বর্তমানে মুসলমান থেকে তিনটা বিষয় চলে গেলে মুসলমানদের ধ্বংস করতে কোন অস্ত্র লাগবেনা।
লেখক:-হাসনাইন আহমদ আলকাদেরী।
এক.নবিজী সাল্লাল্লাহ আলাইহী ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্তর থেকে চলে গেলে।এর কারন হলো ভালোবাসা যখন দুর হয়ে যায়,তখন তার সম্পর্কে খারাপ মন্তব্য করতেও দ্বিধাবোধ হবেনা।তাইতো গোস্তাখে রাসুলরা নবিজী ভুল করেছেন বলে মন্তব্য করে থাকে,নাউজুবিল্লাহ।
দুই.মাজহাব থেকে মানুষকে দুরে সরিয়ে দিলে।
চার মাজহাবের লোকেরা আজকের এই পর্যন্ত একে অপরের বিরুদ্ধাচারন না করে গোটা বিশ্বে মুসলিম উম্মাহর ঐক্য ধরে রেখেছে,কিন্তু বর্তমানে মাজহাব বিরুধী লোক বের হয়ে এই ঐক্য বিনষ্ট করে দিয়ে মুসলমানদের একতাকে ধ্বংস করার চেষ্টা করছে।
তিন.পীর মাশায়েখ, আউলিয়ায়ে কিরামের উপর মানুষের আস্হা নষ্ট করে দিলে।কারন যাদের মাধ্যমে ইসলাম বিভিন্ন দেশে প্রচার প্রসার লাভ করেছে, তাদের উপর আস্হাহীনতা সৃষ্টি করতে পারলেই মুসলমানদের ঈমান ও আমল ধরে রাখার শেষ সম্বলটুকুও হারিয়ে যাবে।
লক্ষনীয়:-
প্রথমটি চলে গেলে ঈমান চলে যাবে।
দ্ধিতীয়টি চলে গেলে ঐক্য চলে যাবে।
তৃতীয়টি চলে প্রথম দুটিকে ফিরে পাওয়ার শেষ সম্বলটুকুও হারিয়ে যাবে।
এরপর মুসলমানদেরকে আর অস্ত্র দিয়ে আঘাত করতে হবেনা,মুসলমান আপনাতেই দিনদিন ধ্বংস হয়ে যাবে।তাই বর্তমানে ইহুদী নাসারারা এই তিনটি বিষয় আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে,যাতে মুসলমানদেরকে অস্তিত্বহীন করা যায়।
দ্র:হে মুসলমানগন, মুরব্বীদের একটা কথা মনে রাখবেন “গিয়েছে দিন ভালো, আসতেছে দিন খারাপ”।এজন্য আল্লাহ তাআলা সুরা ফাতেহায় আমাদেরকে নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলার জন্য বলেছেন,যাতে করে আমরা আমাদের ঈমান আমল ও ঐক্যকে রক্ষা করতে পারি।
লেখক:-হাসনাইন আহমদ আলকাদেরী।
এক.নবিজী সাল্লাল্লাহ আলাইহী ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্তর থেকে চলে গেলে।এর কারন হলো ভালোবাসা যখন দুর হয়ে যায়,তখন তার সম্পর্কে খারাপ মন্তব্য করতেও দ্বিধাবোধ হবেনা।তাইতো গোস্তাখে রাসুলরা নবিজী ভুল করেছেন বলে মন্তব্য করে থাকে,নাউজুবিল্লাহ।
দুই.মাজহাব থেকে মানুষকে দুরে সরিয়ে দিলে।
চার মাজহাবের লোকেরা আজকের এই পর্যন্ত একে অপরের বিরুদ্ধাচারন না করে গোটা বিশ্বে মুসলিম উম্মাহর ঐক্য ধরে রেখেছে,কিন্তু বর্তমানে মাজহাব বিরুধী লোক বের হয়ে এই ঐক্য বিনষ্ট করে দিয়ে মুসলমানদের একতাকে ধ্বংস করার চেষ্টা করছে।
তিন.পীর মাশায়েখ, আউলিয়ায়ে কিরামের উপর মানুষের আস্হা নষ্ট করে দিলে।কারন যাদের মাধ্যমে ইসলাম বিভিন্ন দেশে প্রচার প্রসার লাভ করেছে, তাদের উপর আস্হাহীনতা সৃষ্টি করতে পারলেই মুসলমানদের ঈমান ও আমল ধরে রাখার শেষ সম্বলটুকুও হারিয়ে যাবে।
লক্ষনীয়:-
প্রথমটি চলে গেলে ঈমান চলে যাবে।
দ্ধিতীয়টি চলে গেলে ঐক্য চলে যাবে।
তৃতীয়টি চলে প্রথম দুটিকে ফিরে পাওয়ার শেষ সম্বলটুকুও হারিয়ে যাবে।
এরপর মুসলমানদেরকে আর অস্ত্র দিয়ে আঘাত করতে হবেনা,মুসলমান আপনাতেই দিনদিন ধ্বংস হয়ে যাবে।তাই বর্তমানে ইহুদী নাসারারা এই তিনটি বিষয় আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে,যাতে মুসলমানদেরকে অস্তিত্বহীন করা যায়।
দ্র:হে মুসলমানগন, মুরব্বীদের একটা কথা মনে রাখবেন “গিয়েছে দিন ভালো, আসতেছে দিন খারাপ”।এজন্য আল্লাহ তাআলা সুরা ফাতেহায় আমাদেরকে নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলার জন্য বলেছেন,যাতে করে আমরা আমাদের ঈমান আমল ও ঐক্যকে রক্ষা করতে পারি।