গুনাহ মাফের সহজ আমল

ধীরে-সুস্থে সিজদাহ দিন, কারন নামাজের সিজদাহ গুনাহগারের গুনাহ মার্জনার মাধ্যম। সিজদাহ হল নামাজের সবচেয়ে মোহনীয় অংশ। কারণ মুছল্লী যখন সিজদা করে; তখন সে মহান মালিক রাব্বে যুল-জ্বালালের সবচেয়ে নিকটবর্তী হয়।

রাসূলে মাক্ববুল صلى الله عليه وآله وسلم ইরশাদ করেন :  أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ “বান্দাহ তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে।” [সহিহ মুসলিম]

তাড়াহুড়া প্রবণ নামাজী সিজদাহর অসংখ্য ফায়েদা থেকে বঞ্চিত হয়। তন্মধ্যে একটি হল গুনাহ মাফের অফূরন্ত সুযোগ। তাই শান্তভাবে ধীরস্থিতার সাথে সিজদাহ দিন।

️রাসূলুল্লাহ صلى الله عليه وآله وسلم এর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু আনহু বলেন-
إن الرجل إذا صلى جمعت خطاياه في رأسه فإذا سجد الرجل تحاتت عنه خطاياه كما تحات ورق الشجر -
“একজন লোক যখন সালাতে দন্ডায়মান হয় তখন তার গুনাহসমূহ মাথার উপরে জমা হয়ে যায়। যখন সে সিজদাহ করে, গুনাহসমূহ এমনভাবে ঝরে যায় যেভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।” সুবহানাল্লাহ!
[মুসনাদে ইবনুল জা’দ- হাদিস নং-৫৪৮, জামেউল আহাদিস-হাদিস নং-৩৭৯২৬]

Top