ইকামতে কিয়াম করা হয় নবিজীর সম্মানে:-

লেখক:-হাসনাইন আহমদ আলকাদেরী।

নবিজী সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম বলেন-
اذا اُقيمتِ الصلاةُ فلا تقوموا حتى تروني
যখন নামাজের ইকামত বলা হবে তখন তোমরা আমাকে না দেখা পর্যন্ত দান্ডায়মান হবেনা (অর্থাৎ শুধু আমার আগমনে দাঁডাবে)।

সুত্র:-সহীহ বুখারী-কিতাবুল আজান, ১/২২৮,হাদীস নং ৬১১;
সহীহ মুসলিম-কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াদি’ইস সালাত,বাবু মাতা ইয়াকুমুননাসু লিস সালাত,১:৪২২,হাদীস নং ৬০৪;
আবু দাউদ-কিতাবুস সালাত ১:১৪৮,হাদীস নং ৫৩৯;
সহীহ হিব্বান-৫/৬০০,হাদীস নং ২২২২;


হযরত আবু হুরায়রা রা: বলেন-
انَّ الصلاةَ كانتْ تقامُ لرسول اللّٰهِ صلى اللّٰه عليه وسلم
নিশ্চয় সবসময় নামাজের ইকামতে দাড়ানো নবিজীর জন্যই করা হতো।

সুত্র:-সহীহ মুসলিম-কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াদি’ইস ডাকাতি,বাবু মাতা ইয়াকুমুন নাসু লিস সালাতি ১/৪২৩,হাদীস নং ৬০৫;
আবু দাউদ-কিতাবুস সালাত ১/১৪৮,হাদীস নং ৫৪১;

শিক্ষনীয়:-অতএব,বুঝা গেলো ইকামতের কিয়ামটা হলো আমার নবিজীর জন্য।তাই নবিজীর জন্য যারা দাঁডিয়ে সম্মান করাকে ইনকার করে, তারা এই কিয়ামকে বাদ দিয়ে কিভাবে নামাজ পডবে!
Top