বিষয়ঃ উল্কি আংকন করার নিষেধাজ্ঞা ও শাস্তি।

★ পবিত্র কুরআনে আল্লাহপাক ইরশাদ করেছেন,
যখন আল্লাহ ও তার রাসূল (ﷺ) কোনো বিষয়ের ফায়সালা দিয়ে দেন তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর সেই ব্যাপারে নিজে ফায়সালা করার কোনো অধিকার নেই।
আর যে কেউ আল্লাহ ও তার রাসূল (ﷺ) এর নাফরমানী করে সে সুস্পষ্ট গোমরাহীতে লিপ্ত হয়।
(সূরা-আহযাব, আয়াত-৩৬)

★ হযরত হাজ্জাজ ইবনু মিনহাল (রহঃ) হযরত আউন ইবনুূু আবূ জুহায়ফা (রাঃ) সূত্রে বর্নিত,
আমি আমার পিতাকে দেখেছি যে,
- তিনি একটি শিঙ্গা লাগানেওয়ালা গোলাম কিনলেন। তিনি তার শিঙ্গা লাগানোর যন্ত্র ভেঙ্গে ফেলতে নির্দেশ দিলে তা ভেঙ্গে ফেলা হল। আমি তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের মূল্য, কুকুরের মূল্য, দাসীর (ব্যভিচারের মাধ্যমে) উপার্জন করা থেকে নিষেধ করেছেন।
- আর তিনি শরীরে উল্কি অংকনকারী ও উল্কি গ্রহনকারী, সুদখোর ও সুদ-দাতার উপর এবং (জীবের) ছবি অংকনকারীর উপর লানত করেছেন।

★ রাসূলুল্লাহ (ﷺ) বলেন,

   “যে ব্যক্তি পরচুলা লাগায় এবং যাকে লাগায়; এবং যে ব্যক্তি উল্কি আঁকে এবং যার গায়ে আঁকে, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন।’’
(বুখারীঃ কিতাবুল লিবাসঃ হাদীস নং  ৫৪৭৭) 

★ রাসূলুল্লাহ (ﷺ) বলেন:

لَعَنَ النَّبِيُّ (ﷺ) الْوَاشِمَةَ، وَالْمُسْتَوْشِمَةَ
রাসুলুল্লাহ (ﷺ) লানত করেছেন, যারা উল্কি আঁকে এবং যাদের গায়ে আঁকা হয়।
(সহীহ বুখারীঃ ৫৩৪৭)

★ রাসূলুল্লাহ (ﷺ) বলেন,

“যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পার।’’
(বুখারী, কিতাবু আহাদীসিল আম্বিয়া, হাদিস নং  ৩২২৫)।

Top