পরষ্পর সাক্ষাতে সালামের পর সুন্নাত অনুযায়ী মুসাফাহা করুন, গুনাহ মার্জনা করা হবে।
আত্মপরিচয় ও নিজ মর্যাদাবোধ বিস্মৃত মুসলিম জাতির নিউ জেনারেশন এখন দেখা-সাক্ষাৎ হলে সালামের বদলে ‘হায়-হ্যালো’ বলতে অভ্যস্ত। মুসাফাহার বিপরীতে অদ্ভূত ভঙ্গিমায় ‘হ্যান্ডশেক্’ নাকি এখন আধুনিক অভিবাদন পদ্ধতি!
অথচ উম্মতের কান্ডারী নবীয়ে দো’জাহাঁ, মুহাম্মাদ মুস্তফা صلى الله عليه وآله وسلم উম্মতকে একে অন্যের সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম, অত:পর মুসাফাহা-মুআ’নাকা শিক্ষা দিয়েছেন। দুইজন মুসলমান সাক্ষাত হলে সালামের পর মুসাফাহা করলে উভয়ের গুনাহ ক্ষমা করা হবে মর্মে ঘোষণা দিয়েছেন।
♦️রাসূলে আকরাম, শাফীয়ে উমাম صلى الله عليه وآله وسلم এর প্রিয় সাহাবী ছাহিবু সিররির রাসূল صلى الله عليه وآله وسلم হযরত হুজায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজী صلى الله عليه وآله وسلم ইরশাদ ফরমান-
إن المؤمن إذا لقي المؤمن فسلم عليه وأخذ بيده فصافحه تناثرت خطاياهما كما يتناثر ورق الشجر
“একজন মুমিন যখন অন্য মুমিনের সাথে সাক্ষাত করে, অত:পর সালাম দেয়, তার হাত ধরে এবং মুসাফাহা করে, তাদের উভয়ের গুনাহ সমূহ এমনভাবে ঝরে যায় যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়।” সুবহানাল্লাহ!
[মু’জামুল আওসাত্ব- হাদিস নং-২৪৫]
♦️রাসূলুল্লাহ صلى الله عليه وآله وسلم এর প্রিয় সাহাবী হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وآله وسلم ইরশাদ করেন :-
مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا
“দুইজন মুসলমান সাক্ষাত হলে পরষ্পর মুসাফাহা করলে তারা উভয়ে পৃথক হওয়ার পূর্বেই দু’জনের গুনাহই ক্ষমা করা হবে।”
[সুনানে আবু দাউদ- হাদিস নং-৫২১৪]
♦অন্য বর্ণনায় এসেছে দু্’জনের হাতের তালু আলাদা হওয়ার পূর্বেই তাদের গুনাহ ক্ষমা করা হবে।
إذا تصافح المسلمان لم تفرق أكفهما حتى يغفر لهما
“যখন দুইজন মুসলমান পরষ্পর মুসাফাহা করেন, তাদের হস্ততালুদ্বয় পৃথক হওয়ার পূর্বেই উভয়ের গুনাহ করা হয়।”
[মু’জামুল কাবীর- হাদিস নং-৮০৭৬]