⛔ ফতোয়া শামী যিয়ারত অধ্যায়ে ফতোয়া দেয়া হয়েছে এভাবেঃ

ان التربة التى اتصلت الى   أعظم النبي صلى الله عليه وسلم    أفضل    من     الارض    والسماء      حتى    العرش العظيم-

অর্থ    -     “রওযা মোবারকের যে মাটি নবী     করীম  [ﷺ]-এঁর দেহ মোবারকের  সাথে  লেগে   আছে, তা আসমান জমীন - এমনকি আরশ আযীম হতেও উত্তম।"
★ ইমাম কুস্তালানী (রহঃ) : মাওয়াহিবে লাদুন্নিয়াঃ ৪র্থ খণ্ড : ৬০২ পৃষ্ঠা।
★ ইমাম ইবনে আবেদীন শামী (রহঃ) : (হানাফী মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব) ফতোয়ায়ে শামীঃ ৩য় খন্ডঃ যিয়ারত অধ্যায়।
★ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (রহঃ) : হৃদয়ের টানে মদিনার পানেঃ ২য় অধ্যায়ঃ হাদিসের দৃষ্টিতে মদিনা শরীফের ফজিলত বর্ণনাঃ পৃষ্ঠা ২৬।
★ ওহাবীদের গুরু আশরাফ আলী থানভীঃ শরিয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী (ﷺ) : ১০ম অধ্যায় : রাসুলুল্লাহ (ﷺ) এর রওজা শরীফ আরশে ইলাহী থেকে শ্রেষ্ঠ : পৃষ্ঠা ৮৯।

⛔ রওযা    মোবারকই    যদি  সর্বোত্তম   হয়,  তাহলে   শরীর   মোবারকের    অবস্থা  কি  হতে    পারে?  এটা  বলার   অপেক্ষা   রাখে   না।  (মাওয়াহেব ৪র্থ খণ্ড ৬০২ পৃষ্ঠা)।

⛔ এ    আক্বিদা   চার    মাযহাবের   ইমামগণ   ঐক্যবদ্ধভাবে পোষণ       করে        থাকেন।     এ     আক্বিদার     উপর     চার মাযহাবের ইজমা  প্রতিষ্ঠিত।   সুতরাং  রওযা  মোবারক খানায়ে কা’বা  ও আরশ মোয়াল্লা হতেও উত্তম।  এটাই সুন্নি   আক্বিদা।    এ   সম্পর্কে    অসংখ্য    কিতাবে   উল্লেখ রয়েছে।
(মাওয়াহিবে লাদুন্নিয়া ৪র্থ খণ্ড ৬০২ পৃষ্ঠা)।

Top