গুনাহর অথৈ সমুদ্রে ডুবন্ত আমরা।দুনিয়া ও আখেরাতে সমস্ত দুঃখ-দুর্দশার মূল কারণ হল গুনাহ। তীব্র শীত-অসহ্য গরম, ভূমিকম্প, মাটিধ্বস, ঝড়-তুফান, মহামারি, নতুন নতুন রোগ ইত্যাদি গযব আমাদের গুনাহের কারণেই। গুনাহ থেকে তওবা করা আবশ্যক। সেই সাথে এমন কিছু সহজ আমল ও আজকার শিখে নেই যা পড়া এবং আমল করা সহজ এর দ্বারা আবার গুনাহও মাফ হয়ে যায়।
হাদিস ১ :
হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ইরশাদ করেন,
এই পৃথিবীর কেউ (ঈমান সহকারে) নিম্নোক্ত কালিমা পড়বে এটা তার গুনাহসমূহের জন্য কাফফারা স্বরূপ হবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনারাশি পরিমানও হয়! (সুবহানাল্লাহ)
আর কালিমাটি হল:-
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّه
"লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।"
Reference :
★ সুনানে তিরিমিজি- হাদিস নং-৩৪৬০
হাদিস ২ :
আবদুল্লাহ ইবনু 'আমর (রাঃ) থেকে বর্নিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেনঃ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ السَّهْمِيُّ، عَنْ حَاتِمِ بْنِ أَبِي صَغِيرَةَ، عَنْ أَبِي بَلْجٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا عَلَى الأَرْضِ أَحَدٌ يَقُولُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ . إِلاَّ كُفِّرَتْ عَنْهُ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي بَلْجٍ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ وَأَبُو بَلْجٍ اسْمُهُ يَحْيَى بْنُ أَبِي سُلَيْمٍ وَيُقَالُ أَيْضًا يَحْيَى بْنُ سُلَيْمٍ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حَاتِمِ بْنِ أَبِي صَغِيرَةَ، عَنْ أَبِي بَلْجٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَحَاتِمٌ يُكْنَى أَبَا يُونُسَ الْقُشَيْرِيَّ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بَلْجٍ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ .
পৃথিবীর বক্ষে যে লোকই বলে,
“আল্লাহু তা'আলা ব্যতীত কোন মা'বূদ নেই, আল্লাহ সুমহান।
খারাপকে রোধ করা এবং কল্যাণকে লাভ করার শক্তি আল্লাহ তা'আলা ছাড়া অন্য কারো নেই।"
তার অপরাধগুলো মাফ করা হয়, যদিও তা সাগরের ফেনারাশির ন্যায় (বেশি) হয়।
Reference :
★ তা’লীকুর রাগীব (হাঃ ২/২৪৯)। (হাসান)
★ জামে' আত-তিরমিজি, হাদিস নং ৩৪৬০
হাদিসের মান: হাসান হাদিস
হাদিস ৩ :
যারা চায় তাদের গুনাহ মাফ হোক! নিম্নের সহজ তাসবীহটি দিনে একশ’ বার পড়ুন। একসাথে কষ্ট হলে প্রতি নামাজের পর ২০ বার করে পড়ুন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ صلى الله عليه وآله وسلم ইরশাদ করেন-
مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِى يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
যে ব্যক্তি سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ অর্থাৎ "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী"
এই তাসবীহ দিনে একশ বার পাঠ করবে তার গুনাহসমূহ ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়। (সুবহানাল্লাহ)
Reference :
★ সহিহ মুসলিম-হাদিস নং-৭০১৮