গুনাহ মাফের সহজ আমল
ধীরে-সুস্থে সিজদাহ দিন, কারন নামাজের সিজদাহ গুনাহগারের গুনাহ মার্জনার মাধ্যম। সিজদাহ হল নামাজের সবচেয়ে মোহনীয় অংশ। কারণ মুছল্লী যখন সিজদা করে; তখন সে মহান মালিক রাব্বে যুল-জ্বালালের সবচেয়ে নিকটবর্তী হয়।
রাসূলে মাক্ববুল صلى الله عليه وآله وسلم ইরশাদ করেন : أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ “বান্দাহ তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে।” [সহিহ মুসলিম]
তাড়াহুড়া প্রবণ নামাজী সিজদাহর অসংখ্য ফায়েদা থেকে বঞ্চিত হয়। তন্মধ্যে একটি হল গুনাহ মাফের অফূরন্ত সুযোগ। তাই শান্তভাবে ধীরস্থিতার সাথে সিজদাহ দিন।
♦️রাসূলুল্লাহ صلى الله عليه وآله وسلم এর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু আনহু বলেন-
إن الرجل إذا صلى جمعت خطاياه في رأسه فإذا سجد الرجل تحاتت عنه خطاياه كما تحات ورق الشجر -
“একজন লোক যখন সালাতে দন্ডায়মান হয় তখন তার গুনাহসমূহ মাথার উপরে জমা হয়ে যায়। যখন সে সিজদাহ করে, গুনাহসমূহ এমনভাবে ঝরে যায় যেভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।” সুবহানাল্লাহ!
[মুসনাদে ইবনুল জা’দ- হাদিস নং-৫৪৮, জামেউল আহাদিস-হাদিস নং-৩৭৯২৬]