কিতাবঃ আদর্শ জীবনের বাণী
সম্পাদনা ও সংকলনেঃ সৈয়দ মুহাম্মদ আবু তাহের রেজা।
Text Ready by (Masum Billah Sunny)

১) নিজেই প্রতিশােধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা কর! তিনি তােমাকে রক্ষা করবেন।
→ হযরত সােলাঈমান (আঃ)

২) চক্ষু শরীরের প্রদীপ বিশেষ চোখের দৃষ্টিকে পবিত্র করতে পারলেই সমগ্র শরীরের পবিত্রতা অর্জন করা সহজ।
→ হযরত ঈসা (আঃ)

৩) আল্লাহর কাছ থেকে তােমাকে যে রিজিক দেওয়া হয়েছে তাতেই তুষ্ট থাক । অপরের সম্পদের প্রতি নজর দিও না, তাহলে অন্তরের দাহ থেকে মুক্ত থাকতে পারবে। খাদ্য-পানির চাইতে পেটে জ্ঞানের কথা বেশি প্রবেশ করাতে চেষ্টা কর ।
→ হযরত লােকমান (আঃ)

৪) প্রকৃত মানবতা - খােদাভীতি,
প্রকৃত সম্পদ - আত্মবিশ্বাস এবং
শ্রেষ্ঠত্ব হল - বিনয় ।
- হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ)

৫) কোন একটি মন্দ কাজ থেকে এমনভাবে বিরত থাকবে যেন জীবনে আর তা না করা হয়, ইহাই বিশুদ্ধতম তাওবাহ।
-হযরত ওমর (রাঃ)

৬) জীবিকার জন্য কোন চেষ্টা সাধন না করে নিশ্চেষ্ট বসে থাকার নাম কোন অবস্থাতেই তাওয়াক্কুল হতে পারে না। কেননা, জীবিকার জন্য এ চেষ্টার তদবির ছেড়ে দেয়া বড় রকমের গুনাহ ।
- ইমাম গাজ্জালী (রহঃ)

৭) মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না।
- হযরত ওসমান (রাঃ)

৮) বুদ্ধিমানেরা কোন কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে । আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে তা নিয়ে চিন্তা করে ।
-হযরত আলী (রাঃ)

৯) তােমার নরম শরীর আর প্রিয়তাই তােমায় পুড়িয়ে মারছে, মিথ্যা,অহেতুক ভয়, দুঃখ ও সন্দেহ পরিত্যাগ কর ।
- আল্লামা ইকবাল (রহঃ)

১০) ভিক্ষা করার চেয়ে যে কোন সমান্য পেশাও শ্রেয়।
- হযরত ওমর (রাঃ)

১১) অন্তরচক্ষু অল্প হওয়া অপেক্ষা চর্ম চক্ষু অল্প হওয়া অনেক ভাল।
- হযরত আলী (রাঃ)

১২) তােমার উপর কুরানের আছে অধিকার, বার-বার তুমি কোরান করিবে পাঠ । কোরানের সাহায্যে তােমার আকাঙ্ক্ষিত যে কোন লক্ষ্যে তুমি পারিবে পৌছিতে ।
- আল্লাম ইকবাল (রহঃ)

১৩) মর্যাদা লাভ হয় জ্ঞানের মাধ্যমে, রক্ত সম্পকের মাধ্যমে নয়, সৌন্দর্য্যের সুষমা বিকশিত হয় শিষ্টাচারের মাধ্যমে, সুন্দর পােশাকে নয় ।
- ইমাম গাজ্জালী (রহঃ)

১৪) যার বাক্যের উপর যার নিয়ন্ত্রণ নেই, তার পক্ষে মর্যদা পাওয়ার মত কিছুই নেই ।
-হযরত আলী (রাঃ)

১৫) আহমকের কথায় প্রতিবাদ কর না, শেষে তুমিই আহমক সেজে যাবে ।
- হযরত সােলাইমান (আঃ)।

১৬) যা সত্য নয় তা কখনাে মুখে এনাে না, তাহলে তােমার সত্য কথাকেও লােকে অসত্য বলে মনে করবে ।
- হযরত আলী (রাঃ)

১৭) অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত দের অন্তরে যে বিদ্বেশাগ্নির জন্ম হয়,
তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে আগুনের শিখায় অনেক কিছুই দগ্ধীভূত হয়।
- হযরত আলী (রাঃ)

১৮) নিজের বিপদের কথা শত্রুকে বলাে না, সে মুখে দুঃখ প্রকাশ করবে অন্তরে উল্লাস বােধ করবে।
- শেখ সাদী (রহঃ)

১৯) পশুর মত সংখ্যাগরিষ্ঠ হয়ে লাভ কি, যদি আমাদের গৌরব করার মত কিছুই না থাকে ।
- কাজী নজরুল ইসলাম (রহঃ)

Top