হযরত আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, “রাসুল সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আলী(রাদ্বিয়াল্লাহু আনহুর) যিকির বা আলোচনা হল ইবাদতের অন্তর্ভুক্ত।”
★ইমাম সৈয়ুতিঃজামেউস সগীরঃ১/৬৬৫পৃঃ, হাদিস নং-৪৩৩২
★আল্লামা মুত্তাকী হিন্দীঃকানযুল উম্মালঃ১১/৬০০পৃঃ,হাদিস নং-৩২৮৯৪
★ইমাম দায়লামীঃআল- ফিরদাউসঃ২/২৪৪পৃঃ,হাদিসঃ৩১৪৭
★ ইমাম সৈয়ুতিঃজামেউল হাদিসঃ৪/৩৭৭পৃঃ,হাদিসঃ১২২৭৬
★ইমাম নাবহানীঃফতহুল কবীরঃ২/১১৫পৃঃ,হাদিসঃ৬৪৬

আল্লামা সৈয়ুতি বলেন হাদিসটির সনদে দুর্বল একজন রাবী রয়েছেন তাই সনদটি দুর্বল।

ইমাম সৈয়ুতি হাদিসটি গ্রহণযোগ্য বলে তার হাদিস শাস্ত্রের অদ্বিতীয় কিতাব জামেউল হাদিসে বর্ণনা করেছেন।আর হাদিসটি যেহেতু হযরত আলী(রাদ্বিয়াল্লাহু আনহু)এর ফযায়েল নিয়ে বর্ণিত হয়েছে দ্বঈফ হলেও অসুবিধা নেই।

Top