চীনের ছুয়ানঝৌ শহরে পবিত্র লিং শান পর্বতের পাদদেশে মহানবী হযরত মুহাম্মদ (দঃ) এর দুইজন সাহাবীর পবিত্র মাজার শরীফ।
চীনে ইসলামের সূচনা হয় রাসূল (দঃ) এর চারজন সাহাবীর দ্বারা।
সেই দলের নেতৃত্বদান করেন সাদ ইবন আবি ওয়াক্কাস (রাঃ),
তাঁর সঙ্গীরা হলেন সাইদ (রাঃ),
ওয়াহাব ইবন আবু কাবাশা (রাঃ) এবং আরেকজন সাহাবা।

এই দুইটি মাজার শরীফ সাদ ইবন আবি ওয়াক্কাস (রাঃ) এর তিনজন সহযাত্রীর দুইজনের, যারা প্রিয় নবী (দঃ) এর সাহাবা ছিলেন। তাদের পবিত্র রূহে পাকে কোটি কোটি সালাম।

Top