একটি মারাত্মক ভুলঃ

_____________________

আমাদের সমাজে অনেকেই শুধু বুখারী ও মুসলিম শরীফে সহীহ হাদীস খুঁজে।

জেনে রাখা প্রয়োজন, শুধু বুখারী শরীফে ও মুসলিম শরীফে সহীহ হাদীস খুঁজলে সেটা হবে মারাত্মক ভুল।

দেখুন, তারা নিজেরা এ নিয়ে কী বলেছেনঃ



ঈমাম বুখারী (রা) এর কথাঃ

_______________________

** ইমাম বুখারী (রা) বলেছেন,

আমি আমার জামে’ কিতাবে (সহীহ বুখারীতে) সহীহ হাদীস সংকলন করেছি, তবে (কিতাব) দীর্ঘ হওয়ার ভয়ে আমি অনেক সহীহ হাদীস ছেড়ে দিয়েছি।

রেফারেন্সঃ

তাহকীকু ইস্মাইস সাহীহাঈন

পেইজ নাম্বার-৯



ইমাম মুসলিম (রা) এর কথাঃ

_______________________

**ইমাম মুসলিম (রা) বলেছেন,

আমি যেসকল হাদীস এ কিতাবে সংকলন করেছি তা সহীহ। আর যেসকল হাদীস সংকলন করিনি, আমি বলিনা সে হাদীসগুলো দায়ীফ বা দুর্বল।

রেফারেন্সঃ

তারীখু বাগদাদঃ৪/২৭৩







এভাবে হাদীস তলব করা বেদ’আতীদের কাজঃ

__________________________________

বিশ্ববিখ্যাত হাদীস বিশারদ ইমাম আবু যুর’আহ (রাহঃ) ইমাম মুসলিম (রা) এর সহীহ মুসলিম দেখে বলেছিলেন,

” সে তো বেদ’আতীদেরকে আমাদের উপর কথা বলার সুযোগ করে দিলো। কারণ, বেদ’আতীদের নিকট কোন হাদিস দ্বারা দলীল পেশ করলে (এখন থেকে) তারা বলবে,

“এ হাদীস তো সহীহ হাদীসের কিতাবে নেই”।

রেফারেন্সঃ

বাযলুল ইহসানঃ১/৫১



পুনশ্চঃ

_________

আহলে হাদীস নামধারী বেদ’আতীদের মাঝে এধরণের কথা বলার বদ অভ্যাস পাওয়া যায়। সুতরাং এদের থেকে সাবধান।

শেয়ার করবেন ইনশা আল্লাহ।

Top