প্রশ্ন : হাদিসে কোন কোন রঙের পাগরি পড়ার ব্যাপারে আছে?
Ans By MASUM BILLAH SUNNY
♥ হুজুর ﷺ-এর দুটি পাগড়ী মোবারক ছিল। যাকে সাহাব বলা হত। তাছাড়া হুজুর ﷺ -এর আর একটি কালো পাগড়ী ছিল, যাহা পরিহিত অবস্থায় তিনি সাহাবায় কেরামকে নসিহতবাণী পেশ করতেন।
♥ সবুজ পাগরী পরাও সুন্নত : বোখারী শরীফের বর্ণনায় পাওয়া যায় : হুজুর ﷺ-এর একটি সবুজ পাগড়ী ছিল, যাহা হুজুর ﷺ -কে আবসিনিয়ার বাদশাহ্ নাজ্জাশী উপঢৌকন হিসেবে হাদিয়া দিয়াছিলেন।
(মাদারে জুন নবুয়্যাত’ ৮ম খন্ড, পৃষ্ঠা নং ২৯১)
♥ সুলাইমান ইবনে আবী আব্দুল্লাহ (রাঃ) বর্ণনা করেন যে,
আমি প্রথম যুগের মুহাজ্জিরিন গনকে দেখেছি তারা কালো, সাদা, লাল এবং সবুজ রঙের এর পুরো পাগড়ি পরা ছিল।
[আল-মুসান্নাফ ইবনে আবি শায়বা (6/48) : হাদিস 25489]
আমি প্রথম যুগের মুহাজ্জিরিন গনকে দেখেছি তারা কালো, সাদা, লাল এবং সবুজ রঙের এর পুরো পাগড়ি পরা ছিল।
[আল-মুসান্নাফ ইবনে আবি শায়বা (6/48) : হাদিস 25489]
★ বুখারী, মুসলিম শরীফে কালো পাগরি সম্পর্কে অনেক হাদিস এসেছে।
♥ আতা বিন রাবাহ (রাঃ) থেকে বর্নিত,
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মাথায় সাদা পাগরি বেঁধেছেন (অথবা আব্দুর রহমান বিন আউফ (রাঃ)।
★ মিশকাতঃ 377 পৃঃ এবং
★ ইমাম বায়হাকিঃ শুয়াবুল ইমান।
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মাথায় সাদা পাগরি বেঁধেছেন (অথবা আব্দুর রহমান বিন আউফ (রাঃ)।
★ মিশকাতঃ 377 পৃঃ এবং
★ ইমাম বায়হাকিঃ শুয়াবুল ইমান।