আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীমদয়ালু আল্লাহ সুবাহানু তাআলা ও তার পেয়ারে নূরময় হাবীবশাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদাহুজুর আক্তার উদ্দিন শাহ ও আমারমূর্শীদ কেবলা দয়ালমোখলেছ সাই এর সরণে...
(প্রসঙ্গ ২য় খলিফা হতে ইমামআযমের হাদীস বর্ণনার সনদ)
লিখতে গেলে আমি অধমেরজীবন ফুরিয়ে যাবেকিন্তু ইমামে আযমেরজুতা মোবারাকের ধুলির পরিমান ও লিখতেপারবোনা আল্লাহ সুবাহানু তাআলা তাকে এত ইলম দান করেছেন.ইমামে আযম যে ইসলামের ২য় খলিফাহযরত উমর (রা:)থেকে যে হাদীসবর্ণনা করেছেন তা সংক্ষেপে আমি আলোচনা করব
ইসলামের ২য় খলিফা থেকেইমামে আযম ২ টি ভিন্ন পদ্ধতিতে হাদীস রচনা করেছেন
১ম পদ্ধতি : ইমামে আযম আবু হানিফা আবু সালেহ বিন আব্দুল্লাহ থেকে তিনি হযরতআব্দুল্লাহ বিন ওমর থেকে তিনি হযরতওমর বিন খাতাবথেকে.
১ম পদ্ধতির ছক:-হযরতআব্দুল্লাহ বিন ওমর+সালেম বিন আব্দুল্লাহ বিন ওমর+ইমামেআযম আবু হানিফা
১ম পদ্ধতির তাহকীক বা যাচাই:-ইমাম আবু হানীফা হযরত ফারুকআযমের নাতি হযরতসালেম ইবনে আব্দুল্লাহ (ওফাত-১০৬হি:)এর সরাসরি শিষ্য ছিলেন.তার মাধ্যমে তিনিহযরত ওমর ফারুক(রা:)থেকে হাদীসশিক্ষা গ্রহন করেন.হযরত সালেম নিজ পিতা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ব্যতীত নিম্নোক্ত সাহাবায়ে কেরাম থেকেও হাদীস গ্রহণকরেছেন যেমন-হযরতআবু হুরাইরা (রা:)থেকে হযরত আবু আযুব আনসারী (রা:)থেকে হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনযির (রা:)থেকেহযরত রাফে ইবনেখদীজ (রা:)থেকেএবং উম্মুল মুমিনীন মা আয়শা সিদ্দীকা (রা:)থেকে ও হাদীস গ্রহণ করেছেন-সুবহানাল্লাহ
২য় পদ্ধতি : ইমামে আযম আবু হানীফা হযরতযায়দ বিন আসলামথেকে তিনি হযরতওমরের মওলা আসলামথেকে তিনি হযরতওমর বিন থাত্তাব থেকে
২য় পদ্ধতির ছক : হযরতআসলাম মাওলা ওমর+যায়দ বিন আসলাম+ইমামে আযম আবু হানিফা
২য় পদ্ধতির তাহকীক বা যাচাই:-হযরত যায়দ(ওফাত-১৩৬ হি:)এর পিতা আসলামতিনি হযরত ওমর ফারুক (রা:)থেকেহাদীস বর্ণনা করতেনসে কথাকে ইমামমুসলিম ও ইবনেহিব্বানের মত প্রখ্যাত মুহাদ্দিস গণ বর্ণনা করেছেন. হাদীসের প্রসিদ্ধ ইমাম, ইমাম ইবনেহাতেম, ইমাম ইবনেহিব্বান, ইমাম যাহাবী ইমাম সূয়ুতী হযরতযায়দের আলোচনা করতেগিয়ে বলেন, তিনিনিম্নোক্ত সাহাবায়ে কেরাম থেকে হাদীস সংগ্রহ করেছেন যেমন-নিজ পিতা হযরত আসলাম(রা:)থেকে হযরতআব্দুল্লাহ ইবনে ওমর(রা:)থেকে হযরতআনাস ইবনে মালেক(রা:)থেকে হযরতজাবের ইবনে আব্দুল্লাহ (রা:)থেকে এবং উম্মুল মুমিনীন মা আয়শা সিদ্দীকা (রা:)থেকে ও হাদীসগ্রহণ করেছেন-সুবহানাল্লাহ
আশাকরি সম্মানীত পাঠকগণ একটুহলেও ইমামে আযমেরকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি যা অনেক বাতিলদের শায়েস্তা করারজন্য এই পোষ্ট গুলি যত্নে তুলেরাখবেন আশাকরি আল্লাহ হাফেজ-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ
সূত্র-
মিযযী-তাহযীবুল কমাল-১৬/৫৫৭
যাহাবী-সিয়ারু আলামিন নুবালা-৫/৭১
মুফেত-মানাবিকুল ইমাম আযম আবী হানীফা-১/৫০
করদরী-মানকিবুল ইমাম আযম আবী হানীফা-১/৮৬
মিযযী-তাহযীবুল কমাল-১০/১৪৬
হাসকাফী-মুসনাদুল ইমাম আযম পৃষ্ঠা-১৮৯ নং হা:-৩৮৭
সালেহী-উকদুল জিমান ফি মানকিবুল ইমাম আযম আবী হানীফা-৭২ পৃ:
মুসলিম-আল কুনা ওয়ালআসমাহ-১/২৭৭-হা: নং-৭২
ইবনে হিব্বান-আস সেকাত-৪/৪৫
মূল সূত্র-সাহাবা ও আহলে বায়ত থেকেহাদীস বর্ণনা-শায়খুল ইসলাম ড: তাহেরুল কাদরী।