ইবনে কাইয়ুম আল জুওযিয়্যার ফতোয়া
==============
ইবনে       তাইমিয়ার      শাগরিদ     ইবনে      কাইয়ুম     আল  জুওযিয়্যাহ স্বীয় ‘মাদারিজুস সালিকীন’ গ্রন্থে খুব সুন্দর একটি ফতোয়া  প্রদান করেছেন।  নিম্নে তা  প্রদান করা হল-

واجمع المسلمون على ان الكافر اذا قال لا اله الا الله محمد رسول الله فقد دخل فى الاسلام- وشهد شهادة الحق-  ولم يتوقف اسلامه  على لفظ الشهادة-    وانه  قد دخل فى  قوله حتى يشهدوا ان لا اله الا الله وفى لفظ  اخر  حتى  يقولو لا اله  الا  الله   فدل على ان مجرد قولهم   لا اله  الا  الله شهادة  منهم-

অর্থ: এ   ব্যাপারে  সমস্ত মুসলমানগণ   ঐকমত্য পোষণ করেছেন  যে,  যখন    কোন   কাফির    ব্যক্তি   বলবে,  ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ তখন সে ইসলাম ধর্মে  দাখিল    হয়ে  যাবে।  এবং  এটাই  তার  শাহাদাতে হক্ব হয়ে যাবে। তার ইসলাম গ্রহণ শুধুমাত্র শাহাদতের শব্দের      মধ্যে      সীমাবদ্ধ      নয়।       যেমন      রাসূলেপাক  সাল্লাল্লাহু     আলাইহি     ওয়াসাল্লাম     এর     হাদিসে     এক বর্ণনায়  এসেছে  শাহাদত  শব্দ    সহকারে।   যেমন   حتى يشهدوا ان لا اله الا الله  অর্থ: তারা যেন স্বাক্ষ্য দেয় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ আবার অন্য  বর্ণনায় এসেছে  শাহাদত শব্দ ব্যতিরেখে।  حتى يقولوا لا اله الا الله যেমন অর্থাৎ তারা যেন বলে ‘লা ইলাহা ইল্লাল্লাহ।

অতএব ইহাই    প্রমাণিত হল যে, শাহাদত  শব্দ ব্যতীত শুধুমাত্র  কালিমার  বাক্য     দ্বারাই  তাদের  স্বাক্ষ্য  প্রদান   হয়ে   যাবে।    (মাদারিজুস    সালেকীন,   ৩য়    খ-     ৪৫২  পৃষ্ঠা)

Top