অনুবাদকঃ Masum Billah Sunny
Source : www.ahlus-sunnah.com


হাদিস # 1 

আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস (রা।) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন: 
‘যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে তখন তোমরা তাই বলো যা মুয়াজ্জিন বলবে। অতঃপর (যখন আযান শেষ হবে) তোমরা আমি নবীর প্রতি (দো’আ করার পূর্বে) দরুদ পাঠ করো, যে ব্যক্তি আমার উপর ১ বার দুরুদ পাঠ করবে আল্লাহ তার জন্য ১০টি নেকী (কল্যাণ) দান করবেন। 
। তারপর আমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করো যেন তিনি "উসীলা" মঞ্জুর করেন । এটি জান্নাতের একটি অবস্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে কাউকে দেয়া হয় নাই এবং আমি অত্যন্ত আশা করছি যে আমিই সেই বান্দা হতে পারব। যে ব্যক্তি আমার "উসীলার" জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে, তার জন্য সুপারিশ/শাফায়াত নিশ্চিত।


References
►Muslim, as-Saheeh, b. of salat (prayer) ch.7 (1: 288-9 # 384)
►Abu Dawood, Sunan, b. of salāt (prayer) 1: 144 (# 523)
►Tirmidhi, al-Jami‘-us-saheeh, b. of manaqib (virtues and merits of the Prophet and his companions) ch.1 (5: 586-7 # 3614)
►Nasai Sunan, b. of adhān (the call to prayer) 2: 25-6
►Ahmad bin Hambal, Musnad (2:168)
►Ibn Khuzaymah, as-Saheeh, 1: 219 (# 418)
►Muhammad Khateeb Tabraizi, Mishkat-ul-Masabeeh, b. of salat (prayer) ch.5 (1: 215 # 657)
►Husayn bin Masood Baghawi, Sharh-us-sunnah, 2: 284-5 (# 421)
►Ala’-ud-Din ‘Ali, Kanz-ul-‘Ummal, 7: 700 (# 20998)

হাদীস # 2 

ফাদালাহ ইবনে উবাইদ (রাঃ) থেকে বর্নিত,  রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

তোমরা যখন প্রার্থনা কর, বসো এবং আল্লাহর উপযুক্ত প্রশংসা করো অতঃপর আমার উপর দুরুদ প্রেরণ করেন, তারপর তাঁর কাছে আকুতি-বিনতি কর। "


Reference


►Tirmidhi related in al-Jai‘-us-saheeh, b. of da‘awat (supplications) ch.65 (5: 516 # 3476) and graded it hasan (fair)
 

হাদীস # 3 

একবার উমর ইবনে খাত্তাব (رضي الله عنه) তাঁর সম্প্রদায়কে বলল, দুআ স্বর্গ এবং পৃথিবীর মধ্যে থেকে থেমে যায়, এবং এর কিছুই উপরে পৌছাঁয় না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবীর প্রতি দুরুদ পাঠ করে থাক। "

Reference

►Tirmidhi related in al-Jami‘-us-saheeh, b. of salat (prayer) ch.352 (2: 356 # 486). Hadith #4



হাদীস # 4

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

যে আমার উপর একবার দুরুদ প্রেরণ করে , আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করেন এবং তার দশটি পাপ মোচন করেন এবং তার মর্যাদা দশটি স্তরে উন্নীত করেন।


Reference 

►Nasi, Sunan, b. of sahw (unintentional mistake), 3: 50; Ahmad bin Hambal, Musnad, 3: 102 & 261; Muhammad Hakim, al-Mustadrak, 1:550, and Dhahabi also graded it saheeh (sound).



হাদীস # 5 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে আমার উপর একবার দুরুদ পরে, আল্লাহ তাকে দশবার রহমত দান করেন। 



Reference 

►Muslim, as-Saheeh, b. of salat (prayer) ch. 17 (1: 251 # 408).


হাদীস # 6 

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

কেয়ামতের দিন সে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, যে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ প্রেরণ করবে। 

Reference 

►Transmitted by Tirmidhi in his Sunan, b. of salāt (prayer), ch. 352 (2: 354 # 484)

►Bukhari, at-Tireekh-ul-kabeer, (5: 177 # 559)
►Baghawi, Sharh-us-sunnah, (3: 197 # 686)
►Muhammad Khateeb Tabraizi, Mishkat-ul-masabeeh, b. of salāt (prayer), ch. 16 (1: 278 # 923)
►Dhahabi, Meezan-ul-i‘tidal fi naqd-ir-rijal, (4: 228 # 8945).

হাদিস # 7 

আবু তালহা (রাঃ) তাঁর পিতার কাছে এটিকে বর্ণনা করেছেন: 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আকাশের দিকে তাকিয়ে বললেন, "জিবরাইল (আঃ) আমার কাছে এসে বললেন," (আপনার পালনকর্তা বলছেন) "(ইয়া) মুহাম্মাদ (সাঃ) ! এটা কি আপনাকে আনন্দিত করে না যে, আপনার উম্মতের মধ্যে একজন আপনার উপর দুরুদ প্রেরণ করবে এবং আমি তার জন্য দশবার রহমত বর্ষন করব আর আপনার উম্মতের মধ্যে একজন আপনার কাছে সালাম (শান্তির প্রার্থনা) প্রেরণ করবে এবং আমি তার জন্য দশবার সালাম (শান্তি) প্রেরণ করব।

Reference

►Nasai, Sunan, b. of sahw (unintentional mistake), 3: 50.



হাদীস # 8

ইবনে ওয়াহাব (রা) বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে কেউ আমাকে দশবার সালাম প্রেরণ করে, সে যেন একজন দাসকে মুক্তি দেয়।" 



Reference

►Qadi ‘Iyad, ash-Shifa, 2:653




হাদীস # 9

"পৃথিবীতে ফেরেশতা নিযুক্ত আছেন যারা,  আমার উম্মাহর প্রেরণকৃত দুরুদ আমার নিকট পৌঁছে দেয়।"



Reference

►Nasai, Sunan, b. of sahw (unintentional mistake) 3:43

►Sulayman bin Ahmed Tabarani, al-Mu‘jam-ul-kabeer, (10: 219-20 # 10528-9)
►Ahmad bin Husayn Bayhaqi, Shu‘ab-ul-iman, (2: 218 # 1582).

হাদীস # 10

"আমার উপর তোমরা দুরুদ প্রেরণ কর, কারণ তোমরা যেখানেই থাকো না কেন আমার নিকট তোমাদের দুরুদ পৌঁছে দেয়া হয়।"

Reference


►Abu Dawood, Sunan, b. of manasik (rituals of hajj) (2: 218 # 2042)
►‘Ali bin Abu Bakr Haythami, Majma‘-uz-zawa’id, 2: 247



হাদিস # 11

"যে আমার আমার রওজার পাশে গিয়ে আমার উপর দুরুদ পড়ে, আমি তাকে শুনতে পাই এবং যে আমার উপর দূর থেকে দুরুদ প্রেরণ করে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয়।"


Reference


►Ahmad bin Husayn Bayhaqī, Shu‘ab-ul-īmān, (2: 218 # 1583) 

►‘Ala’-ud-Din ‘Alī, Kanz-ul-‘ummal, (1: 498 # 15835)



হাদীস # 12

আবদুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: জিবব্রাইল (আঃ) এর সাথে সাক্ষাত হলে তিনি আমাকে বললেন, আমি আপনাকে এমন সুসংবাদ দিচ্ছি যে, আল্লাহ বলেছেন, "যে আপনার জন্য শান্তি প্রার্থনা করবে, আমি তার জন্য শান্তি চাই, যে আপনার উপর দুরুদ প্রেরণ করে, আমি তার জন্য রহমত প্রেরণ করি। "


References 


►Muhammad Hakim transmitted it in al-Mustadrak (1:222-3) and Dhahabi also confirmed it 

►Bayhaqi in Sunan-ul-kubra (2:371 & 9:286) 
►Qadi ‘Iyad in ash-Shifa, 2:650. 

হাদীস # 13


আমির ইবনে রাবিয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কোন ব্যক্তি যতক্ষন পর্যন্ত আমার উপর দুরুদ প্রেরণ করবে, ততক্ষন পর্যন্ত ফেরেশতারা তার উপর রহমত প্রার্থনা অব্যাহত রাখবেন।

তাই (আল্লাহর) বান্দাগন এবার চাহে তা বেশি করে করুক অথবা কমিয়ে দিক (এটা তাদের ইচ্ছা)। "

References 


►Ibn Majah, Sunan, b. of iqamat-us-salat was-sunnah fiha (establishing prayer and its sunnahs) ch.25 (1:294#907) 

►Ahmad bin Hambal, Musnad (3:445) 
►Husayn bin Masood Baghawi, Sharh-us-sunnah (3:198#688) 
►Qadi ‘Iyad, ash-Shifa (2:651) 
























Top