০১. আউজু বিল্লাহি মিনাশ শাইতানির
রাজিম।
[অর্থঃ বিতারিত শয়তানের হাত
থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা
করছি।]

০২. বিসমিল্লাহির রহমানির রাহিম।
[অর্থঃ পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর
নামে আরম্ভ করছি।]

০৩. রাব্বানা আ’তিনা ফিদ্দুনিয়া
হাছানাতাঁও ওয়াফিল আখিরাতি
হাছানাতাঁও ওয়াক্বিনা
আজাবান্নার।
[অর্থঃ হে আল্লাহ্ তুমি আমাকে
ইহকালীন যাবতীয় সুখ-শান্তি ও
পরকালীন যাবতীয় সুখ-শান্তি প্রদান
কর। আর দোজখের আগুন থেকে আমাকে
রক্ষা কর।]

০৪. মাতা-পিতার জন্য সন্তানের
দোয়াঃ রাব্বির হামহুমা কামা
রাব্বা ঈয়ানী সাগিরা। (সূরা বণী
ইসরাইল, আয়াতঃ ২৩-২৫)
[অর্থঃ হে আল্লাহ্ আমার মাতা-
পিতার প্রতি আপনি সেই ভাবে সদয়
হউন, তাঁরা শৈশবে আমাকে যেমন
স্নেহ-মমতা দিয়ে লালন-পালন
করেছেন।]

০৫. ঈমানের সাথে মৃত্যু বরণ করার
দোয়াঃ রাব্বানা লা’তুযিগ কুলুবানা
বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা
মিল্লাদুনকা রাহমাতান, ইন্নাকা
আনতাল ওয়াহাব। (সুরা আল ইমরান,
আয়াতঃ ০৮)
[অর্থঃ হে আমাদের পালনকর্তা, সরলপথ
প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র
করে দিওনা এবং তুমি আমাদের প্রতি
করুনা কর, তুমিই মহান দাতা।]

০৬. ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার
দোয়াঃ রাব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির্লানা
ওয়াতার হামনা লানা কুনান্না
মিনাল খা’সিরিন।
[অর্থঃ হে আল্লাহ্, আমি আমার
নিজের উপর জুলুম করে ফেলেছি। এখন
তুমি যদি ক্ষমা ও রহম না কর, তাহলে
আমি ধ্বংস হয়ে যাব।]

০৭. গুনাহ্ মাফের দোয়াঃ রাব্বানা
ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির
আন্না সাইয়্যিআতিনা ওয়া
তাওয়াফ্ফানা মায়াল আবরার। (সূরা
আল ইমরান, আয়াতঃ ১৯৩)
[অর্থঃ হে আমাদের পালনকর্তা,
আমাদের গুনাহসমূহ মাফ করে দাও,
আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও
এবং আমাদের নেক লোকদের সাহচার্য
দান কর।]

০৮. স্বামী-স্ত্রী-সন্তানদের জন্য
দোয়াঃ রাব্বানা হাবলানা মিন
আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা
কুররাতা আইইনিও ওয়াজ আলনা লিল
মুত্তাক্বিনা ইমামা। (সূরা আল ফুরকান,
আয়াতঃ ৭৪)
[অর্থঃ হে আমাদের পালনকর্তা,
আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান-
সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান কর
এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা
বানাও।]

০৯. ঈমান ঠিক রাখার আমলঃ ইয়া
মুক্বাল্লিবাল কুলুবি ছাব্বিত ক্বালবি
আলা দ্বীনিকা।
[অর্থঃ হে মনের গতি পরিবর্তনকারী,
আমার মনকে সত্য দ্বীনের উপর অবিচল রাখুন।]

১০. সন্তানদের প্রতি মাতা-পিতার
দোয়া ও মাতা-পিতার জন্য সন্তানদের
দোয়াঃ রাব্বিজ আলনী মুতিমাছ
ছালাতি ওয়ামিন জুররি ইয়াতি,
রাব্বানা ওয়াতাকাব্বাল দুয়া,
রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালি
দাইয়া ওয়ালিল মু’মিনিনা ইয়াওয়া
ইয়াকুমুল হিসাব। (সূরা ইব্রাহিম,
আয়াতঃ ৪০-৪১)
[অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে
নামাজ কায়েমকারী বানাও আর
আমার সন্তানদের মধ্য থেকেও। হে
আল্লাহ্ আমার দোয়া কবুল করে নাও।
হে আল্লাহ্ আমাকে ও আমার মাতা-
পিতাকে আর সকল ঈমানদার লোকদের
সেদিন ক্ষমা করে দিও, যেদিন হিসাব
কার্যকর হবে।]

১১. নেক সন্তানদের জন্য দোয়াঃ
রাব্বি হাবলি মিনাস সালেহীন।
[অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে
নেককার সৎ-কর্মশীল সন্তান দান কর।]

১২. অবাধ্য সন্তান বাধ্য করার দোয়াঃ
ওয়াছলিহলি ফী যুররিইয়াতি, ইন্নি
তুবতু ইলাইকা, ওয়া ইন্নি মিনাল
মুসলিমীন। (সূরা আহকাফ, আয়াতঃ ১৫)
[অর্থঃ আমার জন্য আমার সন্তানদের
মধ্যে প্রীতি দান কর, অবশ্যই আমি
তোমারই দিকে ফিরিতেছি এবং
অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভূক্ত।]

১৩. সকল মুসলমানদের জন্য দোয়াঃ
আল্লাহুম্মাগ ফিরলী ওয়ালিল
মু’মিনিনা ওয়াল মু’মিনাতি, ওয়াল
মুসলিমিনা ওয়াল মুসলিমাতি।
[অর্থঃ হে আল্লাহ্ তুমি আমার ও সমস্ত
মু’মিন নর-নারীর এবং সমস্ত মুসলমান পুরুষ
ও স্ত্রীলোকের পাপ সমূহ মোচন করে
দাও।]

১৪. কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার
দোয়াঃ রাব্বানাগ ফিরলানা
যুনুবানা ওয়া ইসরাফানা ফী আমরিনা
ওয়া ছাব্বিত আক্কদামানা ওয়ানছুরনা
আলাল কাওমিল ক্বাফিরীন। (সূরা আল
ইমরান, আয়াতঃ ১৪৭)
[অর্থঃ হে আমাদের পালনকর্তা,
আমাদের গুনাহ এবং কোন কাজের
সীমা লঙ্ঘনকে তুমি ক্ষমা কর, আমাদের
ঈমান দৃঢ় রাখ এবং কাফেরদের বিরুদ্ধে
আমাদের বিজয়ী কর।]

১৫. ক্ষমা ও রহমতের দোয়াঃ রাব্বিগ
ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর
রাহিমীন।
[অর্থঃ হে আল্লাহ্, আমাকে ক্ষমা করে
দাও, আর আমার প্রতি রহম কর, তুমিই তো
উত্তম দয়ালু।]

Top