যিকরে জলী ও যিকরে খফীর সহীহ হাদীস
#হাসনাইন আহমদ আলকাদেরী#
আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম বলেছেন,আল্লাহ তা’আলা এরশাদ করেছেন,আমার বান্দা আমার সম্পর্কে যে ধারনা পোষন করে, আমি তার সাথে অনুরুপ ব্যবহার করি।যখন সে আমার যিকির করে আমি তার সাথী হই। এমনকি—
فإن ذكَرَني في نفسهِ ذكرْتُهُ في نفسي ،وإنْ ذَكَرَنِي فى ملَإٍ ذَكَرْتُهُ فى ملإِ خيرٍ منهم
যদি সে অন্তরে আমাকে যিকর (যিকরে খফী) করে, আমি তাকে অন্তরে তাঁর যিকর (যিকরে খফী) করি,আর সে যখন দলবদ্ধভাবে আমার যিকির (যিকরে জলী) করে,আমিও তার যিকির,তার দল হতে উত্তম দল নিয়ে (যিকরে জলী) করি।
এমনকি সে যদি এক বিঘত আমার নিকটে আসে, তবে আমি একগজ পরিমান তার নিকটবর্তী হয়ে যাই।আর সে যদি একগজ আমার নিকটবর্তী হয়,আমি তার দিকে দু’গজ নিকটবর্তী হই।সে যদি আমার দিকে পায়ে হেটে আসে,আমি তার দিকে দৌঁডে যাই।
সুত্র:-বুখারী-কিতাবুত তাওহীদ,বাবু কাওলিল্লাহি তা’আলা ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, ৬:২৬৯৪,হাদীস নং ৬৯৭০;
মুসলিম-কিতাবুয যিকরি ওয়াদ দোয়া ওয়াত তাওবা ওয়াল ইসতিগফার,বাবুল হাসসি আলা যিকরিল্লাহি তা’আলা, ৪:২০৬১,হাদীস নং ২৬৭৫;
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((قَالَ اللَّهُ تَعَالَى
أَنَا مَعَ عَبْدِي حَيْثُمَا ذَكَرَنِي وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ
নবিজী বলেছেন,আল্লাহ তা’আলা এরশাদ করেন,আমি বান্দার সাথী হই, যখন বান্দা আমার যিকর করে এবং তার দু’ঠোট আমার যিকিরে জন্য নড়াচড়া করে।
সুত্র:-বোখারী-কিতাবুত তাওহীহ – বাবু কওলিল্লাহি তা’আলা লা তুহাররিক বিহী লিসানাকা ৬:২৭৩৬,হাদীস নং ৭০৮৬;
ইবনে মাজাহ-কিতাবুল আদাব,বাবু ফাদ্বলিয যিকরে ২:১২৪৬,হাদীস নং ৩৭৯২;
শিক্ষণীয়:- অপ্রকাশ্য তথা আওয়াজ বিহীন ও সম্মিলিত আওয়াজে, উভয় যিকির শরীয়ত সম্মত।
#হাসনাইন আহমদ আলকাদেরী#
আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম বলেছেন,আল্লাহ তা’আলা এরশাদ করেছেন,আমার বান্দা আমার সম্পর্কে যে ধারনা পোষন করে, আমি তার সাথে অনুরুপ ব্যবহার করি।যখন সে আমার যিকির করে আমি তার সাথী হই। এমনকি—
فإن ذكَرَني في نفسهِ ذكرْتُهُ في نفسي ،وإنْ ذَكَرَنِي فى ملَإٍ ذَكَرْتُهُ فى ملإِ خيرٍ منهم
যদি সে অন্তরে আমাকে যিকর (যিকরে খফী) করে, আমি তাকে অন্তরে তাঁর যিকর (যিকরে খফী) করি,আর সে যখন দলবদ্ধভাবে আমার যিকির (যিকরে জলী) করে,আমিও তার যিকির,তার দল হতে উত্তম দল নিয়ে (যিকরে জলী) করি।
এমনকি সে যদি এক বিঘত আমার নিকটে আসে, তবে আমি একগজ পরিমান তার নিকটবর্তী হয়ে যাই।আর সে যদি একগজ আমার নিকটবর্তী হয়,আমি তার দিকে দু’গজ নিকটবর্তী হই।সে যদি আমার দিকে পায়ে হেটে আসে,আমি তার দিকে দৌঁডে যাই।
সুত্র:-বুখারী-কিতাবুত তাওহীদ,বাবু কাওলিল্লাহি তা’আলা ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, ৬:২৬৯৪,হাদীস নং ৬৯৭০;
মুসলিম-কিতাবুয যিকরি ওয়াদ দোয়া ওয়াত তাওবা ওয়াল ইসতিগফার,বাবুল হাসসি আলা যিকরিল্লাহি তা’আলা, ৪:২০৬১,হাদীস নং ২৬৭৫;
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((قَالَ اللَّهُ تَعَالَى
أَنَا مَعَ عَبْدِي حَيْثُمَا ذَكَرَنِي وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ
নবিজী বলেছেন,আল্লাহ তা’আলা এরশাদ করেন,আমি বান্দার সাথী হই, যখন বান্দা আমার যিকর করে এবং তার দু’ঠোট আমার যিকিরে জন্য নড়াচড়া করে।
সুত্র:-বোখারী-কিতাবুত তাওহীহ – বাবু কওলিল্লাহি তা’আলা লা তুহাররিক বিহী লিসানাকা ৬:২৭৩৬,হাদীস নং ৭০৮৬;
ইবনে মাজাহ-কিতাবুল আদাব,বাবু ফাদ্বলিয যিকরে ২:১২৪৬,হাদীস নং ৩৭৯২;
শিক্ষণীয়:- অপ্রকাশ্য তথা আওয়াজ বিহীন ও সম্মিলিত আওয়াজে, উভয় যিকির শরীয়ত সম্মত।