দুরূদ শরীফের ফযীলত
★ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর বাণী হচ্ছে, কিয়ামতের দিন আরশের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না। তিন ধরনের লোক আরশের ছায়ায় থাকবে। আরয করা হলো, ইয়া রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! ঐ সমস্ত লোক কারা হবে? ইরশাদ করলেন,
(১) ঐ সব লোক যারা আমার উম্মতের পেরেশানী দূর করবে,
(২) আমার সুন্নাত জীবিত করবে,
(৩) আমার উপর অধিকহারে দুরূদ শরীফ পাঠ করবে।
★ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালবাসল, সে আমাকে ভালবাসল। আর যে আমাকে ভালবাসল, সে জান্নাতে আমার সাথে থাকবে। (মিশকাতুল মাসাবীহ, খন্ড-১ম, পৃ-৫৫, হাদীস নং-১৭৫, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত)