কিছু কিছু অলীর বাহ্যিক অবস্হা অপরিপাটি হয়ে থাকে। তাদের কাপড় হয়ে থাকে ছেড়া ও পুরাতন। মাথার চুল থাকে উস্কো খুস্কো। এমন লোকদের সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

عن أبى هريرة أن رسول الله صلى الله عليه وسلم رب اشعث مدفوع بالأبواب لو اقسم على الله لأبره

অর্থাৎঃ অনেক এলোমেলো চুলবিশিষ্ট লোকদেরকে দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তাদের শান এ রকম যে, যুদি তারা কোনো কিছুর উপর আল্লাহর নামে কসম খায় তখন তাদের জবান থেকে যা বের হয় তাই হয়ে যায়।

মুহাদ্দিসীনে কেরাম এই হাদীসের দুটি ব্যাখ্যা দিয়েছেন।

প্রথম ব্যাখ্যা হলো, তারা বলে দিবেন, আল্লাহর কসম এই কাজটি এভাবেই হয়ে যাবে।

দ্বিতীয় ব্যাখ্যা হলো, তারা বলবেন, হে আল্লাহ! আপনার সওার কসম, এই কাজটি এভাবে করে দেন।

আল্লামা ইকবল বলেন,
দুনিয়ার গরীবদের প্রতি তাকিয়ো না তাচ্ছিল্যের দৃষ্টিতে।
তুমি কি জান, এই ধূলির ভেতরই স্বর্ণালঙ্কার লুকিয়ে আছে।

অন্যএ তিনি বলেন,
এসব অনাড়ম্বর বুযুর্গদের অবস্হা জিজ্ঞেস করো না,
ইচ্ছে হলে তাকাও তাদের কর্মের দিকে।
শুভ্র হস্তের মূসা (আঃ) বসে আছেন হাতের আড়ালে।

Top