একনজরে আলা হযরত
(1) আলা হযরত ইংরেজি 1856 সালে 14 জুন শনিবারের দিন জন্মগ্রহণ করেন ।
(2) আলা হযরত 1921 সালে 28 অক্টোবর জুম্মার দিন 68 বছর বয়সে দুপুর দুটো 38 মিনিটে এন্তেকাল করেন ।
(3) তাঁর পিতার নাম মুফতী নাকি আলী খান
(4) তাঁর পিতামহের নাম মুফতী রেজা আলী খান ।
(5) আলা হজরত মাত্র চার বছর বয়সে দেখে দেখে কোরআন শরীফ পড়া সমাপ্ত করেন ।
(6) আলা হযরত মাত্র 6 বছর বয়সে নবী দিবস উপলক্ষে এক বিশাল জনসভায় দীর্ঘক্ষন বক্তব্য রাখেন ।
(7) আলা হযরত মাত্র আট বছর বয়সে আরবী ব্যাকরণ এর বিখ্যাত কিতাব হেদায়াতুন্নাহু এর আরবীতে ব্যাখ্যা লিখেন ।
(8) আলা হযরত মাত্র 14 বছর বয়সে ফারাগাত লাভ করেন ।
(9) আলা হযরত 1877 খ্রীষ্টাব্দে প্রথম হজ আদায় করেন ।
(10) আলা হযরত মাত্র 30 দিনের মধ্যে কোরআন শরীফ মুখস্থ করেছিলেন ।
(11) আলা হযরত 1875 খ্রিস্টাব্দে বিবাহ করেন ।
(12) আলা হযরত মক্কা শরীফে থাকাকালীন মোট 160 কেজি যমযম পানি পান করেন ।
(13) আলা হযরত মক্কা শরীফে পৌনে তিন মাস অবস্থান করেন ।
(14) আলা হযরত 1322 হিজরীতে দারুল উলুম মানযারে ইসলাম প্রতিষ্ঠা করেন ।
(15) আলা হযরত একশ কুড়িটি বিদ্যার অধিকারী ছিলেন ।
(16) আলা হযরত 1911 সালে কোরআন শরীফের অনুবাদ কানযুল ঈমান প্রণয়ন করেন।
(17) আলা হযরত কাবা শরীফে সাম্মানিক ইমামতি করেন ।
(18) আলা হযরতের মক্কা শরীফ ও মদীনা শরীফে মোট 35 জন খলিফা ও শিষ্য ছিলেন।
(19) আলা হযরতের অখন্ড ভারতে মোট 66 জন খলিফা ছিলেন ।
(20) আলা হযরত কমবেশি দেড় হাজার কিতাব লিখেন ।
(21) আলা হযরত জাগ্রত অবস্থায় আল্লাহর রাসূলকে স্বশরীরে দেখেন ।
(22) প্রতি বছর সফর চাঁদের 23 24 ও 25 তারিখ আলা হযরতের উরস মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে ।
(রাদিয়াল্লাহু তা'আলা আনহু )

Top