আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীমদয়ালু আল্লাহ সুবাহানু তাআলা তার পেয়ারে নূরময় হাবীবশাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার মূর্শীদ কেবলা দয়াল মোখলেছ সাই এর সরণে...
" প্রসঙ্গ রাসূল (সা:) কি আমাদের মত মানুষ ছিলেন "
আমরা আমাদের সারা বিশ্বে দিন দিন ইসলামবেড়েই চলেছে সেই সাথে সাথে নামধারী মুসলিম বেড়েইচলেছে শুধু আরবীকিছু শিখেই টিভিতে বসে মসজিদে ঘুড়েঘুড়ে ফতোয়া দিচ্ছি রাসূল তো আমাদের মত মানূস ওনি খাবার খেয়েছেন সংসারকরেছেন ঘুমিয়েছেন ব্যবসা করেছেন সন্তানাদি নিয়েছেন প্রস্রাব পায়খানা ইত্যাদি এখন প্রশ্ন হলো জীবরাঈল (:) তো বুহবার মানুষ রুপে নবী করীম (সা:)ওনারকাছে এসেছেন এবং বিভিন্ন প্রশ্ন করেছেন তাই বলে কি জীবরাঈল (:)মানুষহয়ে গেছেন আরেকটি হাদীসে আছে জীবরাঈল (:)ওনার ৭০০০০ বছর আগে রাসূল (সা:) হাকীকতে সৃষ্টি আর আমি আর আপনিওনাকে মানুষ হিসেবে সাব্যস্ত করার জন্যউঠে পড়ে লেগিছি কোরানে কারীম খোজকরলে পাওয়া যায় আল্লাহ মানুষদেরকে ইনসান বলে ডাক দিয়েছেন কিন্তু কোন নবী রাসূলগণকে ইনসান বলেননাই বাশার বলে সম্বোধন করেছেন কিন্তু আমরা নির্বোধ রাসূল (সা:) কে আমাদের মত মানুষ হিসেবে সাব্যস্ত করার চেষ্ঠা করে যাচ্ছি..কিছুনির্বোধ লোকেরা কোরানে কারীমে ১১ টি আয়াত আছে পুরোকোরানে সেই আয়াতগুলি দিয়ে তারা প্রমান করতে চায় রাসূল(সা:)ওনি আমাদের মত মানূষ কিন্তু হাদীস শরীফ কি বলে দেখুন..হযরতআব্দুল্লাহ্ ইবনে আমর(রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু) হতে বর্ণিত তিনিবলেন, প্রিয়নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদকরেন, “আমি তোমাদের কারোমত নই (বুখারী /২৬৩ আবূ দাউদ/১৩৭)
হযরত আব্দুল্লাহ ইবনে উমর(রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু) হতে বর্ণিত তিনিবলেন, হুযূর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদকরেন, “নিশ্চয়ই আমি তোমাদের অনুরূপ নই(বুখারী /২৬৩, ফতহুলবারী /১৬৪)
হযরত আবূ সাঈদ খুদুরী (রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু) হতে বর্ণিত তিনিবলেন, রাসুলে কারীম(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, “নিশ্চয়ই আমি আকৃতিগতভাবে তোমাদের মত নই (বুখারী /২৬৩, ফতহুল বারী/১৬৫)
হযরত আবূ হুরায়রা(রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, হুযুর রাহমাতুল্লিল আলামীন (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, “তোমাদের মধ্যে আমারঅনুরূপ কে রয়েছে?” (বুখারী /২৬৩, ফতহুল বারী /১৬৭),
এখন বলুন রাসূল (সা:) ওনি নিজেই বলে গেছেন আকৃতিভাবে আমি তোমাদের মত নই কিন্তু আফসোস আমরারাসূল (সা:)ওনারশানে বেয়াদবী করে আবার ওনার উম্মতদাবী করে আসছি হলো আমাদের বর্থমান ইসলাম পাঠকগণ হাদীস শরীফ খুজলেপাওয়া যায় রাসূল(সা:)ওনার সমস্তদেহ নূর দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ তাকে যার কারণেওনার পবিত্র দেহেরছায়া মোবারক জমীনেপরেনি দেখূন হাদীসশরীফ..() প্রসঙ্গে বিখ্যাত মুহাদ্দিস আল্লামা হাকীম তিরমীযি রহমাতুল্লাহি আলাইহি বর্ননা করেন--
অর্থ: নিশ্চয়ই সূর্য চাঁদের আলোতে হুজুরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারছায়া মুবারক দেখাযেত না"
দলীল-
নাওয়াদেরুল উছুল
() ইমামুল মুহাদ্দিসিন, ফক্বীউল মিল্লাত, আল্লামা হযরত মুল্লা আলী ক্বারী রহমাতুল্লাহি আলাইহি আরেকটি সনদে হাদীসশরীফ বর্ননা করেন-
অর্থ: হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু থেকেবর্নিত, তিনি বলেন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছায়া মুবারক ছিলো না, এবং সূর্যের আলোতেও কখনোউনার ছায়া পড়তোনা আরো বর্নিত আছে, উনার নূর সূর্যের আলোকে অতিক্রম করে যেত আর বাতির আলোতেও কখনোউনার ছায়া মুবারক পড়তো না কেননা, উনার আলো বাতিরআলোকেও ছাড়িয়ে যেত"

দলীল-
জামউল ওয়াসিল ফি শরহে শামায়িল ২১৭ পৃষ্ঠা

() প্রখ্যাত আলেমে দ্বীন, হাফিজে হাদীস, রঈসুল মুহাদ্দিসিন, হযরত জালালুদ্দীন সূয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন-
অর্থ: হযরত হাকীম তিরমীযি রহমাতুল্লাহি আলাইহি " নাওয়াদিরুল উছুল" নামক কিতাবে জাকওয়ান থেকে বর্ননা করেন, নিশ্চয়ই সূর্য চাঁদের আলোতেও রসূলেপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারছায়া মুবারক দেখাযেত না"
দলীল-
খাছায়েছুল কুবরা ১ম খন্ড ১২২ পৃষ্ঠা
() বিখ্যাত আলেমেদ্বীন, শায়খুল উলামা, মুহাদ্দিস , আল্লামা ইব্রাহিম বেজরী রহমাতুল্লাহি আলাইহি বলেন--অর্থ: হযরত ইবনেআব্বাস রদ্বিয়াল্লাহু আনহু থেকেবর্নিত, তিনি বলেন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছায়া মুবারক ছিলো না, এবং সূর্যের আলোতেও কখনোউনার ছায়া পড়তোনা আরো বর্নিত আছে, উনার নূর সূর্যের আলোকে অতিক্রম করে যেত আর বাতির আলোতেও কখনোউনার ছায়া মুবারক পড়তো না কেননা, উনার আলো বাতিরআলোকেও ছাড়িয়ে যেত"

দলীল-
আল মাওয়াহেবুল লাদুন্নিয়া আলা শামায়েলে মুহম্মদীয়া ১০৫ পৃষ্ঠা
আশাকরি পাঠকগণ ইনসান আর বাশারের পার্থ্ক্য কিছুটা হলেও বুঝেছেন তাই আসূন আমরা কোরান হাদীস সঠিকভাবে বুঝে তাফসীর পড়ে রাসূল(সা:)ওনারশানে কথা বলি কোরানের সঠিক মর্ম না বুজেকোন কথা বলা থেকে বিরত থাকিআল্লাহ যেন আমাদের সিরাতাল মুস্তাকিম বা সরল পথে চলারতৌফিক দান করেনআমিন-প্রচার-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ

Top