আমলের জন্য কতিপয় দুরুদ শরীফ ও তার ফজিলত সমুহ :



★ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্নিত, “
যে এই দুরুদ শরীফ একবার পাঠ করবে আল্লাহ তার জন্য ফেরেশতাদেরকে নিয়োগ করবেন যারা ১০০০ দিন তার জন্য সওয়াব লিখতে থাকবে।

"জাযাল্লাহু আন্না মুহাম্মাদান
মাহু ওয়া আহলুহু ।"

ইমাম তাবারানী (রহ) : ওনার বিখ্যাত কিতাব [তাবারানী শরীফে]



আরো কিছু দুরুদ শরীফ :



★ আল্লাহুম্মা ছাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, ওয়াসীলাতী ইলাইকা ওয়া আলিহী ওয়াসাল্লিম! (নকশবন্দীয়া ও মুজাদ্দেদিয়া তরিকার শ্রেষ্ঠ দুরূদ শরীফ)

★ আল্লাহুম্মা সাল্লিয়ালা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়াতারদা লাহু। (প্রিয় নবীর নৈকট্য লাভ)

★ আল্লাহুম্মা সাল্লিয়ালা সায়্যিদিনা ওয়ামাওলানা মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসাল্লিম।
(সমস্ত গুণাহ ক্ষমা)

★ সাল্লাল্লাহু আ'লা মুহাম্মদ। (রহমতের সত্তরটি দরজা খুলে দেয়া হয়)

★ আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়াবারিক আ'লা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিল হাবীবীল আলীয়্যিল ক্বাদরিল আ'যিমীল জাহী ওয়া আ'লা আলিহি ওয়াছাহবিহী ওয়াসাল্লিম।
(মৃত্যুর সময় দীদারে মোস্তফা)

★ হযরত সায়্যিদুনা আনাস রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্নিত আছে,
তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ-
যে ব্যক্তি নিচের শরিফটি পড়বে? সে যদি! দাড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাড়ানোর পূর্বে তার জীবনের গুনাহ গুলো ক্ষমা করে দেয়া হবে। -সুবহানআল্লাহ!
আসুন?
একবার দরুদ শরিফটি পাঠ করে নিই :-
'
আল্লাহুম্মা ছল্লি আ'লা সায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিও ওয়াআ'লা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম।
সূত্রঃ- (আফদ্বালুস সালাওয়াত আলা সায়্যিদিস সাদাত,৬৫পৃষ্টা)।
Top