আহলে হাদিস নাসিরুদ্দিন আলবানী তার
আহাদিসুস দ্বঈফাহ গ্রন্থের ১/৫০১ পৃঃ,
হাদিস নংঃ৬১৩ এ বলেছে যে,

মৃত ব্যক্তিকে কোন নেককার ওলী, হক্কানী আলেমের পাশে কবরস্থ করলে কোন উপকার নেই।
অনুরুপভাবে জুনায়েদ বাবুনগরী তার প্রচলিত জাল হাদিস বইয়ের ১৯৬ পৃষ্ঠায় এর সমালোচনা করেন।




                                    জবাবঃ


হাদিস নং:১

"হযরত আবু হুরায়রা(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,তিনি বলেন, রাসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেন,তোমরা মৃত ব্যক্তিদেরকে (যথাসম্ভব) নেক বান্দাদের মাঝে দাফন করবে, নিশ্চয় মৃত ব্যক্তিগণ খারাপ প্রতিবেশী দ্বারা কষ্ট অনুভব করে।যেরুপ জীবিতগণ খারাপ প্রতিবেশী দ্বারা কষ্ট পেয়ে থাকে।ইমাম সৈয়ুতি হাদিসটি বর্ণনা করে বলেন- হাদিসটি সনদে দুর্বল।( শরহুস সুদুরঃ১৩পৃঃ)

Reference :

★ দায়লামীঃ ফিরদাউসঃ ১/১০২পৃঃ,হাদিসঃ৩৩৭;দারুল কুতুব,ইলমিয়্যাহ, বৈরুত, লেবানন
★ ইমাম সৈয়ুতিঃ শরহুস সুদুর-১৩পৃঃ, আদ্দুরুল মুনতাসিরাহঃ১/৬৬পৃঃ,জামেউল হাদিসঃ২/১০৫পৃ: হাদিসঃ৯৯২,
★ আবু নঈম ইস্পাহানীঃ হুলিয়াতুল আউলিয়াঃ৬/৩৫৪পৃঃ,দারুল কুতুব আরাবি,বৈরুত
★ ইমাম নাবহানীঃ ফতহুল কবীরঃ১/৫৯পৃঃ,হাদিসঃ৫০৮
★ ইমাম সাখাভীঃ মাকাসিদুল হাসানাঃ৫১পৃঃহাদিসঃ ৪৭
★ ইমাম আযলূনীঃ কাশফুল খাফাঃ১/৬৪পৃঃ,হাদিসঃ১৬৯
★ ইমাম সৈয়ুতিঃ জামেউস সগীরঃ১/৩০পৃঃ,হাদিসঃ৩১৮
★ ইমাম আসকালানীঃ লিসানুল মিযানঃ৩/৯৯পৃঃ
★ মুত্তাকী হিন্দীঃ কানযুল উম্মালঃ১৫/৫৯৯পৃঃ, হাদিসঃ৪২৩৭১
★ ইবনে আসাকীরঃ তারিখে দামেস্কঃ৫৮/৩৭৭-৩৭৮পৃঃহাদিসঃ৭৪৭৩
★ হিব্বানঃ মাজরুহীনঃ১/২৯১পৃঃহাদিসঃ৩২৫
★ আলবানী দ্বঈফুল জামেঃহাদিসঃ ২৬৩

~ ইমাম সৈয়ুতি তার জামেউস সগীর গ্রন্থের ভূমিকায় বলেছেন, আমি এই গ্রন্থকে জাল হাদিস থেকে হিফাজত করেছি।(জামেউস সগীরঃ১/৫পৃঃ)

তাই হাদিসটি কোন মতেই জাল হতে পরে না।
অপরদিকে আল্লামা আযলুনী বলেন যে,ইমাম মানাবী উক্ত হাদিস প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন-
" নিশ্চয় উক্ত ঘটনাটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় , এটার ভিত্তি আছে( কাশফুল খাফাঃ১/৬৪)

হাদিস নং:২

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্নিত তিনি নবী করীম (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হতে বর্ননা করেন,রাসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেন, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করে,তাকে সুন্দর কাফন পরিধান করাও এবং তার অসিয়ত দ্রুততার সাথে পুর্ণ কর।তার কবর গভীরভাবে খনন কর এবং তাকে খারাপ প্রতিবেশী থেকে দূরে রাখ।বলা হল,হে আল্লাহর রাসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! নেক প্রতিবেশী পরকালে কি উপকারে আসবে? ইরশাদ করেন, দুনিয়ায় কি নেক প্রতিবেশী উপকার করতে পারে? তারা বললেন, হ্যাঁ পারে।রাসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ঐ রকমই নেক প্রতিবেশী পরকালেও উপকার করবে।

 Reference :

★ ইমাম সৈয়ুতিঃশরহুস সুদুরঃ১৩৪পৃঃ
★ আযলুনীঃকাশফুল খাফাঃ১/৬৪পৃঃ,হাদিসঃ১৬৯
★ ইমাম সাখাভীঃমাকাসিদুল হাসানাঃ৫১পৃঃ,হাদিসঃ৪৭

হাদিস নং:৩

"হযরত আবদুল্লাহ ইবনে না'ফে আল মুজনী(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,তিনি বলেন, মদীনাতে এক ব্যক্তি মৃত্যুবরণ করল সেখানে তাকে দাফন করা হয়।অতঃপর কোন এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখল।সে জান্নামের আযাবে রয়েছে।এতে সে চিন্তায় ডুবে গেল।অতঃপর সাত বা আট দিনপর তাকে আবার দেখানো হল, সে জান্নাতের নেয়ামতের মধ্যে আছে।তখন সে তাকে(স্বপ্নে এ বিষয়) জিজ্ঞাসা করলে সে জবাবে জানায়, আমাদের নিকট একজন নেক বান্দাকে দাফন করা হয়েছে।সে তার চল্লিশজন পড়শীর ব্যাপারে সুপারিশ করেছেন।আমি তাদের ঐ চল্লিশজনের মধ্যে একজন ছিলাম।( আল্লাহ তার সুপারিশ কবুল করে আমাদের জান্নাত দান করেছেন)

Reference :

★ ইমাম সৈয়ুতিঃশরহুস সুদুরঃ১৩৫পৃঃ
★ ইমাম সৈয়ুতিঃআনবীয়ুল আযকিয়া ফী হায়াতিল আম্বিয়া
★ ইমাম আবিদ দুনিয়াঃ আল কুবুরঃ১/১২৮ পৃঃ,হাদিসঃ১৩৯

আল্লামা আযলুনী ও ইমাম সৈয়ুতি হযরত আলী সহ একাধিক সনদে তাদের গ্রন্থে আরও অনেক হাদিস উল্লেখ করেছেন।
Top