কাউসার শব্দের অর্থ ও ব্যাখ্যা
كوثر 
শব্দটি فوعل এর ওজনে مبالغه  এর ছিগা। শব্দটি 
الكثرة   মূল  ধাতু   থেকে   উৎকলিত।  এর   অর্থ   হলো অত্যধিক,    অফুরন্ত,   অসীম  প্রভৃতি।  সূরা   কাউছারের  ব্যাখ্যায় মুফাসসিরীনে কেরাম লিখেছেন- কাউছার অর্থ হল    নবীজির    উচ্চ    মর্যাদা,    অগণিত   উম্মত,   অফুরন্ত নিয়ামত,  খতমে  নবুয়ত, অসংখ্য  কল্যাণ, কোরআনুল কারীম,   শাফায়াতে  উজমা, আলে  আওলাদ,  উম্মতের আলেমগণ, পাঁচ ওয়াক্ত    নামায, নবীজির   শান-মানের অধিক  চর্চা  ও আবে   কাউছার  প্রভৃতি।  নিম্নে বিস্তারিত বর্ণনা প্রদত্ত হলো- 

তাফসিরে জালালাইন শরীফে উল্লেখিত আছে- 
الكوثر  الخير   الكثير   من   النبوة   والقران  والشفاعة  ونحوها 

অর্থ:    কাউছার   হল    অফুরন্ত   কল্যাণ।   যেমন   নবুয়ত, কুরআন এবং শাফায়াত ইত্যাদি। 

মিশকত    শরীফের      ৪৮৭    পৃষ্ঠায়    পাশ্বটীকায়    বর্ণিত হয়েছে- 
ويفسر  بالخير   الكثير  المفرط  من  العلم   والعمل   وشرف الدارين     والنهر     المذكور    من     جزئياته    وفى    القاموس الكوثر الكثير من كل شئ- 

অর্থ:  কাউছার  শব্দের    অর্থ   হচ্ছে  অফুরন্ত  কল্যাণ,   যা ইলিম  আমল  উভয়     জগতের     মর্যাদা     বা    হাদিসে   বর্ণিত     ঝর্ণা ইত্যাদি   বিষয়কে অন্তর্ভুক্ত করে। ‘কামুস’ গ্রন্থে বর্ণিত হয়েছে- প্রত্যেক  বিষয়ে আধিক্যতাই হচ্ছে কাউছার। 

যেমন    হযরত    আব্দুল্লাহ    ইবনে    আব্বাস    রাদিয়াল্লাহু  আনহু থেকে বর্ণিত হাদিস- 

عن ابن   عباس رضى الله تعالى   عنه قال الكوثر  الخير الكثير الذى  اعطاه  الله  اياه- قال ابو بشر قلت    لسعيد ان    اناسا  يزعمون  انه  نهر   فى  الجنة  فقال  سعيد-  النهر الذى فى الجنة من الخير الذى اعطاه الله اياه- (بخارى) 

অর্থ: হযরত ইবনে আব্বাস  রাদিয়াল্লাহু    আনহু বলেন- কাউছার   হল  অফুরন্ত কল্যাণ, যা আল্লাহ  তায়ালা তাঁর  প্রিয় হাবিবকে প্রদান করেছেন।  বর্ণনাকারী আবু বিশর বলেন, আমি সাঈদ বিন জুবাইরকে  জিজ্ঞাসা  করলাম, মানুষতো  মনে করেন কাউছার হচ্ছে জান্নাতে অবস্থিত  একটি  নদী  বা    ঝর্ণা।  তখন  সাঈদ    বললেন  জান্নাতে  অবস্থিত     ঝর্ণাটি    অফুরন্ত   কল্যাণসমূহের   একটি।    যা আল্লাহ তায়ালা তাঁর নবীকে প্রদান করেছেন। 

যেমন তাফসিরে জালালাইন শরীফে বলা হয়েছে- 
الكوثر هو نهر فى الجنة او هو حوضه ترد عليه امته- 

অর্থ  কাউছার  হচ্ছে  জান্নাতে   অবস্থিত  একটি  ঝর্ণা   বা নদী।   অথবা  হাউজ  হল   কাউছার।  যার   প্রতি  উম্মতে মুহাম্মদীদেরকে প্রেরণ করা হবে।৪ 

মিশকাত      শরীফের    ৪৮৭    পৃষ্ঠায়   পাশ্বটীকায়   বর্ণিত হয়েছে- 
هو  نهر فى الجنة  ينفجر منه   جميع  انهارها-  وقيل   هو اولاده واتباعه او علماء امته وهو ايضا من افراده- 

অর্থ: কাউছার হচ্ছে জান্নাতে অবস্থিত একটি নদী। ইহা হচ্ছে    সমস্ত    নদী   বা     ঝর্ণাসমূহের    মূল   উৎস।   কেউ বলেছেন কাউছার হল রাসূলেপাক সাল্লাল্লাহু  আলাইহি  ওয়াসাল্লাম  এর সন্তান    এবং অনুসারীগণ।  অথবা তাঁর উম্মতের     উলামাগণ,   অথবা  কাউছার  দ্বারা   উম্মতের  সংখ্যা ও বুঝায়।  

এ   প্রসঙ্গে   হযরত    আনাস     রাদিয়াল্লাহু    আনহু   থেকে বর্ণিত হাদিসখানা দেখুন- 

عن  انس عن النبى صلى الله    عليه   وسلم قال  بينما   انا  اسير   فى  الجنة  اذا   انا  بنهر  حافتاه  قباب  الدر  المجوف قلت ما هذا    يا    جبريل-  قال  هذا الكوثر الذى  اعطاك ربك فاذا طينه او طيبه مسك اذفر- (بخارى) 

অর্থ:   হযরত  আনাস   রাদিয়াল্লাহু  আনহু   থেকে  বর্ণিত, নবী    করিম  সাল্লাল্লাহু  আলাইহি  ওয়াসাল্লাম  বলেছেন- আমি   জান্নাতে  ভ্রমণ  করছিলাম,      এমন  সময়   একটি নদীর      তীরে     উপস্থিত     হলাম।      যার      উভয়       পার্শ্বে মণি-মুক্তা খচিত প্রাসাদসমূহ বিদ্যমান। আমি  বললাম  হে    জিব্রাইল     ইহা    কী?      তিনি    বললেন     ইহা     হচ্ছে কাউছার।  যা আল্লাহপাক  আপনাকে   প্রদান করেছেন। ইহার সুঘ্রাণ মেশ্ক আম্বরের চেয়ে অধিক। (বুখারি)

Top