আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীমদয়ালু আল্লাহ সুবাহানু তাআলা ও তার পেয়ারে নূরময় হাবীবশাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদাহুজুর আক্তার উদ্দিন শাহ ও আমারমূর্শীদ কেবলা দয়ালমোখলেছ সাই এর সরণে... (প্রসঙ্গ ওলী আওলিয়াদের দল/আহলে সুন্নাত ওয়াল জমাতই হলোজান্নাতী দল)
প্রথমে একটি কথা না বললেই নয় আমরাযেখানে খায় সেখানেই আবার থুথু মারিকথাটির কারণ যাদেরকারণে আজ আমরামূসলিম তাদের উপরইআজ ফতোয়া বাজীকরছি এবং তাদেরসহজ সরল পথ থেকে দুরে সরে গিয়ে ইসলাম থেকেখারিজ হচ্ছি.. আমি প্রথমে সেই ৪ তরীকার প্রধান ওলী বড়পীর আব্দুল কাদিরজিলানী (র:)খাজামঈনউদ্দিন চিশতী (র:)বাহা উদ্দিন নকশেবন্দীয়া (র:)এবং মোজাদ্দেদ আলফেসানী (র:)ওনাদের পরিচালিত তরীকায় আমাদের বাংলাদেশে ৩৬০ ওলীর সর্দার শাহজালাল (র:) শাহ পরান (র:)ওনাদের পরিচালিত পথ যদি আজ আমরা না পেতামতাহলে আজ আমাদের সবাইকে জয় মা কালী বলে মুর্তিতে পুজো দিতাম আর বলতাম হরে রাম হরে রাম কিন্তু আমরা মানুষ কতই না বেঈমান যাদেরকারণে আজ আমরামুসলিম পরিচয় দিতেপারি আজ বর্তমান যমানায় তাদরেকই আমরাঅমান্য করে চলিছিযার ফলে বিভিন্ন সময় আমরা গযবেপরিণত হচ্ছি যাক পাঠকগন এ টুকুকথা বললাম মনেরআক্ষেপে আমার লেখারমূল লক্ষ্য হলোকামেলে মোকাম্মেল ওলী আওলিয়াদের দলটাই যে জান্নাতী দল সেটাইপ্রকাশ করব ইনশল্লাহ..আল্লাহ পাক কোরানে সূরা ফাতেহায় বলেতেছেন আমি দুনিয়াতে কিছু লোক কে আমারঅনুগ্রহ দিয়ে রেখেছি আর তোমরা যারানাযাত পেতে চাও তাদেরকেই অনুসরণ করোতাহলে আখিরাতে নাযাতপাবে পাঠকগণ দেখেনআল্লাহ তাআলা নিজেইওলী আওলিয়াদের কে উদ্দেশ্য করে বলেছেন যে ব্যক্তি আমারওলীর সাথে বেয়াদবী করে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধঘোষনা করি এখন আপনারাই বুঝেন একজনওলীকে আল্লাহ সুবাহানু তাআলা ও রাসল(সা:) কতই না ভালবাসেন কোরানের সুরা ইউনূসের ৬২-৬৩ নং আয়াতে বলা আছে কিয়ামতের দিন ওলীগণ নূরের মিম্বরের উপর থাকবেন সুবাহানাল্লাহ আর রাসূল (সা:)হাদীসে বলেছেন পৃথিবীতে একটি দল সঠিক রাস্তায় থাকবে তাহলো ওলি আওলিয়াদের দল বা আহলে সূন্নাত ওয়ালজমাত কারন এই দলটি দ্বীনী ইলম বিষয়ে প্রতিপক্ষের উপর প্রভাবশালী এবং তারাইজান্নাতী বাকী ৭২ টি জাহান্নামী বা পথভ্রষ্ট যারা বলেনআমাদের কোন দল নেই আমরা শুধুমুসলিম এটা হলেইহবে না ভাই আপনার আকিদা ঠিক হতে হবে আর ওলি আওলিয়াদের আকিদা হলো আমার আল্লাহ রাসূলের আকিদা এবং তাদের কথায় আল্লাহ পাক কোরানে বলেছেন এবং হাদিসে আছে ওলীগন ও কেয়ামতের দিন সুপারিশ করবেনসুবাহানাল্লাহ…আর আহলেসুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট বা প্রধান প্রধান আকীদা গুলোহচ্ছে তারা আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন ১ লক্ষ্য বা মতান্তরে ২ লক্ষ্য ২৪ হাজার পয়গম্বরগণ সাহাবীগণ তাবেয়ী গণ তাবে তাবেঈন গণ ৪ খলীফা থেকেশুরু করে মুয়াবিয়া (রা:)সহ আহলেবায়াত ১২ ইমাম৪ ইমাম মুজতাহীদ ফকিহগণ হাদীস বিশারধ গণ ৪ তরীকার পীর গউস কুতুববিশ্ব ওলী আওলিয়া গণ এবং আশেকেরাসূল গণকে শরীয়ততরীকত হাকীকত ও মারফতের হুকুম নির্ধিদায় মেনে চলার জমাতটিকেই বলা হয় আহলেসুন্নাত ওয়াল জমাতআর এরাই হলেনজান্নাতী দল আহলেসূন্নাত ওয়াল জামাতের পক্ষে বিশিষ্ট জনদেরমতবাদ পেশ করলাম
১.বড়পীর আব্দুল কাদির জিলানী (র:)ওনি বলেন ৭৩ দলের মধ্যে জান্নাতী দল হইল কেবল আহলে সূন্নাত ওয়াল জমাত-দলিল-গুনিয়াত তালেবিন ১ খন্ড
২.হযরত দাতা গঞ্জেশ্বর (র:)বলেন রাসূল (সা:) হইতে বর্ণিত যে আমার উম্মতের মধ্য ৭৩ টি ফের্কা হবে তার মধ্যে ১টি ফের্কা সঠিক পথের মধ্যে থাকবে সেই ফের্কাটি হলো আহলে সুন্নাত ওযাল জমাত
হযরত মোল্লা আলী কারী উক্ত হাদীসের ব্যখ্যায় লিখেন ইহাতে সন্দেহ নেই উপরের হাদীসের মুক্তি প্রাপ্ত দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জমাত-দলিল-মিরকাত মরহে মিশকাত-২৪৮ পৃ:
৩.হযরত সৈয়দ আল্লামা তাহতাবী (র:)বলেন হে বিশ্বাসীগণ জান্নাতী দল বা আহলে সূন্নাত ওয়াল জমাতের সাথে থাকুন কারণ আল্লাহ তাআলা তাতে মদদ আছেন সুবাহানাল্লাহ
৪.হযরত শায়খ ইসমাঈল হক্কী (র:)বলেন আমাদের মোর্শেদ আমাদরে মৃতূ্র পূর্বে আহলে সূন্নাত ওয়াল জমাতের সাথে থাকার জন্য ওসীয়ত করেন সুবাহানাল্লাহ-দলিল-তাফসীর রুহুল বয়ান-৫ম খন্ড ১০১ পৃ:
৫.নকশে বন্দীয়া তরীকার ইমাম বলেন কেউ যদি ওলী হতে চায় তাহলে তাকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জমাতের আকিদা ভুক্ত হতে হবে সুবাহানাল্লাহ.পাঠকগণ এরকম অসংখ্য গুনীজনদের মতবাদ আছে লেখনী বড় হয়ে যাবে এ দিধায় এখানে লিখলাম না পরিশেষে কোরান হাদীস এবং ইজমা কেয়াস ও বিশিষ্ট জনের মতবাদ থেকে এটাই প্রমান হয় যে ওলি আওলিয়া বা আহলে সূন্নাত ওয়াল জমাত ই হলো সর্ববৃহত জমাত ও জান্নাতী বাকী ৭২ টি পথভ্রষ্ট..সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ--তাই আমি অধম আপনাদের কে অনুরোধ করছি আসুন আমরা সবাই যেন কামেলে মোকাম্মেল ওলীর নিকট বায়াত হয়ে শরীয়তের হুকুম আহকাম মেনে সিরাতাল মুস্তাকীমে চলার জন্য আল্লাহ রাসূলের কাছে প্রার্থনা করি আমিন আমিন আমিন-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ