যারা এই সেবার উপযোগী হচ্ছেন : (প্রয়োজনীয় বিষয়াদি)
আকিদা :
* আহলুস-সুন্নাহ এর অনুসারী হতে হবে।
প্রয়োজনীয় উপাদান :
* মোটামুটি ভাল মানের ১টি Android phone,
* ইলমে দ্বীন সম্পর্কে জ্ঞাত হতে হবে।
* প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে।
* পরিশ্রমী হতে হবে।
* ধৈর্যশীল হতে হবে।
যা যা শিখানো হবে :
* কিভাবে ব্লগে site খুলবেন।
* কিভাবে পোস্ট করবেন।
* কিভাবে অন্যান্য সকল settings করবেন।
* কিভাবে অতি সহজে টাইপ না করে পোস্ট করবেন।
* ব্লগিং করতে গিয়ে যেকোন সমস্যা হলে তার হেল্পলাইন।
* অতি সহজে মোবাইল দিয়ে PDF তৈরির পদ্ধতি ইত্যাদি ইত্যাদি।
Registration করতে চাইলে।
১) নাম,
২) ঠিকানা ও wtsapp number
৩) আকিদা ও শিক্ষাগত যোগ্যতা,
৪) (ব্লগিং করতে ইচ্ছুক)
এগুলো লিখে Sunni-Encyclopedia (সুন্নী-বিশ্বকোষ) এর ADMIN এর নিকট মেসেজ দিয়ে Membership এর জন্য Registration করুন।
(ইসলামের প্রকৃত জ্ঞান সাধারণ মানুষের নিকট পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য)
Registration Running....
যোগাযোগঃ
সময়মত আপনাদের সাথে যথাস্থানে অনলাইনে যোগাযোগ করা হবে। এ নিয়ে কোন চিন্তা করতে হবে না। আপনাদের Inbox এ (Request sms) এ চোখ রাখবেন।
4) Mohammad Mesbahul Islam Akib
6) Raju Mia
9) Hmd Abdurrahman Hmd Abdurrahman (আমি মদিনা ওয়ালার গোলাম)
11) Aatif Al Mahdi
12) Jobayer Hossain
13) Mohammod Hossain
14) Bashir Ahmad
15) Md Munir
17) G M Roufur Rahman Azad (Golam-e Madina)
20) Ahassan Ullah
23) Rashed Hossain
25) Mohd Abdul Karim