ওলামা-ই কেরাম বলেছেনঃ-
১/ যার নিকট এ নকশা মুবারক থাকবে সে যালিমদের যুলম, শয়তানদের অনিষ্ট এবং হিংসুকদের যখমকারী দৃষ্টি থেকে মুক্ত থাকবে।
২/ গর্ভবতী নারী প্রসব-বেদনার সময় যদি তা আপন ডান হাতে নেয়, তবে সহজে সন্তান প্রসব করবে।
৩/ যে সব সময় সাথে রাখবে সে আল্লাহর কৃপাদৃষ্টিতে সম্মানিত থাকবে।
৪/ রওযা-ই মুক্বাদ্দাসের যিয়ারতের সৌভাগ্য লাভ করবে;কিংবা স্বপ্নে হুযূর আক্বদাস ﷺ-এর সাক্ষাত পেয়ে ধন্য হবে।
৫/ যে সৈন্যদলের মধ্যে থাকবে ওই দল পলায়ন করবে না।
৬/ যে কাফেলায় থাকবে তা লুণ্ঠিত হবে না।
৭/ যে নৌযানে থাকবে তা ডুববে না।
৮/ যে মালের মধ্যে থাকবে তা চুরি হবে না।
৯/ যে প্রয়োজনে সেটাকে ওসীলা বা মাধ্যম করা হবে তা পূরণ হবে।
১০/ যে উদ্দেশ্যেই সেটা কাছে রাখবে,তা হাসিল হবে।
১১/ ব্যাথা ও রোগাক্রান্ত স্থানে রাখার ফলে তা থেজে শেফা(আরোগ্য) লাভ হয়েছে।
১২/ যেসব মারাত্মক বিপাদাপদে সেটার ওসীলা গ্রহণ করা হয়েছে, সেগুলো থেকে নাজাত ও সাফল্যের রাস্তা খুলে গেছে।
এ প্রসঙ্গে বুযুর্গদের আরো বহু ঘটনাও ওলামা-ই কেরামের বর্ণনা রয়েছে।
[আল-আনওয়ার ফী আ-দাবিল আ-সারঃ পৃষ্ঠা:-২৮-২৯, মুবারকপুর থেকে মুদ্রিত ]
[ইরশাদাত-ই আ'লা হযরত;পৃ-৩৯]
বঙ্গানুবাদঃ মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান।
প্রচারে:- facebook.com/SunniAqidah
প্রকাশনায় : আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট
৩২১ দিদার মার্কেট, দেওয়ান বাজার, চট্টগ্রাম।
www.anjumantrust.org