প্রশ্ন: নবীজীর মুহাব্বতে হযরত ওয়ায়েস করনী যে দাঁত মোবারক ভেঙ্গে ফেলেছেন, এ ঘটনাটি কোথায় পাওয়া যাবে?

জবাব:

বর্ণনাটি শায়খ ফরীদুদ্দীন আত্তার এর ‘তাযকেরাতুল আওলিয়া’(উদ্দু) কিতাবে রয়েছে। তিনি লিখেন-

قال لهما: أنتما محبّي محمد ، فهل كسرتم شياَ من أسنانكم كما كسر سنه عليه السلام؟ قالا: لا. فقال: إني قد كسرت بعض أسناني موافقة له

‘ওয়ায়েস আল-কারনী দু’জন সাহাবাকে লক্ষ্য করে বলেন যে, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর মুহাব্বতকারী। যখন তাঁর পবিত্র দাঁত মুবারক ভেঙ্গেছে আপনারও কী আপনাদের দাঁত থেকে কিছু ভেঙ্গেছেন ? তারা বলল- না। অতঃপর তিনি বললেন, নিশ্চয়ই আমি সে অনুযাযী কিছু দাঁত ভেঙ্গে ফেলেছি।’ (তাযকেরাতুল আউলিয়া: ৪৪)


ইমাম আব্দুল ওয়াহ্হাব শা‘রানী আত-তাবকাতুল কুবরার ১ম খন্ডের ২৪ পৃষ্ঠায় বর্ণনা করেন-

قال: والله ما كسرت رباعيته صلى الله عليه وسلم حتى كسرت رباعيتي، ولا شج وجهه حتى شج وجهي ولا وطئ ظهره حتى وطئ ظهري هكذا رأيت هذا الكلام في بعض المؤلفات والله أعلم بالحال

‘হযরত ওয়ায়েস আল-কারনী বলেন, আল্লাহর শপথ! রাসূল পাকের যেমন চর্বন দন্ত ভেঙ্গে গিয়েছিল আমিও অনুরূপ আমার চর্বনদন্ত ভেঙ্গে ফেলেছি। তাঁর পবিত্র চেহারায় যেমন ক্ষত হয়েছিল ঠিক আমিও অনুরূপ ক্ষত করেছি। তদ্রƒপ তার পিঠ মুবারক যেমন পদদলিত হয়েছিল আমিও অনুরূপ করেছি। (ইমাম শা‘রানী বলেন) আমি এ ধরনের বক্তব্য কিছু কিছু কিতাবে পেয়েছি। এ ব্যাপারে আল্লাহই অধিক জ্ঞাত।’

তবে আলী বিন ইব্রাহীম হালবী তাঁর ‘সিরাত হালবিয়া’ গ্রন্থে নবী পাকের পিঠ মুবারক পদদলিত হওয়ার ব্যাপারে বলেন,

ولم أقف على أنه عليه الصلاة والسلام وطىء ظهره في غزوة أحد،

‘আমি উহুদের যুদ্ধে হুযুর পাকের পিঠ মোবারক পদদলিত হওয়ার ব্যাপারে কিছু পাইনি।’ (সিরাতে হালবিয়াহ, ২/৩৪৭)


Top