★ যখন আল্লাহ কোন বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তাকে দ্বীনের ফক্বীহ্ বানিয়ে দেন এবং সঠিক পথ ও হিদায়ত তার অন্তরে ঢেলে দেন। (মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসনাদুশ শামীন, হাদিস নং-১৬৮৮, পৃষ্ঠা-২৩)

★ হাদিসে পাকে রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ
- মুমিন ঐ ব্যাক্তি যার থেকে মানুষ ভয়মুক্ত থাকে এবং মুসলমান ঐ ব্যাক্তি যার মুখ ও হাত থেকে মানুষ নিরাপদ থাকে।
- আর মুহাজির হচ্ছে ঐ ব্যাক্তি যে মন্দ কাজ পরিত্যাগ করে।
- ঐ সত্ত্বার শপথ যার কুদরতী হাতে আমার প্রাণ।
যার দূর্ব্যবহার থেকে তার প্রতিবেশী শঙ্কামুক্ত নয় ঐ ব্যাক্তি জান্নাতে প্রবেশ করবে না।

(মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলঃ হাদিস নং-১৩০৪৭, পৃষ্ঠা-৩৯৫)

★ আল্লাহ তায়ালার দরবারে ফরয আমল সমূহের পর সর্বাধিক পছন্দনীয় আমল হচ্ছে মুসলমানের অন্তর খুশি করা।
(আত তারগীব ওয়াত তারহীব, কিতাবুল বির ওয়াস সিলাহ)

★ যে ব্যাক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে তার উচিত্‍ ভালো কথা বলা অথবা চুপ থাকা। (আল-হাদিস)

★ "আল বারাকাতু মাআ আকাবীরিকুম" বরকত তোমাদের বুযুর্গদের সাথেই রয়েছে। (আল মুজামুল আওসাত, খন্ড-৬, পৃষ্ঠা-৩৪২, হাদিস নং-৮৯৯১)

মোহাম্মদ হোসেন
[Daman-e-Srikot]

Top