গুনাহ মাফের সহজ আমল

سبحان الله والحمد لله ولا إله الا الله والله أكبر, الحمد لله رب العالمين-

গুনাহগারের গুনাহ যতই হোক তা আল্লাহর রহমত দরিয়া অনতিক্রম্য। সীমাহিন দয়া-ক্ষমা ও করুনার সিন্ধু নিয়ে তিনি বান্দাহর জন্য সদা অপেক্ষমান। বরং

হাবিবে কিবরিয়া মুহাম্মাদ মুস্তফা আহমদ মুজতাবা صلى الله عليه وآله وسلم থেকে বর্ণিত, পরম করুণাময় আল্লাহ তায়ালা হাদিসে কুদসীতে ইরশাদ করেন :-

وإن أتاني يمشي أتيته هرولة

“বান্দা যদি হেঁটে হেঁটে আমার দিকে অগ্রসর হয়, আমি তার দিকে দ্রুতগতিতে এগিয়ে যাই।” [মুত্তাফাকুন আলাইহি]

একটি সংক্ষিপ্ত ও সহজ তাসবীহ। যা আপনার গুনাহ মাফের উছিলা হতে পারে।

♦️রাসূলুল্লাহ صلى الله عليه وآله وسلم এর দুইজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা ও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ صلى الله عليه وآله وسلم ইরশাদ ফরমান-
ان الله أصطفى من الكلام أربعا سبحان الله والحمد لله ولا إله الا الله والله أكبر فمن قال سبحان الله كتب الله له عشرين حسنة أو حط عنه عشرين سيئة ومن قال الله أكبر فمثل ذلك ومن قال لا إله الا الله فمثل ذلك ومن قال الحمد لله رب العالمين من قبل نفسه كتبت له ثلاثون حسنة وحط عنه ثلاثون سيئة -
“নিশ্চয়ই আল্লাহ তায়ালা চারটি কালাম বা বাক্য নির্বাচিত করেছেন। সেগুলো হল-
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার জন্য ২০টি সওয়াব লিপিবদ্ধ হবে, ২০টি গুনাহ মুছে দেয়া হবে। এমনিভাবে যে ‘আল্লাহু আকবার’ বলবে তার জন্যও অনুরূপ সওয়াব লিখিত হবে এবং গুনাহ মোচন করা হবে, যে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়বে তার জন্যও অনরূপ করা হবে। আর যে নিজ থেকে ‘আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন’ বলবে তার জন্য ৩০টি নেকী লিখিত হবে এবং ৩০টি গুনাহ মোচন করা হবে।”
[মুসনাদে আহমাদ বিন হাম্বল- হাদিস নং- ৭৯৯৯]

ধৈর্য্য ধরলে গুনাহ মাফ!

যে কোন বিপদে কিংবা সমস্যায় তা যত ক্ষুদ্রই হোক না কেন তাতে ধৈর্য্য ধরুন। এমনকি আপনার প্রাত্যহিক জীবনে চলাফেরা করতে গিয়ে সামান্য একটা কাঁটাও যদি পায়ে বিদ্ধ হয়, হাঁটতে গিয়ে কোন কিছুর সাথে উষ্ঠা খেলেন, হঠাৎ করে আপনার মোবাইলটা খুঁজে পাচ্ছেন না, আপনার ডান পকেটে টাকা রেখেছেন কিন্তু হাত দিয়ে দেখলেন পকেটে টাকা নেই, তাড়াতাড়ি বাম পকেটেও হাত দিয়ে দেখেন টাকাটা সেখানে, এই সামান্য সময়ের জন্যও আপনি যে চিন্তায় পতিত হলেন, কিংবা আপনার কাছে কোন দু:সংবাদ আসল, এমনকি এখন প্রচন্ড শীতের মৌসুমে আপনি হাড়কাঁপানো শীতে সমস্যায় পড়েছেন এমন যে কোন ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়েও যদি ‘সবর’ এখতিয়ার করতে পারেন তবে আপনার জন্য মুহাম্মাদ মুস্তফা صلى الله عليه وآله وسلم সুসংবাদ দিয়েছেন। 


♦️রাসূলে আকরাম, শাফীয়ে উমাম, নূরে মুজাছছাম আঁক্বা ও মাওলা তাজেদারে হারাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وآله وسلم এর প্রিয় সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলে নূরুন আলা নূর صلى الله عليه وآله وسلم ইরশাদ ফরমান :-

ما من مسلم يصيبه أذى شوكة فما فوقها إلا كفر الله بها سيآته كما تحط الشجرة ورقها

“কোন মুসলমান যদি (ক্ষুদ্র) কাঁটার আঘাতে কিংবা তার চাইতেও অতি ক্ষুদ্র বিষয়ে কষ্ট পায় এর বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়ে দেন যেভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।”

[সহিহ বুখারী- হাদিস নং- ৫৩২৪]


Top