হক্কানী আলেমগণের মর্যাদা ও ইলমে দ্বীন অর্জনের ফজিলতঃ #COPY #SHARE
সংকলকঃ (মাসুম বিল্লাহ সানি)
⛔ একজন আলেমের মৃত্যু একটি জগতের মৃত্যু।
(আল-হাদিস)
⛔ হযরত আবু দারাদা (রাঃ) থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি যে, আলেমের মৃত্যু এমন এক মুসীবত যার কোন প্রতিকার হতে পারে না এবং এমন ক্ষতি যা অপূরণীয়। আর আলেম এমন এক তারকা যার (মৃত্যুর কারণে জগত/গোত্র) আলোহীন হয়ে গেছে। একজন আলেমের মৃত্যু অপেক্ষা একটি গোত্রের মৃত্যু অতি নগন্য ব্যাপার।
★ শুয়াবুল ঈমান, বাইহাকী-২/২৬৪
Home
»
»Unlabelled
» হক্কানী আলেমগণের মর্যাদা ও ইলমে দ্বীন অর্জনের ফজিলতঃ