বিসমিল্লাহ হির রাহমানির রাহিম


এ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে এক কথায় বলে শেষ করার মত বিষয় নয়।
বিশাল আলোচনা রয়েছে।তাই এই পোস্টে সর্ব প্রথম সৃষ্টি সম্পর্কে বিভিন্ন বর্ননা গুলো তোলে ধরব।


★ বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ) :
কিতাব : সিররুল আসরার " এ লিখেছেন,








★ ইমাম ইবনে কাসীর (রহ) :
কিতাব : "বিদায়া ওয়ান নেহায়া"তে এ সম্পর্কে লিখেছেন :










★★★সর্বপ্রথম সৃষ্টি কি?★★★



★★★ সর্বপ্রথম আরশ সৃষ্টি :-

They say that hence Pen is the first creation therefore the hadith of Prophet (Peace be upon him) being first created Nur contradicts it.
This is their misconception because things have been first created according to their relative primacy, here is hadith from Sahih Bukhari which even proves Throne and Water to be created before Pen
كان اللهُ ولم يكُنْ شيءٌ غيرُه. وكان عرشُهُ على الماء
Translation: First of all, there was nothing but Allah, and (then He created His Throne). His throne was over the water [Translation by Muhsin Khan, Sahih Bukhari in English, Volume 4, Book 54, Number 414]

★★★ সর্ব প্রথম কলম সৃষ্টি :-

One of the hadiths found in Sunnah Abu Dawood and Al Tirmidhi says
Narrated by Ubadah ibn as-Samit : Allah’s Messenger (peace be upon him) said: The first thing which Allah created was Pen. He commanded it to write. It asked: What should I write? He said: Write the Decree (al-Qadr). So it wrote what had happened and what was going to happen up to eternity. Transmitted by Tirmidhi (said that the Isnad of this hadith is gharib). (Al Tirmidhi hadith 94)



এর ব্যখ্যা কি? 


★★★ সর্বপ্রথম নুরে মোহাম্মাদী (দুরুদ) এর সৃষ্টি :-


আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করে বলেন,  লেখ। তখন কলম বলল হে আল্লাহ! কি লিখব?
আল্লাহ পাক বলেন, তকদীর। তখন তা (ঐ কলম) যা কিছু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যাকিছু হবে সেসব লিপিবদ্ধ করে ফেলল।

Note : যা হয়েছে (মানে যা হইয়াছে = perfect tense, হল বা হয়েছিল = Past Tense) 
তা লিখে ফেলল মানে কি? কি সৃষ্টি হয়েছে কলম সৃষ্টির আগে? এর জবাব একটাই নুরে মোহাম্মাদী (দুরুদ) এর সৃষ্টি হয়েছে ।

→ কলম সর্বপ্রথম সৃষ্টি সেই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগন নুরে মোহাম্মদী (দুরুদ) এর সৃষ্টি সবকিছুর পুর্বে বলে মুহাদ্দিসগন উল্লেখ করেছেন। বিস্তারিত ছবিসহ এখানে দেখুন :


যেহেতু হাদিসেই আছে, হে রাসুল (সা) আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। সুতরাং সেই রাসুল (দুরুদ) কে সৃষ্টি না করে কলমই বা কেন সৃষ্টি করবেন আরশই বা কেন সৃষ্টি করবেন? - 
হাদিসটির পর্যালোচনা এখানে :-


হযরত জাবির (রা) এর নুর সম্পর্কিত হাদিসে এর ব্যখ্যা রয়েছে ২টা একত্র করলে দেখুন :-

★★★ “” আল্লাহ পাক সর্বপ্রথম তার স্বীয় নুর থেকে রাসুলুল্লাহ (সা) এর নুর মোবারক সৃষ্টি করেছেন অত:পর সেই নুরের প্রথম ভাগ দিয়ে কলম সৃষ্টি করেছেন অথবা আরশ সৃষ্টি করেছেন।

হাদিসটি বিস্তারিত এখানে :

জাবির (রা) বর্নিত হাদিসে নুর (Hadith-E-Noor) কি জাল?


জাবির (রা) এর হাদিসে নুর বিশ্লেষণ কিতাবের ছবিসহ দেখুন :



Note : এখানে আমি এ ব্যাপারে তেমন কিছুই বলতে চাই না কারন এক একটা হাদিসের বিশ্লেষণ এ এক একটা পর্ব আলোচনা করা হবে ইনশাআল্লাহ।


রাসুলুল্লাহ (সা) সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হত না তার মানে আগে সর্বপ্রথমে রাসুলুল্লাহ (সা) এর নুর সৃষ্টি করা হয়েছে। সেই নুর থেকে রুহে মুহাম্মাদী (সা.) সৃজিত হয়েছে। 








Top