বিসমিল্লাহ হির রাহমানির রাহীম
‎ ﺑِﺴْـــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ


শবে মেরাজের নামাজ-রোজা ও ১০০ বছর ইবাদতের সাওয়াব!
♥ ১. শবে মেরাজের আমলঃ নামায ও রোযা!দুই রাকআত বিশিষ্ট ১২ রাকাআত নামায পড়বেন।
★ প্রতি রাকআতেঃ
- একবার সূরা ফাতিহা,
- ৩ বার/৭ বার/ ২১ বার সূরা ইখলাসসহ বা অন্য যেকোন সূরা পড়লে তরতীব আদায় হবে ইনশা আল্লাহ।
★ নামায শেষেঃ
- ১০০ বার পড়ুনঃ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহু আকবার।
- ১০০ বার যেকোন ইস্তেগফার পড়ুনঃ আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিওঁ ওয়া আতুবু ইলাইহি; লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।’
- ১০০ বার যেকোন দরুদ শরীফ পড়ুনঃ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিম মাদানিল জুদি ওয়াল কারামি মাম্বাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী ওয়া বারিক ওয়া সাল্লিম।
এরপর পরম দয়ালু ও ক্ষমাশীল আল্লাহ পাকের নিকট দুনিয়া ও আখিরাতের যেকোন কল্যাণকর দো'আ করুন এবং দিনে রোযা রাখুন। ইনশা'আল্লাহ দো'আ কবুল হবে।
Reference :
★ ইমাম হিন্দি (রহঃ) : কানযুল উম্মাল, খন্ড-১২, পৃষ্ঠাঃ ৩১২-৩১৩, হাদিস নম্বরঃ ৩৫১৭০, 
★ ইমাম গাজ্জালি (রহঃ) : এহইয়া উলুমুদ্দীন, 
★ ইমাম বায়হাকী (রহঃ) : বায়হাকী শরীফ, খন্ড-৩, পৃষ্ঠাঃ ৩৭৪, 
★ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (রহঃ) : মাসাবাতা বিসুন্নাহ, পৃষ্ঠাঃ ৭০


♥ ২. ১০০ বছরের ইবাদতের সওয়াব!
শবে মেরাজের রোযাঃ
★ হযরত সালমান ফারসী (رضي الله عنه) হতে বর্ণিত, 
নবী করিম (ﷺ) ইরশাদ করেন, রজব মাসের মধ্যে এমন এক দিন ও রাত আছে, যা বড় মর্যদাবান। যেই ব্যক্তি ঐ দিনে রোজা এবং রাতে ইবাদত করবে, আল্লাহ পাক তার আমলনামায় ১০০ বছর লাগাতার রোযা রাখা এবং ১০০ বছর রাত জেগে নামায পড়ার সওয়াব দান করবেন। আর ঐ সময়টি হল, রজব মাসের ২৭ তারিখের (শবে মেরাজের) দিন ও রাত।
Reference : 
★ ইমাম সুয়ূতী (রহঃ) : দুররুল মনসুর, 
★ আল জামেয়ুল কবীর, জামেয়ুল আহাদীস ওয়াল ওরাসিল,
★ ইমাম বায়হাকী (রহঃ) : শুআবুুল ঈমান, খন্ড-৩, পৃষ্ঠা-৩৭৪, হাদিস নং-৩৮১১


♥ ৩. মৃতগণের রূহে সওয়াব পাঠানোঃ
২৭ রজব হানাফী মাযহাবের ২য় ইমাম ইমাম কাজী আবু ইউসূফ ইয়াকুব ইবনু ইবরাহী আল-আসনারী আল-হানাফী রাহমাতুল্লাহি আলাইহি (১১৩হি:/৭৩১খ্রি:-১৮২হি:৭৯৮খ্রি:) এর ওফাত বার্ষিকী তিনিসহ সমস্ত নবীগণ আলাইহিমুস সালাম ও আউলিয়ায়ে কিরামগণের নামে ফাতিহা দেবেন।
Top