দেওবন্দের অর্থাৎ ওহাবীদের শায়খুল হাদিস হুসাইন আহমদ মাদানী সাহেব স্বীয় গ্রন্থ “আস-শিহাবুস সাকীব” এর ৫০ পৃষ্টায় লিখেন-
“মোট কথা হলো সমস্ত কায়েনাত বা আলম হাকীকতে মুহাম্মদী তথা নূরে মুহাম্মদী থেকে সৃষ্ট।যেমনঃ হাদিসে কুদসীতে আল্লাহ বলেন, যদি আপনি না হতেন তবে আমি আসমান যমীন কিছুই সৃষ্টি করতাম না।রাসুল ﷺ এর বাণীঃমহান আল্লাহ তা’আলা সর্বপ্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছেন এবং আরো বলেন, আমি নবীদেরও নবী।”
★★রেফারেন্সঃ মাওলানা হুসাইন আহমদ মাদানীঃ শিহাবুস সাকীবঃ ৫০ পৃঃ, কুতুবখানায়ে রহিমিয়্যাহ,সাহানপুর,ভারত থেকে প্রকাশিত।
রসুল ﷺ নূর সম্পর্কে আমাদের নতুুুন করে বলার অবকাশ রাখে না কী চমৎকার করে বলে দিলেন দেওবন্দের মুহতারাম শায়খুল হাদিস!
সবচেয়ে বড় কথা হল হুসাইন আহমদ মাদানী ওহাবীদের গুরু “আহমদ শফীর” পীর সাহেব!
ওহাবীরা কি নিজেদের পীরের কথাও মানবে না?
“মোট কথা হলো সমস্ত কায়েনাত বা আলম হাকীকতে মুহাম্মদী তথা নূরে মুহাম্মদী থেকে সৃষ্ট।যেমনঃ হাদিসে কুদসীতে আল্লাহ বলেন, যদি আপনি না হতেন তবে আমি আসমান যমীন কিছুই সৃষ্টি করতাম না।রাসুল ﷺ এর বাণীঃমহান আল্লাহ তা’আলা সর্বপ্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছেন এবং আরো বলেন, আমি নবীদেরও নবী।”
★★রেফারেন্সঃ মাওলানা হুসাইন আহমদ মাদানীঃ শিহাবুস সাকীবঃ ৫০ পৃঃ, কুতুবখানায়ে রহিমিয়্যাহ,সাহানপুর,ভারত থেকে প্রকাশিত।
রসুল ﷺ নূর সম্পর্কে আমাদের নতুুুন করে বলার অবকাশ রাখে না কী চমৎকার করে বলে দিলেন দেওবন্দের মুহতারাম শায়খুল হাদিস!
সবচেয়ে বড় কথা হল হুসাইন আহমদ মাদানী ওহাবীদের গুরু “আহমদ শফীর” পীর সাহেব!
ওহাবীরা কি নিজেদের পীরের কথাও মানবে না?