হযরত ইবনে আব্বাস(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত রয়েছে যে, মুদ্রাঙ্কন শালায় যখন সর্বপ্রথম মুদ্রা তৈরীর জন্য টাকা রাখা হলো তখন শয়তান ওই মুদ্রা নিয়ে চুম্বন করল এবং তার চোখ ও নাভির উপর রেখে বলে দিল যে, তোমার মাধ্যমেই আমি মানুষকে অবাধ্য করবো,এবং তোমার দ্বারা কাফির সৃষ্টি করবো।আমি আদম সন্তান হতে এ বিষয়ের উপর সন্তুষ্ট যে, টাকার প্রতি ভালবাসার কারণে তারা আমার আনুগত্য পোষণ করছে।(তালবিশ ইবলিস কৃতঃ ইমাম জওজী রহ)

Top