আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীমদয়ালু আল্লাহ সুবাহানু তাআলা তার পেয়ারে নূরময় হাবীবশাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদাহুজুর আক্তার উদ্দিন শাহ আমারমূর্শীদ কেবলা দয়ালমোখলেছ সাই এর সরণে...
 (প্রসঙ্গ রাসূল(সা:)ওনার প্রস্রাব মোবারক পূতপবিত্র ছিল)
আজকালআমাদের দেশে কিছুকাঠ মোল্লারা এবংতাদের অনুসারীরা বলেরাসূল (সা:)ওনারপ্রস্রাব মোবারক নাপাকআর উঠের প্রস্রাব পাকযদিও উঠের প্রস্রাবের ব্যাপারে হাদীসটি সচরাচরকিন্তু রাসূল (সা:)ওনার প্রস্রাব যেপাক পবিত্র সেটাসেই মোল্লারা মানতেনারাজ আর পবিত্রতার হাদীসটি তারাইচ্ছে করেই প্রকাশকরেনা আসলে তাররহস্য কি.? অথচতারা বলে রাসূল(সা:)ওনার অনুসারী প্রত্যেক সাহাবায়ে কেরামথেকে শুরু করেমাযহাবের ইমামগণ মুজতাহিদগণ তারাপ্রত্যেকেই ওনার প্রস্রাব মোবারককে পূতপবিত্র বলে সম্বোধন করছেন.সবচেয়ে মজারব্যপার হলো সহীহহাদীসে বর্ণিত আছেরাসূল (সা:)একরাতে ঘুম থেকেউঠে প্রস্রাবের পাত্রেপ্রস্রাব করে আবারঘুমিয়ে পড়েন তখনকারএক সাহাবী সেইরাতে তার পানিরতৃষ্ণা পেয়ে ভুলকরে সে রাসূল(সা:)ওনার প্রসাবমোবারক পান করেফেলেন সকালে উঠেতা রাসূল (সা:)ওনার কাছেব্যক্ত করেন সরদারেআলম মুহাম্মদ (সা:)তা শুনেমুচকি হাসলেন আরবললেন তোমার পেটেরব্যথা চিরদিনের জন্যনিবারণ হয়ে গেলোতার মানে সেইসাহাবীর জীবনে পেটেরঅসূখ আর হয়নি-সুবাহানাল্লাহ.এইহাদীস ছাড়া আরো হাদীসে আছেরাসূল (সা:)যেখানেপ্রস্রাব পায়খানা মোবারক করতেমাটি তা সাথেসাথে বিদীর্ণ করেদিত তার মানেমাঠি তা নিজেইভক্ষণ করে নিতোআর সেই মাটিখেকে এক সুগন্ধছড়াতো যা প্রত্যক্ষ্য ভাবেএক সাহাবী সেখানেগিয়ে তা পর্যবেক্ষণ করেছেন.এখন আপনারাই বিচারকরেন যার কারণেএই দুনিয়া সূষ্টিযার কারণে এইউঠ সৃষ্টি সেইউটের প্রস্রাব যদিপাক হতে পারেআর আমার রাসূল(সা:)ওনার প্রস্রাব কিকরে নাপাক হয়প্রশ্ন রাখলাম বিবেকবাণ ভাইদেরকাছে..? আর আমিআপনাদের সামনে বিশ্ববিখ্যাত শায়খ মুহাদ্দেস দেহলভী(:)নিজ রচিতহাদীসের কিতাব থেকেদলিল দিলাম এবংসাথে অনেক উলামায়ে কেরামফকিহগণের ফতোয়া দিলামযা দেখে আপনারাঅতি সহজেই বুঝতেপারবেন আমার রাসূল(সা:)ওনার প্রস্রাব মোবারক পূতপবিত্র ছিলো এবংসেই প্রস্রাব মোবারক পানকরার কারণে রোগদুরীভুত হয়-সুবাহানাল্লাহ..

নিম্নবর্ণিত আলেমগণ মত পোষণ করেথাকেন যথা-
- হাফেজ ইবনে হাজারআসকালানী রহঃ- ফাতহুলবারী-/২৭২।
- আল্লামা বদরুদ্দীন আইনীরহঃ, উমদাতুল কারী-/৩৫।
- ইমাম নববী রহঃ,শরহে মুহাজ্জাব-/২৩৪।
- মোল্লা আলী কারীরহঃ, জমউল ওসায়েলশুরুস শামায়েল-/২।
- হাফেজ জালালুদ্দীন সুয়ুতীরহঃ, খাসায়েলে কুবরা-/৭১।
- আল্লামা ইবনে আবেদীনশামী রহঃ, ফাতাওয়ায়ে শামী-/৩১৮।
- নিহায়াতুল মুহতাজ প্রণেতা-/২৪২।
-মুগনিয়ুল মুহতাজ-/৭৯।
-শায়েখ মুহাম্মদ আব্দুলহক মুহাদ্দেসে দেহলবী, মাদারেজুন নবুওত-/৪৩।প্রমুখ
পরিশেষে আমি টুকুই বলতেচাই যারা রাসূল(সা:)ওনার প্রস্রাব মোবারক নাপাকবলে অভিহিত করেতারা আমার রাসূল(সা:)ওনার শানেবেয়াদবী করে আরইসলামের এই লেবাশধরে রাসূল (সা:)ওনার শানেবেয়াদবী করে তাদেরস্থান কি হবেআল্লাহ রাব্বুল আলামিনই ভালজানেন তাই সবাইকেঅনুরোধ করছি নাবুঝে কোন কিছুবলা থেকে বিরতথাকুন-আল্লাহ আমিন-প্রচারে-মোখলেছিয়া সূন্নীখানকা শরীফ

Top