আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীমদয়ালু আল্লাহ সুবাহানু তাআলা ও তার পেয়ারে নূরময় হাবীবশাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদাহুজুর আক্তার উদ্দিন শাহ ও আমারমূর্শীদ কেবলা দয়ালমোখলেছ সাই এর সরণে...
(প্রসঙ্গ সূরানামল ৮০ নং আয়াতের সঠিক তাফসীর)
পাঠকগণ কথায় আছে অল্পবিদ্যা এবং না বুঝে ফতোয়া দেওয়াখুবই ভয়ংকর আজকালফেইসবুকে দেখছি সূরানামলের ৮০ নং আয়াতটির অপব্যাখ্য করে মানুষকে কিছু গোমরাহী বুঝাচ্ছে যে রওযাশরীফে যারা আচে তারা সবাই মৃত নাউযুবিল্লাহ কত বড় বেয়াদব ও নবীজীর দুশমন হলে এ কথা বলা যায় আল্লাহ মাবুদ জানেনআল্লাহ সুবাহানু তাআলা পাক কোরানে এরশাদকরেছেন (আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের তোমরা মৃত বল না। বরং তারা জীবিত। তবে তা তোমরা উপলব্ধি করতে পারো না)। {সূরা বাকারা-১৫৪} কোরানের এই একটি আয়াত কি আপনাদের মনে প্রশ্ন জাগেনা যেখানে আল্লাহ নিজেই বলছেন আল্লাহর পথে যারা শহীদহয় তারা জীবীত.. তাদের দেহ মোবারক পর্যন্ত মাটির জন্যহারাম করে দেওয়াহয়েছে আল্লাহর পক্ষথেকে.. ইবনে মাযাহ ও আবু দাউদশরীফে তা উল্লেখ করা আছে।এখন আপনাদের কাছে আমি অধমেরপ্রশ্ন যারা এই আয়াত ও হাদীসের বিরোধিতা করেন তারাকি কোন নবীরউম্মত হতে পারেজবাব দিবেন দয়া করে..এবার আসি সূরা নামলের ৮০ নং আয়াত নিয়েএখানে বলা আছে মৃতদেরকে ও বধিদেরকে আপনি কোন কথা বা আহবানশুনাতে পারবেন না পাঠকগণ এখানে মৃত বা বধির বলতেজীবিত মানুষেকই বুঝানো হয়েছেকোন মৃত মানূষকে নয় কারণ মৃত মানুষকে কি আপনিউপদেশ দিতে পারবেন আরেকটু পরিষ্কার করি এই আয়াতটি কাফিরও মৃত অন্তরদের জন্য নাযিল হয়েছেএখানে রাসূল (সা:)যখন কোন কাফিরদের বুঝাতে বুঝাতে ব্যর্থ হয়েছেন তাকে কোনকিছুতে ইসলামের পথে আনা আর সম্ভবহচ্ছে না তখন আল্লাহ পাক বলেছেন যাদের অন্তুর মৃত তাদেরকে আপনি কোনকিছুতে আহবান করতেপারবেন না এখানেমৃত বলতে অন্তরসমুহ কে বুঝানো হয়েছেতাই সাবধান না জেনে শুনে কিছুবলা থেকে কারণকাফিরদের জন্য নাযিলকৃত আয়াত গুলি যদি কেউ মুসলিমদের উপর প্রয়োগ করে সে হাদীস মতে ইসলামথেকে খারিজ তাই আবারো বলছি সাবধান হউন সময় থাকতে-পরিশেষে আমি অধম এ টুকুই বলতেচায় দয়া করে কেউ না বুঝেকোন ফতোয়া দিবেননা কারণ আপনারদল ভারী করারজন্য যে কাজটিআপনি করছেন সেটিইআপনাকে পরকালে বিপদেফেলবে-আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিকদান করুক-আমিন-প্রচারে-মোখলেছিয়া সূণ্নী খানকা শরীফ