□ হুযূর পাক [ﷺ] দূরবর্তী ও নিকটবর্তী সব জায়গা থেকে শুনেনঃ
    _____________________________________________________

❏ দরসে হাদীসঃ [হাদীস নং- ৮৬৪]
○ অধ্যায়ঃ [নবী করিম [ﷺ]-এর উপর দুরুদ শরীফ পাঠ ও দুরুদ শরীফের ফযীলত]

তাঁরই (হযরত ইবনে মাসঊদ [رضي الله عنه]) হতে বর্ণিত, তিনি বলেন,
রাসূলাল্লাহ [ﷺ] এরশাদ করেছেনঃ 

[ وعنه قال قال رسول الله ﷺ ان لله ملائكة سياحين فى الأرض يبلغونى من امتى السلام ]. - (رواه النسآئى والدارمى)

অর্থাৎ "আল্লাহর কিছু সংখ্যক ফিরিশতা ভূ-পৃষ্ঠে ভ্রমণ করে বেড়াচ্ছে, যারা আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছায়।" (টীকাঃ ১) [নাসাঈ, দারেমী]

□ উক্ত হাদীস শরীফের ব্যাখায় বলা হয়েছেঃ #MustShAre
    ___________________________________

◇ টীকাঃ ১.
অর্থাৎ এসব ফিরিশতার ডিউটি হচ্ছে এ যে, তাঁরা হুযূরের আস্তানা-ই আলীয়ায় উম্মতের সালাম পৌঁছাতে থাকেন।

এখানে কিছু কথা স্মরণ রাখা দরকার যে, প্রথমতঃ ফিরিশতা কর্তৃক দুরুদ শরীফ প্রেরণ করায় এটা অনিবার্য হয় না যে, হুযূর স্বয়ং প্রত্যেকের দুরুদ শরীফ শুনছেন না; সঠিক অভিমত হচ্ছে সরকার-ই দু'আলম প্রত্যেক নিকট ও দূরবর্তী দুরুদ শরীফ পাঠকদের দুরুদ শরীফ শুনছেনও, দুরুদ শরীফ পাঠকদের সম্মান বৃদ্ধির জন্য ফিরিশতারাও তাঁর পবিত্র দরবারে দুরুদ শরীফ পৌঁছিয়ে দেন, যাতে দুরুদ শরীফের বরকতে আমরা গুনাহগারদের নাম হুযূরের মহান দরবারে ফিরিশতার মুখে উচ্চারিত হয়।

হযরত সুলাইমান [عليه السلام] তিন(০৩) মাইল দূর থেকে যদি ছোট্ট পিপীলিকার শব্দ শুনে থাকেন, তবে হুযূর আমরা পাপীদের প্রার্থনা শুনবেন না কেন? দেখুন, আল্লাহ্ তা'আলা আমাদের কৃতকর্মসমূহ দেখছেন, এতদসত্ত্বেও তাঁর সমীপে ফিরিশতারা আমলসমূহ পেশ করছেন।

দ্বিতীয়তঃ
এসব ফিরিশতা এতো দ্রুতগামী যে, এদিকে উম্মতের মুখে দুরুদ শরীফ উচ্চারিত হয়, ওদিকে তাঁরা হুযূরের সবুজ গম্বুজে তা পেশ করেন। যদি কেউ কোন মজলিসে হাজার বার দুরুদ শরীফ পাঠ করে, তবে এ ফিরিশতা তার ও মদীনা তাইয়্যেবাহ্'র মধ্যে হাজার বার গমনাগমন করবেন। এটা নয় যে, সারা দিনের দুরুদ শরীফ থলের মধ্যে পুরে নিয়ে ডাক পিয়নের মতো বিকেলে সেখানে পৌঁছাবেন; যেমনটি এ যুগের কিছু মূর্খ লোক মনে করে থাকে।

তৃতীয়তঃ
আল্লাহ তা'আলা ফিরিশতাদেরকে হুযূর-ই আনওয়ারের পবিত্র দরবারের খিদমতগার করেছেন। হুযূর-ই আনওয়ারের খিদমতগারগণ এ ফিরিশতাদের সমান মর্যাদা রাখেন।

□ হাদীস শরীফ এর ব্যাখ্যা সম্বলিত টীকা পেতে সার্চ করুনঃ
f/Ishq-E-Mustafa ﷺ

[সূত্রঃ মিরআতুল মানাজীহ শরহে মিশকাতুল মাসাবীহ, কৃত- মুফতী আহমদ ইয়ার খান নঈমী আশরাফী বদায়ূনী, বঙ্গানুবাদঃ মাওলানা আব্দুল মান্নান, ২য় খন্ড, পৃ. ১০৮, হাদীস নং-৮৬৪ এর টীকাঃ ১৫ দ্রব্যষ্ট, প্রকাশনায়ঃ ইমাম আহমদ রেযা রিসার্চ একাডেমী, চট্টগ্রাম। সবুজ ভবন, খাজা রোড, কুলগাঁও, ডাকঘর-জালালাবাদ-৪২১৪, বায়েজীদ, চট্টগ্রাম। ফোনঃ ০৩১-৬৮৪২২৪, মোবাইলঃ ০১১৯৯-২২৪৪০৩, ০১৮৬৮-০৩১৬২১]

Top