আসসলামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওবারাকাতুহ
শরু করছি পরম করুণাময় সেই প্রেমময় জাল্লে জালালু আহাদময় অসীমদয়ালু আল্লাহ সুবাহানু তাআলা ও তার পেয়ারে নূরময় হাবীবশাফেয়ীন মুজনেবিন রাহমাতালাল্লিল আলামিন আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা (সা:) উনার উপর দুরুদ পেশ করে এবং আমার দাদাহুজুর আক্তার উদ্দিন শাহ ও আমারমূর্শীদ কেবলা দয়ালমোখলেছ সাই এর সরণে...
(প্রসঙ্গ ইমামে আযম ১ম খলীফাহযরত আবু বক্কর(রা:)থেকে হাদীসবর্ণনার সনদ)
ইমামে আযম সরাসরি কিছুসাহাবার সাথে সাক্ষাত লাভ ও তাদেরথেকে হাদীস বর্ণনা করায় তাবেয়ীর মর্যাদা লাভ করেছেন যা বাকী ৩ ইমামের সৌভাগ্য হয়নি.তাছাড়া তিনি ১ম সারিরতাবেঈগণদের সূত্রে খোলাফায়ে রাশেদীন ও অন্যান্য সাহাবায়ে কেরাম থেকেহাদীস ইতিহাস রচনাকরে গিয়েছেন যা সংক্ষিপ্তাকারে তুলেধরলাম আপনাদের সামেন ভূল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন.
হযরত আবু বক্কর (রা:)পর্যন্ত ২টি ভিন্নসনদ :- ইমামে আযম হযরত আবু বক্করসিদ্দিক (রা:)ওনারনাতি হযরত কাসেমইবনে মুহাম্মদ ইবনে আবী বকর (রা:)ও ইমাম মাইমুন ইবনে মেহরানের শিষ্য ছিলেন.তাদের সূত্রে তিনি হাদীসশাস্ত্রে হযরত আবু বক্কর সিদ্দীক (রা:)উত্তরাথিকার হয়েছেন সেই নকশার সনদ ছবি আকারে ও লিখেপ্রকাশ করলাম-
১ম খলীফা ১ম পদ্ধতি:- হযরত আবু বক্কর সিদ্দীক (রা:)+হযরত আয়েশা সিদ্দিকা (রা:)+কাসেমবিন মুহাম্মদ বিন আবু বক্কর+ইমামেআযম আবু হানিফা (র:)
১ম খলীফা ২য় পদ্ধিত:-হযরত আবু বক্করসিদ্দীক +আব্দুর রহমানবিন আবু বক্কর+মাইমুন ইবনে মেহরান+ইমামে আযম আবু হানিফা (র:)
১ম পদ্ধতির তাহকীক বা যাচাই :-হযরত কাশেম ইবনে মুহাম্মদ (ওফাত-১০৮হি:)সরাসরি তার ফুফু উম্মুল মুমিনীন হযরত মা আয়শাসিদ্দীকা (রা:) থেকেবর্ণনা করেন এবং ইমামে আযম তার থেকে বর্ণনা করেন.এভাবেই ইমামে আযম একই সময়ে প্রিয়রাসূল ও হযরতআবু বক্কর সিদ্দীকের পারিবারিক জ্ঞ্যনের উত্তরাথিকারী হয়ে গেছেন.ইমাম ইবনেদাউদ বলেন, আমি ইমাম আবু হানিফা থেকে জিজ্ঞেস করেছিআপনি কোন প্রখ্যাত ইমামের শিষ্যত্ব প্রহণ করেছেন? তিনি বলেন-কাসেম,সালেম.তাউসও অন্যান্য ইমামগণের থেকে.
২য় পদ্ধতির তাহকীক বা যাচাই :-ইমাম আইয়্যুব মাইমুন ইবনে মেহরানকে (ওফাত-১১৭ হি:)জযীরার নির্ভরযোগ্য হাদীসের হাফেজদের অন্তর্ভুক্ত করা হয়.তিনি সরাসরি হযরতআবু বক্কর সিদ্দীকের সন্তান হযরত আব্দুর রহমান থেকে বর্ণনা করেন এবং ইমামেআযম তার থেকেহাদীস বর্ণনা করেন.
আর এভাবেই তিনি আবু বক্কর (রা:)হাদীসের উত্তরাধিকার সাবাস্ত হন-সুবাহানাল্লাহ.পরিশেষে আমি অধম এ টুকুইবলতে চায় যাকেআল্লাহ সুবাহানু তাআলা এত ইলম হাসীলের উপায় খুলে দিয়েছেন যা অন্য কোনইমামের ভাগ্যে হযনিযার ফলে পৃথিবীতে আজো মুসলিমদের মধ্যে সবচযে বেশী হানাফী মাযহাবের অনুসারী-আমরাসকল মাযহাবের ইমামকে প্রাণ পণে শ্রদ্ধা করি এবং আমরাগর্বিত এমন মহানইমামের অনুরসারী হয়ে আল্লাহ রাসূল কে ডাকতে পারছি-আল্লাহ আমিন-প্রচারে-মোখলেছিয়া সূন্নী খানকা শরীফ
সূত্র-
১.বুখারী-আত তারিখুল কবীর-৭/১৫৭
২.যাহাবী-তাযকেরাতুল হুফফায-১:৯৬
৩.হাসকাফী-মুসনাদে ইমামেআযম-পৃ:-১৮৯-হা:-৩৮৭
৪.ইবনে মনজবীয়া-রিজালূ মুসলিম:-১/৪০১
৫.মিযযী-তাহযীবুল কামাল-১৬/৫৫৭
৬.ইবনে আবী হাতেম: আল জারহ ওয়াততাদীল-৮/২৩৩
মূল-সূত্র-ইমামে আযম আহলে বায়ত থেকেহাদীস গ্রহণ-শায়খুল ইসলাম ড: তাহেরুল কাদেরী