ইমাম নববীর মতে তারাবীহ ২০ রাকাত

বিখ্যাত মুহাদ্দিস, হাফিজে হাদীছ আল্লামা মুহিউদ্দীন নববী রহমতুল্লাহি আলাইহি লা’মাযহাবীদের কাছেও বেশ সামদৃত। লা’মাযহাবীরা উনার লেখা ‘রিয়াদুস সালেহীন’ অত্যান্ত গুরুত্বের সাথে পড়ে। এই বিখ্যাত আলেমের একটি উল্লেখযোগ্য কিতাব হচ্ছে “আযকার”। এই কিতাবের ২৪২ পৃষ্ঠায় তিনি তারাবীর রাকাত সংখ্যা প্রসঙ্গে লিখেন,

اعلم أن صلاة التراويح سنة باتفاق العلماء ، وهي عشرون ركعة ، يسلم من كل ركعتين
“জেনে রাখুন নিশ্চয়ই উলামায়ে কিরাম উনাদের ঐক্যমতে তারাবীর নামাজ সুন্নত। প্রত্যেক ২ রাকাতের পর পর সালামের সাথে তারাবীর নামাজ ২০ রাকাত।” (আযকার ২৪২ পৃষ্ঠা)

লা’মাযহাবীদের নিশ্চয়ই এই মহান মুহাদ্দিসের প্রতি ভালোবাসা কমে যাবে ২০ রাকাতের দলীল দেয়ার কারনে………!!!!


নবীনতর পূর্বতন

نموذج الاتصال