বুযুর্গানে দ্বীনের নামের পরে রাদ্বিয়াল্লাহু আনহু ব্যবহার করা যাবে কি?
সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ ছোবহানানুহু তাআলার এবং অসংখ্য দরুদ ও সালাম রসুলে পাক সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
মুলঃ www.alahazrat.net
দলীল নং-০১
সাহাবাকেরাম, তাবেঈন এবং অন্যান্য বুযুর্গানেদ্বীনের জন্য রাদ্বিয়াল্লাহু আনহু ব্যবহার করা মোস্তাহাব।
★★রুদ্দুল মোহতারঃখন্ড-০৫;পৃঃ৪৮০
দলীল নং-০২
আল্লামা খাফ্ফাযী তাঁর “নাসিম আর রিয়াদাহ”(ইমাম কাজী আয়াজের শিফা শরীফের শরাহ) এর মধ্যে লিখেন যে, মাশায়েখ এবং অন্যান্য বুযুর্গানেদ্বীনের জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করা জায়েজ।
★★নাসিম আর রিয়াদাহঃখন্ড-০৩;পৃঃ-৫০৯।
দলীল নং-০৩
শায়খ আবদুল হক মোহাদ্দেস দেহলভী —
হযরত ওয়াইস আল করনীর জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন, যিনি সাহাবী নন।
★★আশআতুল লুমআতঃখন্ড-০৪;পৃঃ-৭৪৩
দলীল নং-০৪
ইমাম আবেদীন শামী — ইমাম আবু হানিফার জন্য অনেক ক্ষেত্রে রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★★রুদ্দুল মোহতারঃখন্ড-০১; পৃঃ৩৫;৩৬;৩৭;৪২; মোট ৬ বার, দেওবন্দ থেকে প্রকাশিত।
দলীল নং-০৫
ইমাম ইবনে আবেদীন শামী —ইমাম শাফেঈর জন্য ৭ স্থানে রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★রুদ্দুল মোহতারঃখন্ড-০১;পৃঃ-৩৫;৩৮;৪১;৪৩
এবং শাহল বিন আবদুল্লাহ আল তুসতারীর জন্যও রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★রুদ্দুল মোহতারঃখন্ড-০১;পৃঃ৩৮
দলীল নং-০৬
ইমাম ফখরুদ্দীন রাযী —–ইমাম আবু হানিফার জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★তাফসীরে আল কবীরঃখন্ড-০৬;পৃঃ৩৮২
দলীল নং-০৭
ইমাম মোল্লা আলী ক্বারী—ইমাম আবূ হানিফা এবং ইমাম শাফেঈ এর জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★মিরকাত শরহে মিশকাত- খন্ডঃ০১;পৃঃ০৩
বোম্বাই থেকে প্রকাশিত।
দলীল নং-০৮
সৈয়দ আহমদ তাহতাবী —-ইমাম আবূ হানিফার জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★★তাহতাবী আলা আল মিরাকী,পৃঃ ১১;ইস্তাম্বুল থেকে প্রকাশিত।
দলীল নং-০৯
ইমাম গযযালী —-ইমাম মালেক এবং ইমাম শাফেঈ এর জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★★ইহইয়া আল উলুম আল দ্বীনঃ খন্ড-০২;পৃঃ ০৭।
দলীল নং-১০
ইমাম ইবনে হাজর আসকালানী —-ইমাম বুখারী এবং ইমাম শাফেঈ এর জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★মুকাদ্দিমা, ফতহুল বারী ফি শরহে বুখারী, পৃঃ ১৮;২১।
দলীল নং-১১
ইমাম নববী—ইমাম মুসলিমের জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★মুকাদ্দিমা,শরহে মুসলিমঃপৃঃ১১
দলীল নং-১২
শায়খ আবদুল হক মোহাদ্দেস দেহলভী —–ইমাম শাফেঈ এবং ইমাম বুখারীর জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★আশআতুল লুমআতঃখন্ড-০১;পৃঃ০৯;১৬।
দলীল নং-১৩
শায়খ আত তিবরিযী—-ইমাম বাগবীর জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
মুকাদ্দিমা, মিশকাতুল মাসাবীহ
দলীল নং-১৪
আল্লামা কাফফাযী—–ইমাম কাযী আয়াজের জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★নাসিম আর রিয়াদাহ শরহে শিফা,পৃঃ০৫।
দলীল নং-১৫
শায়খ আবদুল হক মোহাদ্দেস দেহলভী —-সৈয়্যদুনা শায়খ আবদুল কাদের জিলানী আল হাসানী আল হোসাঈনী এর ক্ষেত্রে ১৫ বারের উপরে রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★আশআতুল লুমআত–খন্ডঃ০১;পৃঃ১৮
★আখবার আল আখাইর-পৃঃ১৫;১৬;১৮;২১;২২;২৩;২৪;২০৯;২১০;২১১; ২১২;২১৩;২১৪।
দলীল নং-১৬
ইমাম মোল্লা আলী ক্বারী—আবদুল্লাহ বিন মোবারক,লাথ বিন সা’দ,ইমাম মালেক বিন আনাস,ফুদাঈল ইবনে লাআদ এর জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★মিরকাতঃখন্ড-০১; পৃঃ২৭
দলীল নং-১৭
আল্লামা সাভী আল মালেকী—শায়খ সুলাইমান জামাল,আহমদ দারদীর,সালিম হাফনাবী,শায়খ আমির,ইমাম আবুল হাসান শায়খ সৈয়দ আদুবী,নুরুদ্দীন আলী শাবরালসী,আল্লামা হালবী, আল্লামা আলী আযহুরী,বুরহান আলকী,শামসুদ্দিন আলখামী,ইমাম যিয়াদী,শায়খ রামলী,শায়খুল ইসলাম যাকারিয়া আনসারী,জালালুদ্দীন মুহাল্লী এবং জালালুদ্দীন সৈয়্যুতী এর জন্য রাদ্বিয়াল্লাহু আনহু তা’আলা ব্যবহার করেছেন।
★★তাফসীরে সাভী–খন্ডঃ০১;পৃঃ০৩।