ  ভাবে  যেসব  বুযুর্গানে    দ্বীনের উদ্দেশ্যে  ইছালে    সাওয়াব    করা  হচ্ছে  তাঁদের   নামও  উল্লেখ      করবেন।     নিজের     মাতা-পিতা       সহ     সকল   আত্মীয়-স্বজন      সহ      পীর-মুর্শিদের      উপরও      ইছালে  সাওয়াব পৌঁছিয়ে দিবেন।

মনে রাখবেন! মৃতদের মধ্য থেকে যাঁদের নাম উচ্চারণ করা  হয়,   তাঁরা আনন্দিত হন। আপনি  যদি সকল মৃত ব্যক্তির   নাম    না  নিতে   পারেন,  তাহলে   কেবল  এটুকু বলবেন,   হে   আল্লাহ!   আজকের   দিন   পর্যন্ত   যত   যত  মানুষ ঈমান গ্রহণ করে মু’মিন হয়েছে, প্রত্যেকের রূহে রূহে      এগুলোর   সাওয়াব   পৌঁছিয়ে    দাও।   (এভাবেও সকলের  নিকট পৌঁছে  যাবে) ।  এবার যথারীতি দোয়া শেষ করে দিবেন। (যেসব খাবার ও পানি সামনে রাখা হয়েছিল,   সেগুলো   পুনরায়   খাবার   ও    পানির      সাথে  মিশিয়ে দিবেন)।

খাওয়ার দাওয়াতে বিশেষ সাবধানতা

যখনই আপনাদের এলাকায়  নেয়াজ    বা কোন ধরণের অনুষ্ঠান হয়, নামাযের জামাআতের সময় হওয়ার সাথে সাথে    শরীয়াত   সম্মত  কোন  বাঁধা   না  থাকে,   তাহলে ইন্ফিরাদী    কৌশিশের     মাধ্যমে   সবাইকে   এক   সাথে  জামাআতের জন্য  মসজিদে  নিয়ে যাবেন।   বরং  এমন কোন দাওয়াতে যাবেন না, যে অনুষ্ঠানে গেলে আল্লাহর পানাহ!   নামাযের   সময়    জামাআত   সহকারে     নামায  পড়ার    সুযোগই  থাকে   না।    দুপুরের  ভোজে  জোহর  নামাযের     পরে      এবং     সন্ধ্যাকালীন       ভোজে     ইশার  নামাযের    পরে    মেহমান    দাওয়াত    দিলে    জামাআত   সহকারে  নামায   পড়ার  ক্ষেত্রে  সুবিধা  হয়।   দাওয়াত দাতা,         বাবুর্চি,         সেচ্ছাসেবক         সকলেরই         উচিত  জামাআতের     সময়   হওয়ার  সাথে   সাথেই  কাজ   বাদ দিয়ে   জামাআত  সহকারে  নামায  আদায়  করতে   চলে যাওয়া।    বুযুর্গদের     নেয়াজের     অনুষ্ঠানে    ব্যস্ত    থেকে আল্লাহ্   তাআলার  জন্য   আদায়  করতে   যাওয়া  নামায জামাআতের  সাথে   আদায় করার ক্ষেত্রে অলসতা করা নিতান্তই গুনাহ্।

মাজারে হাজিরী দেওয়ার পদ্ধতি

বুযুর্গদের    জীবদ্দশায়ও    তাঁদের    পায়ের    দিক    থেকে  অর্থাৎ  চেহারার   সামনে  হাজির   হওয়া   উচিত।   পিছন দিক থেকে  আগমণ   করার ক্ষেত্রে তাঁদের  মুখ  ফিরিয়ে দেখতে হয়। এতে করে তাঁদের কষ্ট হয়। তাই বুযুর্গানে দ্বীনদের         رَحِمَہُمُ     اللّٰہُ    تَعَالٰیমাজারেও    পায়ের     দিক থেকেই  হাজির   হয়ে   তাঁর   কিবলার   দিকে  পিঠ    দিয়ে মাজারবাসীর চেহারার  দিকে মুখ  করে   কম পক্ষে  চার হাত   অর্থাৎ   দুই  গজ  দূরত্বে  দাঁড়াবেন  এবং   এভাবে সালাম আরয করবেন।

اَلسَّلَامُ عَلَيْكَ يَا سَيِّدِىْ وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ

১বার   সূরা ফাতিহা,  ১১বার  সূরা ইখলাস  (আগে পরে তিন   বার  করে      দরূদ    শরীফ  পাঠ  করে)  উভয়  হাত উপরের দিকে   তুলে ধরে উপরে বর্ণিত নিয়ম অনুযায়ী  (মাজারবাসীর  নাম  নিয়েও)  ইছালে  সাওয়াব  করবেন  এবং     আল্লাহ     তাআলার     দরবারে     দোয়া     করবেন।  ‘আহসানুল       ভিআ’কিতাবে     উল্লেখ     রয়েছে:      আল্লাহ্র ওলীদের মাজারের   পাশে করা   যে কোন  দোয়া  কবুল  হয়ে থাকে। (আহসানুল ভিআ, ১৪০ পৃষ্ঠা)

ইলাহী ওয়াসেতা কুল আউলিয়া কা
মেরা হার এক পুরা মুদ্দাআ হো।

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللهُ تَعَالٰی عَلٰی مُحَمَّد


Top