আসসলামু আলাইকুম
শরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবাহানু তাআলা ও তার পেয়ারে হাবীব আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দয়াল মোখলেছ সাই এর সরণে...
" (প্রসঙ্গ কদমবুচি করা রাসূল (সা:) ওনার খাশ সুন্নত)"
লেখার প্রথমে একটি কথা মনে পড়ে গেল ভুল হলে মাফ করবেন আজকাল মানুষ মনে করে বায়ু ছাড়লো বুঝি পায়খানা করে দিলো...আসলে না বুঝে দেখে না দেখেও অনেক কিছুইবলে ফেলে আসলেএত যে তার ক্ষতি হচ্ছে সেটাসে বুঝেনা আমি এক রওযায় গেলামগিয়ে ওনার পা মোবারকের পাশে কিছুক্ষন বসলাম আর আল্লাহু আল্লাহু মনে মনে যপলামযপার পর আমি মাথা নিচু করে নিচে চুম্বন করলামএকজন দেখেই বলল কি মামা ছি ছি তুই মাযারকে সেজদা করলিআসলে আমি কি করলাম আর সে কি বলল...এ নিয়ে আমাদের সমাজেঅনেক নামধারী মোল্লারা শির্ক শির্ক বলে চিল্রাতে থাকে আর বলে বেদাত বেদাত...কিন্তু তাদের কেন এই অনিহা...মূলততারাই হলো ইসলামের দুশমন...যদিও নামধারী আলেমওরফে তারা জালেম...আমি তাদেরকে আমারএই লেখায় এবং হাদীস শরীফ দিয়েপ্রমান করতে চাই মাথা নথ করলেইসেজদা হয়না..এটাকেকদমবুচি বলা হয় যা ১৪০০ বছর থেকেই এ পর্যন্ত এসে পৌছেচে এবং ভবিষ্যতে চলবে ইনশাল্লাহ..
কদমবুচি করা রাসূল (সা:)ওনার খাশ সূন্নত অতচ এটাকে বেদাতবলে চালিয়ে দিচ্ছি আমরা..কিছু অর্থের লোভে...আসূন আমরা হাদীস শরীফ দেখিকি বলে হাদীসশরীফ--হযরত যোরারাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু যিনি আবদুলকায়েস গোত্রের প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, আমরাযখন মদীনা শরীফেআগমন করলাম, তখন আমাদের বাহন হতে তাড়াতাড়ি নেমে পড়লাম এবং রাসূলে করীমসাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম এর হস্ত মুবারক এবং কদম মুবারক চুম্বন করলাম।{ইবেন মাযাহ}..এখন বলুন এই হাদীস কি আমি বানিয়ে লিখে ফেলেছি..নাকি এটা রাসূল(সা:)ওনার সুন্নত..?...জবাব দিবেন..?..পাঠকগন লক্ষ্য করুনএই হাদীস শরীফেওনি এসে রাসূল(সা:) ওনার পা মুবারকে চুম্বন করেছেন এতে কি উনি মাথা নথ করেননাই অবশ্যই করেছেন যা আমরা ও করে থাকি তাহলেতখন শির্ক ছিলনাআর এখন টুপিআর দাড়ি লাগিয়ে চেচিয়ে বেড়ায় শির্কশির্ক মনে হয় শির্ক যেন ওর বাপের কেনা মাল ও বলল আর হয়ে গেল খবিশের দল লানত এদর উপর...আরো এরকম অনেক হাদীস আছে যার লাগবে বলবেন...কিন্তু অযতা বক বক করবেন না...পরিশেষে আমি এ টুকুই বলতে চাই রাসূল (সা:) যে কাজ গুলি করে গেছেন এবং কোরানে যেই সিরাতুল মোস্তাকিমের কথা বলা হয়েছ তা একমাত্র ওলি আওলিয়াদের পথ এটা ছাড়াআর কোন পথ খুজবেন তো খাল কেটে নিজের ঘড়ে নিজেই কুমীর ডেকেআনবেন আশা করি বুঝতে পেরেছেন-সবাইকে আল্লাহ সঠিকপথে চলার তৌফিকদান করুক আমিন-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ