বইঃ সহজ নিয়মে কুরআন শেখা
এপ্স ডেভেলপারঃ Dr Abdul Baten Miaji

পবিত্র কোরআনে বিশেষ ১৪ টি আয়াত রয়েছে  যে সমস্ত   আয়াতে কারীমা তেলাওয়াতের পর তখনই দাঁড়িয়ে সিজদাহর নিয়্যাত করে একটি সিজদাহ্ করতে হয়। পবিত্র কোরআনুল কারিমে এ ১৪টি আয়াতের শেষে সিজদাহর চিহ্ন দেয়া থাকে। সুতরাং এ চিহ্নটি দেখলেই সিজদাহ করতে হবে। মনে রাখতে হবে, কেউ যদি এ পবিত্র আয়াত সমূহের তেলাওয়াত শুনে তবে তার ও সিজদাহ করতে হবে। এ  পবিত্র ১৪ আয়াতের মধ্যে ৪টি আয়াতের শেষে সিজদাহ করা ওয়াজিব, বাকী ১০টি আয়াতের শেষে সিজদাহ করা মুস্তাহাব।

যে ৪টি আয়াতের শেষে  সিজদাহ করা ওয়াজিব সেগুলো হলো:

১. সূরা আস-সিজদাহ আয়াত - ১৫
إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ ۩
২. সূরা হামিম আয়াত - ৩৮
فَإِنِ اسْتَكْبَرُوا فَالَّذِينَ عِندَ رَبِّكَ  يُسَبِّحُونَ لَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْأَمُونَ ۩
৩. সূরা আন্-নাজম আয়াত - ৬২
فَاسْجُدُوا لِلهِ وَاعْبُدُوا ۩
৪.সূরা আল-আলাক্ব আয়াত - ১৯
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩

যে ১০টি আয়াতের  শেষে সিজদাহ করা মুস্তাহাব সেগুলো হলোঃ
১. সূরা আল-আরাফ আয়াত - ২০৬
إِنَّ الَّذِينَ عِندَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَيُسَبِّحُونَهُ وَلَهُ يَسْجُدُونَ ۩
২. সূরা আর-রাদ্ব আয়াত - ১৫
وَلِلهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُم بِالْغُدُوِّ وَالْآصَالِ ۩
৩. সূরা আন-নাহল্ আয়াত - ৪৯
يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ۩

৪. সূরা বানী-ইসরাঈল আয়াত - ১০৭
قُلْ آمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا ۚ إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِن قَبْلِهِ إِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا۩
৫. সূরা মারিয়াম আয়াত - ৫৮
إِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَٰنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا ۩
৬. সূরা হাজ্জ্ব আয়াত - ১৮
أَلَمْ تَرَ أَنَّ اللهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ ۗ وَمَن يُهِنِ اللهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ اللهَ يَفْعَلُ مَا يَشَاءُ ۩
৭. সূরা আল-ফুরকান আয়াত - ৬০
وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَٰنِ قَالُوا وَمَا الرَّحْمَٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا ۩
৮. সূরা আন-নামল আয়াত - ২৬
أَلَّا يَسْجُدُوا لِلَهِ الَّذِي يُخْرِجُ الْخَبْءَ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَعْلَمُ مَا  تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ  ⃝ اللَهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ۩
৯. সূরা আস্-সাদ আয়াত - ২৪
قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَىٰ نِعَاجِهِ ۖ وَإِنَّ كَثِيرًا مِّنَ الْخُلَطَاءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَّا هُمْ ۗ وَظَنَّ دَاوُودُ أَنَّمَا فَتَنَّاهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ ۩
১০. সূরা আল-ইনশিকক্ব আয়াত – ২১
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩

Top