♦হযরত মুসা (আ:) কর্তৃক হযরত আজরাইল (আ:) -কে থাপ্পড় মারার ঘটনা



👏হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মওতের ফেরেশতাকে মূসা (আলাইহিস সালাম) এঁর নিকট তাঁর (জান কবযের) জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তাঁর নিকট আসলেন,তিঁনি তার চোখে থাপ্পড় মারলেন। তখন ফেরেশতা তাঁর রবের নিকট ফিরে গেলেন এবং বললেন, আঁপনি এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না। আল্লাহ বললেন, তুমি তাঁর কাছে ফিরে যাও এবং তাঁকে বল সে যেন তাঁর একটি হাত একটি গরুর পিঠে রাখে, তার হাত যতগুলো পশম ডাকবে তার প্রতিটি পশমের পরিবর্তে তাকে এক বছর করে হায়াত দেওয়া হবে। মূসা (আলাইহিস সালাম) বললেন, হে রব! তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মূসা (আলাইহিস সালাম) বললেন, এখনই হউক।





(রাবী) আবূ হুরায়রা (রাঃ) বলেন, তখন তিনি আল্লাহর নিকট আরয করলেন, তাঁকে যেন ‘আরদে মুকাদ্দাস’ বা পবিত্র ভুমি থেকে পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌছে দেওয়া হয়। আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আঁমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আঁমি তোমাদেরকে রাস্তার পার্শ্বে লাল টিলার নীচে কবরটি দেখিয়ে দিতাম। রাবী আব্দুর রায্‌যাক বলেন, মা’মর (রহঃ) … আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন।



[সহীহ বুখারীঃ ৩১৬৮ ই: ফা:]



✌আবার এরকম বর্ননাও রয়েছে। হযরত আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মালাকুল মাউত (জান কবজকারী ফেরেশতা) কে মূসা (আ:)-এঁর নিকট প্রেরণ করা হল। তিনি যখন এলেন তখন মূসা (আ:) তাকে জোরে থাপ্পড় মারলেন। যার ফলে মালাকুল মাউতের চক্ষু বের হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ তা’আলার নিকট আরজ করলেন, আঁপনি আমাকে এমন বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মওত চান না। আল্লাহ তাআলা তখন (নিঁজ কুদরতে) তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আবার যাও এবং তাঁকে বল-আঁপনি একটি ষাড়ের পিঠে হাত রাখুন। ঐ হাতের নিচে যত পশম পড়বে আঁপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আঁপনার হায়াত এক বছর করে দীর্ঘায়িত হবে। মূসা (আ:) এ কথা শুনে বললেন, এরপর কী হবে? আল্লাহ তাআলা বললেন, মৃত্যুই আসবে। মূসা (আ:) বললেন, তাহলে এখনি মৃত্যু দিন।



[সহীহ বুখারী হাদীস : ৩৪০৭; সহীহ মুসলিম হাদীস : ২৩৭২]



👍 উল্লেখ্য যে, বিখ্যাত হাদীস-বিশারদগণ বলেন, মালাকুল মাওত মূসা (আ:)-এঁর অনুমতি না নিয়েই মানুষের বেশে তাঁর ঘরে প্রবেশ করেছিলেন। তখন তিঁনি তাকে না চিনতে পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে চপেটাঘাত করেন।-ফাতহুল বারী ৬/৫০৮; শরহে নববী ১৫/১২৯]

Top