⛔ রাসুলুল্লাহ (ﷺ) এর ওফাতের ৫০০ বছর পরও প্রকাশ্যে ওনার হাত মুবারক চুম্বনের সৌভাগ্য অর্জন করলেন যারা (পর্ব-২) #MUST_SHARE
→ লেখক, সংকলকঃ (মাসুম বিল্লাহ সানি)
⛔ “সাইয়্যেদ আহমাদ রেফায়ী রহঃ প্রসিদ্ধ বুযুর্গ ও সুফী ছিলেন। তার এই কাহিনীটি খুবই প্রসিদ্ধ। তিনি যখন ৫৫৫ হিজরীতে হজ্জ্ব শেষে রওজা মুবারকে যিয়ারতের জন্য হাজির হলেন। পবিত্র কবরের সামনে দাঁড়িয়ে পাঠ করলেনঃ
"বঙ্গানুবাদঃ দূরে থাকা অবস্থায় আমি আমার স্বীয় রূহকে আপনার খিদমাতে প্রেরণ করতাম, যেন সে আমার প্রতিনিধি হয়ে আপনার কদম মুবারক চুম্বন করে যায়। এখন আমি স্বশরীরে হাজির হয়েছি, আপনার বরকতময় হাত মুবারক দিন, যেন আমার ওষ্ঠ (ঠোঁট) তা চুম্বনের সৌভাগ্য লাভ করে।"
এ কবিতা পাঠ করার পর কবর শরীফ থেকে রাসুলুল্লাহ (ﷺ) এর হাত মুবারক বের হল এবং তিনি তা চুম্বন করলেন।"
Reference :
★ ইমাম সুয়ূতী (রহঃ) - আলহাবী লিল ফাতাওয়া 2/248
★ আ'লা হযরত ইমাম আহমদ রেজাখান বেরলভী (রহঃ) : গাউছুল আজম ও গাউছিয়াত : ১৮ পৃ
♣ উক্ত ঘটনার সনদ ও রাবীগণঃ
⛔ ১ম সনদ!
ইমাম আব্দুল করীম বিন মুহাম্মদ রেফায়ী রহঃ [মৃত্যু ৬২৩ হিজরী] বলেন, তিনি শুনেছেন,
↓
ইমাম আবুল ফরজ উমার ফারূছী (রহঃ) [মৃত্যু ৫৮৫ হিজরী] থেকে।
↓
তিনি ইমাম আহমদ কবীর রেফায়ী রহঃ [মৃত্যু ৫৭৮ হিজরী] থেকে।
[গ্রন্থ সূত্রঃ সাওয়াদুল আইনাঈন-১০-১১]
⛔ ২য় সনদঃ
ইমাম আব্দুল করীম বিন মুহাম্মদ রেফায়ী রহঃ [মৃত্যু ৬২৩ হিজরী]
↓
শায়েখ আব্দুস শামী আলহাশেমী রহঃ [মৃত্যু ৫৮০ হিজরী]
[গ্রন্থ সূত্রঃ সাওয়াদুল আইনাঈন-৯-১০]
Reference :
♦ বিখ্যাত ইমাম মুহাদ্দিস আলী বিন আঞ্জাব রহঃ [মৃত্যু ৬৭৪ হিজরী] → উক্ত কিতাবে ৫টি ভিন্ন সনদে এই ঘটনাটি রয়েছে।
[মুখতাছার তারীখুল খুলাফা-৯৭-৯৯]
♦ ইমাম আলী বিন আলহাসান বিন আহমাদ আলওয়াসেতী রহঃ [মৃত্যু ৭৩৩ হিজরী]→
[খুলাসাতুল আকছীর ফী নাসীবে সাইয়্যিদুনা রেফায়ী আলকাবীর ৩০]
♦ শায়েখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল মাখজূমী রহঃ [মৃত্যু ৮৮৫ হিজরী]→ সনদসহ রয়েছে [সিহাহুল আখবার-৬৯]
♦ ইমাম ইজ্জুদ্দীন আহমাদ বিন ইব্রাহীম আলফারূছী রহঃ [মৃত্যু ৬৯৪ হিজরী]→[ইরশাদুল মুসলিমীন-৮৮]
♦ শায়েখ ইজ্জুদ্দীন আহমাদ সাঈদ রহঃ। [মৃত্যু ৬৭০ হিজরী] → [আল-মাআরেফুল মুহাম্মাদিয়া-৫৯]
♦ শায়েখ শরফুদ্দীন মুহাম্মদ বিন আব্দুস শামী রহঃ [মৃত্যু ৫৮০ হিজরী]→ [আল-বুরহানুল মুআইয়্যিদ-১২, ইরশাদুল মুসলিমীন-১৫৪]
শায়েখ মুহাম্মদ বিন আব্দুস শামী রহঃ শায়েখ কাবীর রেফায়ী রহঃ এর ছাত্র ছিলেন। সুতরাং তার বর্ণনাটির সনদেরও কোন প্রয়োজন নেই।
♦ হাফিজুল হাদিস ইমাম তাক্বীউদ্দীন আব্দুর রহমান আল-ওয়াসেতী রহঃ [মৃত্যু ৭৪৪ হিজরী] → [তরয়াকুল মুহিব্বীন-১/১২]
♦ হাফিজুল হাদিস, মুহাদ্দিস, মুজাদ্দিদ, মুফাসসির, মুহাক্কিক ইমাম জালালুদ্দীন সুয়ুতী রহঃ [মৃত্যু ৯১১ হিজরী] →[তানবীরুল হালক লিস সুয়ূতী-৫১] এই রেসালা সুয়ুতী রহঃ এর কিতাব “আল হাওয়ী লিল ফাতাওয়া” গ্রন্থের অংশ।
♦ আল্লামা আহমাদ বিন মুহাম্মদ আলওয়াত্রী রহঃ [মৃত্যু ৯৮০ হিজরী]→[রউজাতুন নাজিরীন-৫৪]
♦ ইমাম মুহাম্মদ বিন আব্দুর রউফ আলমানায়ী রহঃ [মৃত্যু ১০৩১ হিজরী]→[আলকাওয়াকিবুদ দুররিয়্যাহ-২/২২০]
♦ তাবলিগ জামাতের গুরু জাকারিয়া সাহেবও এটি উল্লেখ করেছে→ [তাবলিগী নেসাব/ফাযায়েলে আমাল, ২য় খন্ড, ফাযায়েলে হজ্ব উর্দু-১৩০-১৩১, বাংলা ফাযায়েলে হজ্ব-২৩১পৃষ্ঠায়]