কাউছার হচ্ছে একটি জান্নাতি ঝর্ণা বা প্রস্রবন। অতএব জান্নাত   থেকেই   কাউছারের  উৎপত্তি।   কাউছার  যখন  নদী  বা   ঝর্ণা    অর্থে   ব্যবহৃত     হবে  তখন  এ  ব্যাপারে  কারো কোন দ্বিমত নেই  যে, ইহা  জান্নাতেই    অবস্থিত। যেমন তাফসিরে জালালাইন এ বর্ণিত হয়েছে- الكوثر هو  نهر فى  الجنة   অর্থ  কাউছার হচ্ছে  জান্নাতে অবস্থিত  একটি নহর বা ঝর্ণা।

ইমাম বুখারি   হযরত  আনাস রাদিয়াল্লাহু আনহু   থেকে  একটি হাদিস বর্ণনা করেন-

عن  انس عن  النبى صلى الله  عليه  وسلم   قال    بينما انا  اسير  فى الجنة اذا انا    بنهر- حافتاه   قباب الدر  المجوف  قلت ما هذا يا جبريل قال هذا الكوثر الذى اعطاك ربك فاذا طينه اوطيبه مسك اذفر-

অর্থ:       নবী     করিম     সাল্লাল্লাহু     আলাইহি     ওয়াসাল্লাম বলেছেন-    আমি    (মিরাজ    রজনীতে)    জান্নাতে    ভ্রমণ  করছিলাম   এমন   সময়   একটি   নদীর   তীরে   উপস্থিত  হলাম। যার উভয় পার্শ্বে মণিমুক্তা খঁচিত বালাখানাসমূহ বিদ্যমান।   আমি   জিজ্ঞাসা  করলাম   হে   জিব্রাইল   ইহা কি?  তিনি  বললেন  ইহা  হচ্ছে   কাউছার,   যা   আপনার প্রভূ আপনাকে প্রদান  করেছেন।  উহার  সুগন্ধি  মেশক  আম্বরের চেয়েও অধিক। (বুখারি)

উক্ত হাদিসের ব্যাখ্যায় মিশকাত শরীফের ৪৮৭ পৃষ্ঠায় পার্শ্বটীকায় বর্ণিত হয়েছে-  هو نهر  فى الجنة ينفجر منه جميع   انهارها অর্থ: কাউছার    হচ্ছে, জান্নাতে  অবস্থিত একটি   নহর     বা   ঝর্ণা।    ইহা    থেকেই   সমস্ত   নদ-নদী প্রবাহিত।

Top