আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীমদয়ালু আল্লাহ সুবাহানু তাআলা তার পেয়ারে নূরময় হাবীবশাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার মূর্শীদ কেবলা দয়াল মোখলেছ সাই এর সরণে...
" প্রসঙ্গ মাযার শরীফ কবর এর মধ্যে আকাশ পাতালব্যবধান "
প্রথমে একটি কথা বলথেচায় আমরা শেষ নবীর উম্মত হিসেবে ৭৩ টি দলে উপদলে পরিণত হয়ে নিজেদের দ্বারাকে বজায় রাখার জন্য মরিয়াহয়ে উঠেছি কেউ মাযার শরীফ যিয়ারত কে পূজা বলে চালিয়ে দিচ্ছি বুঝেনা বুঝে আবারকেউ কবর পূজাবলে ফতোয়া দিচ্ছি কিন্তু প্রকৃত ইসলামকি এটাই বলছেআসূন দেখি কোরান হাদীস কি বলে..(আল্লাহর পথে যারাশহীদ হয় তাদেরতোমরা মৃত বল না বরং তারাজীবিত তবে তা তোমরা উপলব্ধি করতেপারো না) {সূরা বাকারা-১৫৪} কোরানের এই একটিআয়াত কি আপনাদের মনে প্রশ্ন জাগেনা যেখানে আল্লাহ নিজেইবলছেন আল্লাহর পথে যারা শহীদ হয় তারা জীবীত.. তাদেরদেহ মোবারক পর্যন্ত মাটির জন্যহারাম করে দেওয়াহয়েছে আল্লাহর পক্ষথেকে.. ইবনে মাযাহ আবু দাউদশরীফে তা উল্লেখ করা আছে
মাযার কি..? মাযার একটি পবিত্র স্থান যেখানে যারা আল্লাহ রাসূলের প্রেমে নিজেকে দুনিয়ামুখী থেকে সড়িয়ে সর্বক্ষন খোদার প্রেমে মগ্নহয়ে আল্লাহর পথে মৃত্যু বরণ করেছেন তাদের উফাত স্থানকেই মাযার বলা হয়..আর কবর কি..? যেখানে মানুষের দেহেরকোন অস্তিত্যই থাকেনা মানুষের দেহ সেখানে মাটি এক মহুর্তে ভক্ষণ করে নিয়ে নেয় হাড় ছাড়া কিছুই খুজেপাওয়া যায়না পক্ষান্তরে মাযার শরীফে শত শত যুগ পরেওওনাদের দেহ যে অবস্থায় ছিল সে অবস্থায় পাওয়া যায়….আশাকরি বুঝতে পেরেছেন মাযার শরীফ আর কবরের মধ্যে আকাশপাতাল ব্যবধান কেননামৃত মানুষের জন্যকবর জীবীত মানুষের জন্য নয়  সেটা আল্লাহ পাক নিজেই পাক কোরানে ঘোষণা করেছেন আমি অধম কি বলব আর এবং ইসলামে কবপ পূজা নিষেধ..অজ্ঞ কিছু ভাইয়েরা মুসলিম শরীফের একটিহাদিস পেশ করেনসমস্ত মাযার শরিফভেঙ্গে ফেলার জন্যতাগিদ দেন তা নাকি আবার রাসূল(সা:)আদেশ করেছেন সেটা মাওলা আলী(রা:)কে আপনিএই হাদীস খানাপরে দেখবেন কাদেরমাযার ভাঙ্গতে বলা হয়েছে আর কাদেরটা রাখতে বলা হয়েছে সেখানে শুধুহাদিসটি উল্লেখ করা আছে বাট হাদীসের ব্যখ্যা নাই এই হাদীসের ব্যখ্যা ফতহুলবারীর ২য় খনড ২৬ পৃষ্ঠায় বলা আছে রাসূল (সা:)আদেশ করেছিলেন মাওলা আলীকে তুমি ঔই সব কবর ধবংসনা করে ছাড়বেনা যেগুলো কাফের মুশরিক মুনাফেকদের কবর আশ্চর্যের ব্যাপার হলোকাফের মুশরিকদের হাদীস গুলো মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছেএটা কি কোনএকটি চক্রান্তু না প্রশ্ন করুন নিজেরবিবেক কে আরেকটি জিনিস খেয়াল পৃথিবীতে যত নবী রাসূলআম্বিয়াকেরাম গণ এসেছেন তাদের প্রত্যেকরি মাযার শরীফ আছে যেমনআদম (:)দাউদ(:)ইব্রাহিম (:)আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা:)ওনারপ্রিয় সাহাবীগণ ওনার সাথে শায়িত আছেনএবং শেষে ঈসা(:) আসবেন রাসূল (সা:)ওনার সাথেরওযা হবেন এবং সেই সূত্র ধরে রাসূল (সা:)ওনারপরে গাউসে আযম মঈনুদ্দিন চিশতী (রা:)এবং অসংখ্য ওলি আওলিয়ার মাযার শরীফেরয়েছে বিশ্বের বিভিন্ন যায়গায় যা পরম শ্রদ্ধার স্থান হিসেবে বিপদগামী মানুষ তাদেরকে উছিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে তৃপ্তি পায় আল্লাহ তার প্রিয় বান্দার উছিলায় বিপদগামী মানুষকে বিপদমুক্ত করেন অতচ আমরাআল্লাহর সেই বন্ধুদের শানে কতই না বেয়াদবী করি তারাযদি আল্লাহর কাছেএকবার ফরিয়াদ করে আমরা ধবংসে পরিণতহব এগুলি আমরাবুঝেও বুঝি না কারণ আমরা সঠিকলোকের মাধ্যমের কারণে পথভ্রষ্ঠ হয়ে রয়েছিআল্লাহ আপনি তাদেরকে আপনার বন্ধুর পথে চলার তৌফিক দান করুন আমিন..প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকাশরীফ

Top