♥ ️রাসূলে আকরাম নুরে মুজাছছাম মুহাম্মাদ মুস্তফা صلى الله عليه وآاله وسلم এর অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وآاله وسلم ইরশাদ ফরমান :-

مَا مِنْ عَبْدٍ بَاتَ طَاهِرًا إِلا بَاتَ فِي شِعَارِهِ مَلَكٌ كُلَّمَا تَقَلَّبَ مِنَ اللَّيْلِ سَاعَةً قَالَ الْمَلَكُ: اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ كَمَا بَاتَ طَاهِرًا.

“কোন বান্দা যদি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করে, তার পার্শ্বে একজন ফেরেশতাও রাত্রি যাপন করেন। যখনই ঐ বান্দা (ঘুমন্ত অবস্থায়) পার্শ্ব পরিবর্তন করে বা গড়াগড়ি দেয় তখনই ঐ ফেরেশতা দোয়া করে এই বলে, ‘হে আল্লাহ! তুমি তোমার এই বান্দাহকে ক্ষমা করো যেহেতু সে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করছে।”

[মু’জামুল কাবীর- ইমাম তাবারানী- হাদিস নং-১৩৪৪৬]

Top